রোজই বদলে যাচ্ছে আইপিএলের ওঠা পড়া, জেনে নিন

Last Updated:
1/8
এটা যেন মহেন্দ্র সিং ধোনির কাছে প্রমাণের বছর ৷ দু’বছরের নির্বাসন কাটিয়ে এ মরশুমেই আইপিএলে ফিরে তাই ধমাল মাচাচ্ছেন ধোনি ও তাঁর ছেলেরা ৷ একের পর এক গাঁঠ পেরোচ্ছে, ওঠানামা থাকলেও এক নম্বরটা ভালোই ধরে রেখেছে সিএসকে ৷ Photo: News18 Bangla Creative
এটা যেন মহেন্দ্র সিং ধোনির কাছে প্রমাণের বছর ৷ দু’বছরের নির্বাসন কাটিয়ে এ মরশুমেই আইপিএলে ফিরে তাই ধমাল মাচাচ্ছেন ধোনি ও তাঁর ছেলেরা ৷ একের পর এক গাঁঠ পেরোচ্ছে, ওঠানামা থাকলেও এক নম্বরটা ভালোই ধরে রেখেছে সিএসকে ৷ Photo: News18 Bangla Creative
advertisement
2/8
রবিবার কেকেআর হাড্ডাহাড্ডি ম্যাচে বিরাট কোহলির আরসিবিকে মাত দিয়েছে ৷ ধারাবাহিকতার অভাব একটু ভোগাচ্ছে নাইট বাহিনীকে ৷ কিং খানের ছেলেরা এখনও চারটে ম্যাচ জিতেছে আবারও হেরেছেও চারটি ম্যাচে ৷ Photo: News18 Bangla Creative
রবিবার কেকেআর হাড্ডাহাড্ডি ম্যাচে বিরাট কোহলির আরসিবিকে মাত দিয়েছে ৷ ধারাবাহিকতার অভাব একটু ভোগাচ্ছে নাইট বাহিনীকে ৷ কিং খানের ছেলেরা এখনও চারটে ম্যাচ জিতেছে আবারও হেরেছেও চারটি ম্যাচে ৷ Photo: News18 Bangla Creative
advertisement
3/8
দুরন্ত ফর্মে থাকা চেন্নাইকে হারিয়ে দিয়ে কিছুটা কী সান্ত্বনা পেয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর দারুণ পারফরম্যান্সে ভর দিয়ে ম্যাচ জয় হলেও, লিগ টেবলে এখনও ছয় নম্বরে মুম্বই ৷ প্লে অফের টিকিট পেতে হলে চারের মধ্যে উঠে আসতেই হবে তাদের ৷ Photo: News18 Bangla Creative
দুরন্ত ফর্মে থাকা চেন্নাইকে হারিয়ে দিয়ে কিছুটা কী সান্ত্বনা পেয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর দারুণ পারফরম্যান্সে ভর দিয়ে ম্যাচ জয় হলেও, লিগ টেবলে এখনও ছয় নম্বরে মুম্বই ৷ প্লে অফের টিকিট পেতে হলে চারের মধ্যে উঠে আসতেই হবে তাদের ৷ Photo: News18 Bangla Creative
advertisement
4/8
কখনও দারুণ ব্যাটিং করছেন আবার কখনও দুরন্ত ফিল্ডিংয়ে সকলের নজর কেড়ে নিচ্ছেন ৷ কিন্তু দলের পারফরম্যান্সগ্রাফ যে কে সেই ৷ ক্রিকেটার বিরাট কোহলি অধিনায়ক হিসেবে দলকে অনুপ্রাণিত করতে ব্যর্থ ৷ তাই হাল যে কে সেই তালিকার ৭ নম্বরে রয়েছেন তারা ৷ Photo: News18 Bangla Creative
কখনও দারুণ ব্যাটিং করছেন আবার কখনও দুরন্ত ফিল্ডিংয়ে সকলের নজর কেড়ে নিচ্ছেন ৷ কিন্তু দলের পারফরম্যান্সগ্রাফ যে কে সেই ৷ ক্রিকেটার বিরাট কোহলি অধিনায়ক হিসেবে দলকে অনুপ্রাণিত করতে ব্যর্থ ৷ তাই হাল যে কে সেই তালিকার ৭ নম্বরে রয়েছেন তারা ৷ Photo: News18 Bangla Creative
advertisement
5/8
রাজস্থান রয়্যালসের অবস্থা আবার মাঝারি মানের ৷ পাঁচ নম্বর থেকে ওপরে ওঠা হচ্ছে না অজিঙ্ক রাহানের ছেলেদের ৷ Photo: News18 Bangla Creative
রাজস্থান রয়্যালসের অবস্থা আবার মাঝারি মানের ৷ পাঁচ নম্বর থেকে ওপরে ওঠা হচ্ছে না অজিঙ্ক রাহানের ছেলেদের ৷ Photo: News18 Bangla Creative
advertisement
6/8
দিল্লি ডেয়ারডেভিলসের ধারাবাহিক ব্যর্থতার যেন সীমা নেই ৷ একদিকে যেমন আইলিগের ইতিহাসের তারা ব্যর্থতম দল ৷ তেমনি এবারের আইপিএলেও লাস্ট বয় তকমা যেন চেপে বসেছে তাদের গায়ে ৷ Photo: News18 Bangla Creative
দিল্লি ডেয়ারডেভিলসের ধারাবাহিক ব্যর্থতার যেন সীমা নেই ৷ একদিকে যেমন আইলিগের ইতিহাসের তারা ব্যর্থতম দল ৷ তেমনি এবারের আইপিএলেও লাস্ট বয় তকমা যেন চেপে বসেছে তাদের গায়ে ৷ Photo: News18 Bangla Creative
advertisement
7/8
সানারাইজার্স হায়দরাবাদও বেশ ভালোই পারফর্ম করেই চলেছে ৷ চেন্নাই সুপার কিংসকে যাঁরা সর্বক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে তারা কেন উইলিয়ামসনের হায়দরাবাদ ৷ Photo: News18 Bangla Creative
সানারাইজার্স হায়দরাবাদও বেশ ভালোই পারফর্ম করেই চলেছে ৷ চেন্নাই সুপার কিংসকে যাঁরা সর্বক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে তারা কেন উইলিয়ামসনের হায়দরাবাদ ৷ Photo: News18 Bangla Creative
advertisement
8/8
কিংস ইলেভেন পঞ্জাবের বেশ কয়েকদিন ম্যাচ খেলেনি অবশ্য তবে তারা শুরুর ধাক্কা কাটিয়ে পারফরম্যান্সগ্রাফ এগিয়ে নিয়ে যাচ্ছিল ৷ সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তারা প্লে অফের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারবে ৷ Photo: News18 Bangla Creative
কিংস ইলেভেন পঞ্জাবের বেশ কয়েকদিন ম্যাচ খেলেনি অবশ্য তবে তারা শুরুর ধাক্কা কাটিয়ে পারফরম্যান্সগ্রাফ এগিয়ে নিয়ে যাচ্ছিল ৷ সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তারা প্লে অফের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারবে ৷ Photo: News18 Bangla Creative
advertisement
advertisement
advertisement