রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৫ রানে জয় পেয়েছে কেকেআর ৷ প্লে অফের এলিমিনেটর গাঁঠ পেরিয়েছে দীনেশ কার্তিকের ছেলেরা ৷ Photo Courtesy – BCCI/IPL
2/ 6
কলকাতার স্পোর্টিং স্পিরিট এমনিতেই বেশ হাই ৷ এদিনের কেকেআরের ম্যাচেও সেই ছবিই ফের ধরা পড়ল ৷ গ্যালারিতে নাইটদের জন্য গলা ফাটালেন মধ্য পঞ্চাশের প্রৌঢ়াও ৷ Photo Courtesy – BCCI/IPL
3/ 6
কচি কাঁচারাও বেশ মেতে আনন্দে প্রিয় দলের জন্য চিয়ার করতে দেখা গেল খুদে ফ্যানদেরও ৷ Photo Courtesy – BCCI/IPL
4/ 6
বৃষ্টি বা মেঘের দাপট সরিয়ে কেকেআর ক্রিকেটাররা যা দাপট দেখালেন তাতে মাথায় ব্যান্ড বাঁধা সার্থক ফ্যানদের ৷ Photo Courtesy – BCCI/IPL
5/ 6
মাঠে রাখা কাপটা প্রথম মরশুমেই ছুঁয়ে দেখার জন্য তৈরি কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ৷ আর সমর্থকদের এই উচ্ছ্বাস দলের মোটিভেশনকে পৌঁছে দিচ্ছে অন্য পর্যায়ে ৷ Photo Courtesy – BCCI/IPL
6/ 6
কাপের দৌড়ে টিকে থাকতে শুক্রবার কেকেআরের আরও একটা ধাপ পেরোতে হবে ৷ যে ম্যাচে তাদের সামনে প্রথম প্লে অফের পরাজিত কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ ৷ কাপ দেখতে পাচ্ছে কেকেআর ৷ Photo Courtesy – BCCI/IPL