ফার্স্ট ল্যাপ শেষ, একনজরে ঝাঁঝালো বোলিং পারফরম্যান্স

Last Updated:
1/6
টানটান নাটকের পর স্থির হয়ে গেছে আইপিএলের প্লে অফে খেলার ছাড়পত্র পেল কোন চারটি দল ৷ শেষ ল্যাপে লড়াই যেরকম জমে গিয়েছিল তাতে ক্রিকেটপ্রেমী জনতা চেটেপুটে মজা নিয়েছেন ৷ এই পর্বে বেশ কিছু ধামাকা পারফরম্যান্স দেখা গিয়েছে তার মধ্যে কোন পাঁচটি বোলিং পারফরম্যান্সকে সেরা বলা হচ্ছে দেখে নিন ৷ Photo Courtesy –BCCI
টানটান নাটকের পর স্থির হয়ে গেছে আইপিএলের প্লে অফে খেলার ছাড়পত্র পেল কোন চারটি দল ৷ শেষ ল্যাপে লড়াই যেরকম জমে গিয়েছিল তাতে ক্রিকেটপ্রেমী জনতা চেটেপুটে মজা নিয়েছেন ৷ এই পর্বে বেশ কিছু ধামাকা পারফরম্যান্স দেখা গিয়েছে তার মধ্যে কোন পাঁচটি বোলিং পারফরম্যান্সকে সেরা বলা হচ্ছে দেখে নিন ৷ Photo Courtesy –BCCI
advertisement
2/6
অঙ্কিত রাজপুত  কিংস ইলেভেন পঞ্জাব হয়ত আইপিএল প্লে অফে জায়গা করে নিতে পারেনি ৷ কিন্তু বোলারদের সেরা পারফরম্যান্সের তালিকায় একেবারে ওপরের দিকে জায়গা করে নিচ্ছে তাঁদের অঙ্কিত রাজপুতের বোলিং পারফরম্যান্স ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি ৷ নিজের ২৪ বলের মধ্যে ১৭ টি ডট বল করেছিলেন তিনি ৷ তাঁর শিকারের তালিকায় ছিল শিখর ধাওয়ান , উইলিয়ামসন, ঋদ্ধিমান সাহা, মণীশ পান্ডে –র মত তাবড় টপ অর্ডার ব্যাটসম্যানরা ৷ File Photo
অঙ্কিত রাজপুত কিংস ইলেভেন পঞ্জাব হয়ত আইপিএল প্লে অফে জায়গা করে নিতে পারেনি ৷ কিন্তু বোলারদের সেরা পারফরম্যান্সের তালিকায় একেবারে ওপরের দিকে জায়গা করে নিচ্ছে তাঁদের অঙ্কিত রাজপুতের বোলিং পারফরম্যান্স ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি ৷ নিজের ২৪ বলের মধ্যে ১৭ টি ডট বল করেছিলেন তিনি ৷ তাঁর শিকারের তালিকায় ছিল শিখর ধাওয়ান , উইলিয়ামসন, ঋদ্ধিমান সাহা, মণীশ পান্ডে –র মত তাবড় টপ অর্ডার ব্যাটসম্যানরা ৷ File Photo
advertisement
3/6
লুঙ্গি এনগিডি  চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলা প্রোটিয়া এই বোলারের বোলিং পারফরম্যান্সও ছিল দারুণ ইর্ষণীয় ৷ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তাঁর বোলিং রেকর্ড ৪ ওভারে ১০ রান দিয়ে ৪ টি উইকেট নেওয়া ৷ এদিন কেএল রাহুল, ক্রিস গেইল , আর অশ্বিন, অ্যান্ড্রু টাইয়ের উইকেট নেন তিনি ৷ এনগিডি ১৬ ডট বল করেছিলেন বাকি ৮ বলে ১০ রান করেন ৷ File Photo
লুঙ্গি এনগিডি চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলা প্রোটিয়া এই বোলারের বোলিং পারফরম্যান্সও ছিল দারুণ ইর্ষণীয় ৷ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তাঁর বোলিং রেকর্ড ৪ ওভারে ১০ রান দিয়ে ৪ টি উইকেট নেওয়া ৷ এদিন কেএল রাহুল, ক্রিস গেইল , আর অশ্বিন, অ্যান্ড্রু টাইয়ের উইকেট নেন তিনি ৷ এনগিডি ১৬ ডট বল করেছিলেন বাকি ৮ বলে ১০ রান করেন ৷ File Photo
advertisement
4/6
অ্যান্ড্রু টাই  ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ টি উইকেট নেন কিংস ইলেভেন পঞ্জাবের এই বোলার ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই বোলিং পরিসংখ্যান দিয়েছিলেন তিনি ৷ একাই টপ অর্ডারের সূর্যকুমার যাদব, এভিন লুইস, ইশান কিষাণকে তুলে নেন তিনি ৷ এদিন ১৫ টি ডট বল করেছিলেন ৷ File Photo
অ্যান্ড্রু টাই ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ টি উইকেট নেন কিংস ইলেভেন পঞ্জাবের এই বোলার ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই বোলিং পরিসংখ্যান দিয়েছিলেন তিনি ৷ একাই টপ অর্ডারের সূর্যকুমার যাদব, এভিন লুইস, ইশান কিষাণকে তুলে নেন তিনি ৷ এদিন ১৫ টি ডট বল করেছিলেন ৷ File Photo
advertisement
5/6
শ্রেয়স গোপাল  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের এই বোলারও বেশ দাপট দেখিয়েছিলেন ৷ ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ টি উইকেট নিয়েছিলেন তিনি ৷ এদিন শ্রেয়সের জালে ধরা দিয়েছিলেন পার্থিব প্যাটেল, এবি ডিভিলিয়ার্স , মোয়েন আলি, মনদীপ সিং ৷ ২৪ বলের মধ্যে ১০ টি ডট বল করেছিলেন তিনি ৷ File Photo
শ্রেয়স গোপাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের এই বোলারও বেশ দাপট দেখিয়েছিলেন ৷ ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ টি উইকেট নিয়েছিলেন তিনি ৷ এদিন শ্রেয়সের জালে ধরা দিয়েছিলেন পার্থিব প্যাটেল, এবি ডিভিলিয়ার্স , মোয়েন আলি, মনদীপ সিং ৷ ২৪ বলের মধ্যে ১০ টি ডট বল করেছিলেন তিনি ৷ File Photo
advertisement
6/6
কুলদীপ যাদব  কেকেআরের এই নাইট এ মরশুমে সেভাবে জ্বলে উঠতে পারেননি ৷ কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর একটা বিষাক্ত স্পেলই শেষ করে দিয়েছিল প্রতিপক্ষকে ৷ দীনেশ কার্তিকের এই সৈনিক এদিন আউট করে প্যাকআপ করিয়ে দিয়েছিলেন রাজস্থানের ব্যাটিং লাইন আপকে ৷ তাঁর শিকার ছিলেন অজিঙ্ক রাহানে, জস বাটলার, বেন স্টোকস ও স্টুয়ার্ট বিনি ৷ এদিন ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি ৷ File Photo
কুলদীপ যাদব কেকেআরের এই নাইট এ মরশুমে সেভাবে জ্বলে উঠতে পারেননি ৷ কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর একটা বিষাক্ত স্পেলই শেষ করে দিয়েছিল প্রতিপক্ষকে ৷ দীনেশ কার্তিকের এই সৈনিক এদিন আউট করে প্যাকআপ করিয়ে দিয়েছিলেন রাজস্থানের ব্যাটিং লাইন আপকে ৷ তাঁর শিকার ছিলেন অজিঙ্ক রাহানে, জস বাটলার, বেন স্টোকস ও স্টুয়ার্ট বিনি ৷ এদিন ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি ৷ File Photo
advertisement
advertisement
advertisement