MMA Fighter Nikhil Suresh Died: বেপরোয়া লাথি, ঘুঁষি! মর্মান্তিক পরিণতি ভারতের প্রথম এমএমএ ফাইটার-এর

Last Updated:
MMA Fighter Nikhil Suresh Died: এক ঘুঁষিতেই মৃত্যু! অ্যাম্বুলেন্স ছিল না! কিকবক্সার-এর মৃত্যুতে বড়সড় প্রশ্ন।
1/5
ভারতের প্রথম এমএমএ ফাইটার তিনি। তবে তাঁর পরিণতি এমন মর্মান্তিক হবে তা হয়তো কেউ ভাবেনি।
ভারতের প্রথম এমএমএ ফাইটার তিনি। তবে তাঁর পরিণতি এমন মর্মান্তিক হবে তা হয়তো কেউ ভাবেনি।
advertisement
2/5
কেওয়ান অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ফাইট-এর সময় তিনি চোট পান। সেই চোট সুরেশের প্রাণ কেড়ে নিল।
কেওয়ান অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ফাইট-এর সময় তিনি চোট পান। সেই চোট সুরেশের প্রাণ কেড়ে নিল।
advertisement
3/5
কর্ণাটকের কেওয়ান অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। ৯ ও ১০ জুলাই ছিল টুর্নামেন্ট। আর সেখানেই অকালে প্রাণ হারালেন ভারতের প্রথম এমএমএ ফাইটার।
কর্ণাটকের কেওয়ান অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। ৯ ও ১০ জুলাই ছিল টুর্নামেন্ট। আর সেখানেই অকালে প্রাণ হারালেন ভারতের প্রথম এমএমএ ফাইটার।
advertisement
4/5
নিখিল সুরেশের কোচ অভিযোগ করেছেন, টুর্নামেন্ট যেখানে আয়োজন হয়েছিল সেখানে কোনও অ্যাম্বুলেন্স ছিল না। চিকিত্সার ঠিকঠাক বন্দোবস্তও করেনি আয়োজকরা। সুরেশের মৃত্যুতে আয়োজকদের কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।
নিখিল সুরেশের কোচ অভিযোগ করেছেন, টুর্নামেন্ট যেখানে আয়োজন হয়েছিল সেখানে কোনও অ্যাম্বুলেন্স ছিল না। চিকিত্সার ঠিকঠাক বন্দোবস্তও করেনি আয়োজকরা। সুরেশের মৃত্যুতে আয়োজকদের কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।
advertisement
5/5
কিক বক্সিং-এর মতো খেলায় স্ট্যান্ডার্ড ফাইটিং প্ল্যাটফর্ম-এর দরকার পড়ে। এক্ষেত্রে সেটা ছিল না বলে অভিযোগ উঠেছে। তা ছাড়া পর্যাপ্ত মেডিকেল স্টাফ ছিল না বলেও অভিযোগ রয়েছে।
কিক বক্সিং-এর মতো খেলায় স্ট্যান্ডার্ড ফাইটিং প্ল্যাটফর্ম-এর দরকার পড়ে। এক্ষেত্রে সেটা ছিল না বলে অভিযোগ উঠেছে। তা ছাড়া পর্যাপ্ত মেডিকেল স্টাফ ছিল না বলেও অভিযোগ রয়েছে।
advertisement
advertisement
advertisement