#কলকাতা: International Women's Day: গত তিনটি অলিম্পিক্সে ভারতীয় মহিলা অ্যাথলিটদের পারফরম্যান্স দেশকে একের পর এক সম্মান এনে দিচ্ছে৷ গত তিনটি অলিম্পিক্সে ভারতীয় মহিলা অ্যাথলিটরা দেশকে দুই বা তার বেশি পদক এনে দিয়েছেন৷ অলিম্পিক্সে প্রথম মেডেল জয়ী ভারতীয় মহিলা অ্যাথলিট কর্ণম মালেশ্বরী৷ মালেশ্বরীের পদকের পর ভারতীয় মহিলা অ্যাথলিটের পদক আসার জন্য ভারতকে দীর্ঘ অপেক্ষা করতে হয়৷ ২০১২ সালে এই প্রতীক্ষা সমাপ্ত হয়৷ এরপর থেকে নিয়মিত ভারতীয় মহিলা অ্যাথলটিদের পারফরম্যান্স দেশকে গর্বিত করে চলেছে৷ ভারত এখনও অবধি অলিম্পিক্স থেকে মোট ৩৫ টি পদক জিতেছে৷ তার মধ্যে ৮ জন মহিলা ক্রীড়াবিদ নিজেদের নামের পাশে এই সম্মান যুক্ত করেছেন৷
ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধু ২০১৬ সালে রিও অলিম্পিক্সে ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে ইতিহাস তৈরি করে ফেলেন৷ তিনি অলিম্পিক্সের মঞ্চ থেকে রুপোর পদক জেতেন৷ প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি৷ টোকিও অলিম্পিক্সেও তিনি ফের পদক পান৷ এবার ছিল ব্রোঞ্জ মেডেল৷ তিনি ২ টি অলিম্পিক্স মেডেল জয়ী প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট৷ (pc: pv sidhu instagram)