In Pics: সানরাইজার্সকে মাত্র ৪ রানে হারিয়ে লিগ টেবলের শীর্ষে ধোনিরা
Last Updated:
advertisement
ম্যাচ হারলেও ভালই লড়াই করেছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ ১৮২ রান তাড়া করতে নেমে জয়ের খুব কাছাকাছি চলে এসেছিল দল ৷ অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ইউসুফ পাঠানের লড়াকু ইনিংসের সৌজন্যে আর একটু হলেই ঘরের মাঠে আরও একটা ম্যাচ জিততে চলেছিল হায়দরাবাদ ৷ কিন্তু শেষপর্যন্ত সেটা আর হয়নি ৷ শেষ বলে এসে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় রান। কিন্তু ডোয়েন ব্র্যাভোর বলে এক রানের বেশি নিতে পারেননি রশিদ খান। হায়দরাবাদ থেমে যায় ১৭৮ রানে ৷ Photo Courtesy: IPL/BCCI
advertisement
advertisement
advertisement