'আপনার ত্বকের ঔজ্জ্বল্যের রহস্য কী'? নরেন্দ্র মোদির কাছে জানতে চাইলেন হারলিন দেওল, জবাব দিলেন প্রধানমন্ত্রী

Last Updated:
Harleen Deol Asks Narendra Modi What Is Your Skin Care Routine: ভারতীয় মহিলা দল ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে নানা বিষয়ে আড্ডা চলে। সেই সময়ই ভারতীয় দলের তারকা হারলিন দেওল এক মজাদার প্রশ্ন করেন পিএম মোদিকে।
1/6
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তাঁর সরকারি বাসভবন বিশ্বজয়ী ভারতের নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা করেন। তাঁদের এই সাক্ষাতের ভিডিওটি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তাঁর সরকারি বাসভবন বিশ্বজয়ী ভারতের নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা করেন। তাঁদের এই সাক্ষাতের ভিডিওটি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়।
advertisement
2/6
মোদি হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন দলকে তাঁদের অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তাঁদের প্রশংসা করেন, বিশেষ করে টুর্নামেন্টে তিনটি ম্যাচ হেরে এবং সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েও দলটি যেভাবে দুর্দান্তভাবে ফিরে এসেছে তা নিয়ে তিনি মুগ্ধ হন।
মোদি হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন দলকে তাঁদের অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তাঁদের প্রশংসা করেন, বিশেষ করে টুর্নামেন্টে তিনটি ম্যাচ হেরে এবং সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েও দলটি যেভাবে দুর্দান্তভাবে ফিরে এসেছে তা নিয়ে তিনি মুগ্ধ হন।
advertisement
3/6
ভারতীয় মহিলা দল ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে নানা বিষয়ে আড্ডা চলে। সেই সময়ই ভারতীয় দলের তারকা হারলিন দেওল এক মজাদার প্রশ্ন করেন পিএম মোদিকে। সেই প্রশ্ন শুনে হেসে ওঠেন সকলে। হাসি দেখা যায় প্রধানমন্ত্রীর মুখেও।
ভারতীয় মহিলা দল ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে নানা বিষয়ে আড্ডা চলে। সেই সময়ই ভারতীয় দলের তারকা হারলিন দেওল এক মজাদার প্রশ্ন করেন পিএম মোদিকে। সেই প্রশ্ন শুনে হেসে ওঠেন সকলে। হাসি দেখা যায় প্রধানমন্ত্রীর মুখেও।
advertisement
4/6
হারলিন দেওল প্রধানমন্ত্রী মোদীর কাছে মজার ছলে তাঁর ত্বকের যত্নের রহস্য জানতে চান। হারলিন দেওল বলেন,  “স্যর, আপনার ত্বক সব সময় ঝলমল করে। আপনার ত্বকচর্চার রহস্য কি আমাকে বলবেন?” মোদী হাসতে হাসতে বলেন, “আমি এসব নিয়ে ভাবিই না।”
হারলিন দেওল প্রধানমন্ত্রী মোদীর কাছে মজার ছলে তাঁর ত্বকের যত্নের রহস্য জানতে চান। হারলিন দেওল বলেন, “স্যর, আপনার ত্বক সব সময় ঝলমল করে। আপনার ত্বকচর্চার রহস্য কি আমাকে বলবেন?” মোদী হাসতে হাসতে বলেন, “আমি এসব নিয়ে ভাবিই না।”
advertisement
5/6
এখানেই শেষ হয়নি এই আলোচনা। প্রধানমন্ত্রীর উত্তরের পর ভারতীয় দলের একাধিক ক্রিকেটার বলেন, “স্যর, এটা দেশের কোটি কোটি লোকের ভালবাসা।” তাতে সকলের হাসি আরও বেড়ে যায়।
এখানেই শেষ হয়নি এই আলোচনা। প্রধানমন্ত্রীর উত্তরের পর ভারতীয় দলের একাধিক ক্রিকেটার বলেন, “স্যর, এটা দেশের কোটি কোটি লোকের ভালবাসা।” তাতে সকলের হাসি আরও বেড়ে যায়।
advertisement
6/6
সেই সময় কোচ অমল মজুমদার বলেন,  “দেখছেন তো স্যর, কাদের নিয়ে আমাকে থাকতে হয়। সেই কারণেই তো মাথার সব চুল পেকে গিয়েছে।” ভারতীয় দল ও মোদির কথোপকথনের ভিডিও সকলের  মন ছুঁয়ে গিয়েছে।
সেই সময় কোচ অমল মজুমদার বলেন, “দেখছেন তো স্যর, কাদের নিয়ে আমাকে থাকতে হয়। সেই কারণেই তো মাথার সব চুল পেকে গিয়েছে।” ভারতীয় দল ও মোদির কথোপকথনের ভিডিও সকলের মন ছুঁয়ে গিয়েছে।
advertisement
advertisement
advertisement