লোকেশ রাহুলকে থামানো যাচ্ছে না ৷ রবিবার ইনদওরে আরও একটা দুর্দান্ত ইনিংস দর্শকদের উপহার দিলে তিনি ৷ তাঁর ৫৪ বলে ৮৪ রানের ইনিংসের সৌজন্যেই ৮ বল বাকি থাকতেই রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারাল কিংস ইলেভেন পঞ্জাব ৷ Photo Courtesy: IPL/BCCI
2/ 5
রাজস্থান রয়্যালসের ১৫৩ রান তাড়া করতে নেমে গেইল এবং আগরওয়ালের উইকেট তাড়াতাড়ি হারালেও কিংস ইলেভেনকে জেতাতে এদিন মুখ্য ভূমিকা নেন রাহুল ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন করুণ নায়ার (৩১) এবং মার্ক স্টয়নিস (২৩ নট আউট ) ৷ Photo Courtesy: IPL/BCCI
3/ 5
এই মাচ জিতে এখন লিগ টেবলে কেকেআরকে টপকে তিন নম্বরে উঠে এল কিংস ৷ অন্যদিকে আরও একটা ম্যাচ হেরে প্লে অফ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে রাহানের রাজস্থান ৷ Photo Courtesy: IPL/BCCI