কোন ক্যাপ্টেনরা দুয়ো দিলেন দীনেশ কার্তিককে, এক ক্লিকেই জেনে নিন অধিনায়কদের মেধা তালিকা

Last Updated:
1/8
এবারের আইপিএলে সব অধিনায়করাই বেশ ভালোই পারফরম্যান্স করেছেন ৷ শুধু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেই নয় ব্যাট হাতেও তাঁরা এতটাই দাপট দেখিয়েছেন যে সেরা পারফরমারদের লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই ভালোই চলছে ৷ তাঁর দলের মতোই বাকি সব অধিনায়কদের ডজ দিয়ে সেরা রান সংগ্রাহকদের তালিকার দু‘নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ সেরা অধিনায়কদের দৌড়ে তিনি এক নম্বরে ৷ ১২ ম্যাচে তাঁর মোট রান ৫৪৪ ৷ File Photo
এবারের আইপিএলে সব অধিনায়করাই বেশ ভালোই পারফরম্যান্স করেছেন ৷ শুধু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেই নয় ব্যাট হাতেও তাঁরা এতটাই দাপট দেখিয়েছেন যে সেরা পারফরমারদের লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই ভালোই চলছে ৷ তাঁর দলের মতোই বাকি সব অধিনায়কদের ডজ দিয়ে সেরা রান সংগ্রাহকদের তালিকার দু‘নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ সেরা অধিনায়কদের দৌড়ে তিনি এক নম্বরে ৷ ১২ ম্যাচে তাঁর মোট রান ৫৪৪ ৷ File Photo
advertisement
2/8
অধিনায়কদের তালিকার সেকেন্ড বয় বিরাট কোহলি ৷ তাঁর দল লিগ টেবলের তলানির দিকে থাকলেও তাঁর রান মেশিন থেমে নেই৷ ১১ ম্যাচে আরসিবি অধিনায়ক বিরাটের রান ৪৬৬ ৷ সেরা রান সংগ্রাহকদের তালিকার ৭ নম্বরে তিনি ৷ File Photo
অধিনায়কদের তালিকার সেকেন্ড বয় বিরাট কোহলি ৷ তাঁর দল লিগ টেবলের তলানির দিকে থাকলেও তাঁর রান মেশিন থেমে নেই৷ ১১ ম্যাচে আরসিবি অধিনায়ক বিরাটের রান ৪৬৬ ৷ সেরা রান সংগ্রাহকদের তালিকার ৭ নম্বরে তিনি ৷ File Photo
advertisement
3/8
বুড়ো ধোনি এখনও অবধি থার্ড বয় ৷ ১২ ম্যাচে তাঁর ঝোলায় ৪১৩ রান ৷ সেরা রান সংগ্রাহকদের তালিকার ৯ নম্বরে রয়েছেন তিনি ৷ File Photo
বুড়ো ধোনি এখনও অবধি থার্ড বয় ৷ ১২ ম্যাচে তাঁর ঝোলায় ৪১৩ রান ৷ সেরা রান সংগ্রাহকদের তালিকার ৯ নম্বরে রয়েছেন তিনি ৷ File Photo
advertisement
4/8
চার নম্বরে রয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসের তরুণ শ্রেয়স আইয়ার ৷ যদিও মরশুমের শুরু থেকে অধিনায়কত্বের ব্যাটন তাঁর হাতে ছিল না , তবুও যেহেতু বর্তমানে তিনিই অধিনায়ক তাই তাঁর পরিসংখ্যানেই চোখ রাখা হল ৷ ১২ ম্যাচে তাঁর রান ৩৮৬ ৷ সেরা রান সংগ্রাহকদের মধ্যে তাঁর স্থান সেরা দশের একেবারে ১০ এ ৷ File Photo
চার নম্বরে রয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসের তরুণ শ্রেয়স আইয়ার ৷ যদিও মরশুমের শুরু থেকে অধিনায়কত্বের ব্যাটন তাঁর হাতে ছিল না , তবুও যেহেতু বর্তমানে তিনিই অধিনায়ক তাই তাঁর পরিসংখ্যানেই চোখ রাখা হল ৷ ১২ ম্যাচে তাঁর রান ৩৮৬ ৷ সেরা রান সংগ্রাহকদের মধ্যে তাঁর স্থান সেরা দশের একেবারে ১০ এ ৷ File Photo
advertisement
5/8
কেকেআর অধিনায়কের নাম অবশেষে এসেছে পঞ্চম পজিশনে ৷ তিনি বড় তালিকার ১২ নম্বরে তিনি ৷ ১২ ম্যাচে তাঁর ঝোলায় রান ৩৭১ ৷ File Photo
কেকেআর অধিনায়কের নাম অবশেষে এসেছে পঞ্চম পজিশনে ৷ তিনি বড় তালিকার ১২ নম্বরে তিনি ৷ ১২ ম্যাচে তাঁর ঝোলায় রান ৩৭১ ৷ File Photo
advertisement
6/8
দীনেশ কার্তিকের পরের জায়গা পেয়েছেন যে অধিনায়ক তিনি রাজস্থান রয়্যালসের অজিঙ্ক রাহানে ৷ তিনি ১২ ম্যাচে ২৮০ রান করেছেন ৷ File Photo
দীনেশ কার্তিকের পরের জায়গা পেয়েছেন যে অধিনায়ক তিনি রাজস্থান রয়্যালসের অজিঙ্ক রাহানে ৷ তিনি ১২ ম্যাচে ২৮০ রান করেছেন ৷ File Photo
advertisement
7/8
দল যেমন লাট খাচ্ছে, তেমনিই লাট খাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের রানের ঘুঁড়ি ৷ সেরা রান সংগ্রাহকদের তালিকার ২২ নম্বরে তিনি ৷ রান ১২ ম্যাচে ২৬৭ ৷ File Photo
দল যেমন লাট খাচ্ছে, তেমনিই লাট খাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের রানের ঘুঁড়ি ৷ সেরা রান সংগ্রাহকদের তালিকার ২২ নম্বরে তিনি ৷ রান ১২ ম্যাচে ২৬৭ ৷ File Photo
advertisement
8/8
রোহিতের পরে রানে আর মাত্র একজনই অধিনায়ক রয়েছেন তিনি রবিচন্দ্রন অশ্বিন ৷ যিনি আসলে স্পেশালিস্ট বোলার ৷ তাঁর রান ১২ ম্যাচে ১০২ ৷ তবে যেভাবে তিনি অধিনায়কত্ব করছেন তাতে বেশ চমকেছে ক্রিকেট মহল ৷ File Photo
রোহিতের পরে রানে আর মাত্র একজনই অধিনায়ক রয়েছেন তিনি রবিচন্দ্রন অশ্বিন ৷ যিনি আসলে স্পেশালিস্ট বোলার ৷ তাঁর রান ১২ ম্যাচে ১০২ ৷ তবে যেভাবে তিনি অধিনায়কত্ব করছেন তাতে বেশ চমকেছে ক্রিকেট মহল ৷ File Photo
advertisement
advertisement
advertisement