এক ক্লিকে আইপিএলের সব দলের ‘১০’বছরের খতিয়ান

Last Updated:
1/8
আইপিএলে এখন বুঁদ হয়ে আছে ক্রিকেটপ্রেমী জনতা ৷ ম্যাচের আপডেট থেকে শুরু করে প্লেয়ারদের পারফরম্যান্স সবকিছুই একেবারে তাঁদের ঠোঁটস্থ ৷ শুক্রবার কেকেআর হেরে যাওয়ায় নাইটপ্রেমীরা একটু মনক্ষুন্ন হলেও একনজরে যদি নাইটদের গত দশ মরশুমের পারফরম্যান্স দেখে নেওয়া যায় তাহলে মনটা খুশ হয়ে যাবে ৷ Photo: News18 Bangla Creative
আইপিএলে এখন বুঁদ হয়ে আছে ক্রিকেটপ্রেমী জনতা ৷ ম্যাচের আপডেট থেকে শুরু করে প্লেয়ারদের পারফরম্যান্স সবকিছুই একেবারে তাঁদের ঠোঁটস্থ ৷ শুক্রবার কেকেআর হেরে যাওয়ায় নাইটপ্রেমীরা একটু মনক্ষুন্ন হলেও একনজরে যদি নাইটদের গত দশ মরশুমের পারফরম্যান্স দেখে নেওয়া যায় তাহলে মনটা খুশ হয়ে যাবে ৷ Photo: News18 Bangla Creative
advertisement
2/8
আইপিএল ইতিহাসের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু এ মরশুমে তারা যা খেলা দেখিয়েছে তাতে ফ্যানদের মন কার্যত ভেঙে চৌচির ৷ গতবারের চ্যাম্পিয়নদের নৌকা রীতিমতো টলমল করছে ৷ তবে তারাই আইপিএলের ইতিহাসের একমাত্র তিনবার চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য পেয়েছিল ৷ Photo: News18 Bangla Creative
আইপিএল ইতিহাসের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু এ মরশুমে তারা যা খেলা দেখিয়েছে তাতে ফ্যানদের মন কার্যত ভেঙে চৌচির ৷ গতবারের চ্যাম্পিয়নদের নৌকা রীতিমতো টলমল করছে ৷ তবে তারাই আইপিএলের ইতিহাসের একমাত্র তিনবার চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য পেয়েছিল ৷ Photo: News18 Bangla Creative
advertisement
3/8
দু’বছরের নির্বাসন কাটিয়ে এ মরশুমেই আইপিএলে ফিরেছে ধোনির চেন্নাই সুপার কিংস ৷ ফেরত এসেই স্বমহিমায় মাহি এন্ড কোং ৷ চ্যাম্পিয়নশিপের দৌড়ে ভালোই এগোচ্ছে সিএসকে-র ঘোড়া ৷ নজর বোলালে আইপিএলের ইতিহাসে ধারাবাহিকতম দল তারাই ৷ Photo: News18 Bangla Creative
দু’বছরের নির্বাসন কাটিয়ে এ মরশুমেই আইপিএলে ফিরেছে ধোনির চেন্নাই সুপার কিংস ৷ ফেরত এসেই স্বমহিমায় মাহি এন্ড কোং ৷ চ্যাম্পিয়নশিপের দৌড়ে ভালোই এগোচ্ছে সিএসকে-র ঘোড়া ৷ নজর বোলালে আইপিএলের ইতিহাসে ধারাবাহিকতম দল তারাই ৷ Photo: News18 Bangla Creative
advertisement
4/8
অধিনায়ক বিরাট কোহলি যেভাবে সাফল্য পাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক হয়ে যে সাফল্য তিনি ছুঁয়েছেন আরসিবি অধিনায়ক হয়ে তিনি সাফল্য পাননি ৷ আরসিবিও দল হিসেবে আইপিএলে গত দশ মরশুমে সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে রানার্স হয়ে ৷ তিনবারের রানার্স দল এবারেও কতটা কী করতে পারবে বড় প্রশ্ন ৷ Photo: News18 Bangla Creative
অধিনায়ক বিরাট কোহলি যেভাবে সাফল্য পাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক হয়ে যে সাফল্য তিনি ছুঁয়েছেন আরসিবি অধিনায়ক হয়ে তিনি সাফল্য পাননি ৷ আরসিবিও দল হিসেবে আইপিএলে গত দশ মরশুমে সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে রানার্স হয়ে ৷ তিনবারের রানার্স দল এবারেও কতটা কী করতে পারবে বড় প্রশ্ন ৷ Photo: News18 Bangla Creative
advertisement
5/8
রাজস্থান রয়্যালসের শুরুটা হয়েছিল আইপিএলে ধামাকা দিয়ে, প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন হয়েছিল শ্যেন ওয়ার্নের দল ৷ তারপর থেকে আর চ্যাম্পিয়নশিপের বিশেষ ধারেকাছে আসেনি তারা ৷ এবার আবার দু’বারের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরেছে দল ৷ তাই ফের আশায় বুক বাঁধছেন সমর্থকরা ৷ Photo: News18 Bangla Creative
রাজস্থান রয়্যালসের শুরুটা হয়েছিল আইপিএলে ধামাকা দিয়ে, প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন হয়েছিল শ্যেন ওয়ার্নের দল ৷ তারপর থেকে আর চ্যাম্পিয়নশিপের বিশেষ ধারেকাছে আসেনি তারা ৷ এবার আবার দু’বারের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরেছে দল ৷ তাই ফের আশায় বুক বাঁধছেন সমর্থকরা ৷ Photo: News18 Bangla Creative
advertisement
6/8
বহুবার আইপিএলের শেষ দল হওয়ার দুর্ভাগ্য তাড়া করেছে দিল্লি ডেয়ারডেভিলসকে ৷ এবারের পারফরম্যান্সগ্রাফও এখনও অবধি বিশেষ আশাব্যঞ্জক নয় ৷ ধারাবাহিকভাবে কোনও দল যদি দর্শক প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তাহল এই দিল্লি ডেয়ারডেভিলস ৷ Photo: News18 Bangla Creative
বহুবার আইপিএলের শেষ দল হওয়ার দুর্ভাগ্য তাড়া করেছে দিল্লি ডেয়ারডেভিলসকে ৷ এবারের পারফরম্যান্সগ্রাফও এখনও অবধি বিশেষ আশাব্যঞ্জক নয় ৷ ধারাবাহিকভাবে কোনও দল যদি দর্শক প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তাহল এই দিল্লি ডেয়ারডেভিলস ৷ Photo: News18 Bangla Creative
advertisement
7/8
সানারাইজার্স হায়দরাবাদের আইপিএল অভিযান অবশ্য শুরু ২০১৩ থেকে ৷ তার আগে ছিল ডেকান চার্জার্স ৷ ২০১৭ সালে তারা হয়েছিল চ্যাম্পিয়ন ৷ অল্প দিনের পথ চলা হলেও দাক্ষিণাত্যের এই দলটির পারফরম্যান্সে আছে ধারাবাহিকতা ৷ Photo: News18 Bangla Creative
সানারাইজার্স হায়দরাবাদের আইপিএল অভিযান অবশ্য শুরু ২০১৩ থেকে ৷ তার আগে ছিল ডেকান চার্জার্স ৷ ২০১৭ সালে তারা হয়েছিল চ্যাম্পিয়ন ৷ অল্প দিনের পথ চলা হলেও দাক্ষিণাত্যের এই দলটির পারফরম্যান্সে আছে ধারাবাহিকতা ৷ Photo: News18 Bangla Creative
advertisement
8/8
কিংস ইলেভেন পঞ্জাবের দলটির ধারাবাহিকতা থাকলেও চ্যাম্পিয়নশিপ জয় দশ বছর পেরিয়েও অধরা ৷ প্রীতি জিন্টার দলের এখনও অবধি সবচেয়ে ভালো পারফরম্যান্স রানার্স হওয়া ৷ তবে এবার প্রীতির কিংরা ভালোই পারফরম্যান্স দেখাচ্ছেন ৷ Photo: News18 Bangla Creative
কিংস ইলেভেন পঞ্জাবের দলটির ধারাবাহিকতা থাকলেও চ্যাম্পিয়নশিপ জয় দশ বছর পেরিয়েও অধরা ৷ প্রীতি জিন্টার দলের এখনও অবধি সবচেয়ে ভালো পারফরম্যান্স রানার্স হওয়া ৷ তবে এবার প্রীতির কিংরা ভালোই পারফরম্যান্স দেখাচ্ছেন ৷ Photo: News18 Bangla Creative
advertisement
advertisement
advertisement