Indian Cricketers Who Married Divorced Women: মহম্মদ শামি থেকে শিখর ধাওয়ান, অনিল কুম্বলে থেকে ভেঙ্কটেশ প্রসাদ, প্রেম ভুলিয়েছে প্রেমিকার অতীতকে...

Last Updated:
Indian Cricketers Who Married Divorced Women: কারও বিবাহ বিচ্ছেদ হয়েছে আবার কারও সম্পর্ক গড়ে উঠেছে বিবাহ বন্ধনে আবদ্ধ থেকেই। তবে প্রেমে সংসারের পরোয়া না করে একে অপরের হাত ধরে বিয়ে করেন এঁরা।
1/7
ভারতীয় ক্রিকেট দলে এমন কিছু খেলোয়াড় রয়েছেন যাদের মন করেছেন বিবাহিত মহিলারা। কারও বিবাহ বিচ্ছেদ হয়েছে আবার কারও সম্পর্ক গড়ে উঠেছে বিবাহ বন্ধনে আবদ্ধ থেকেই। তবে প্রেমে পরেও সংসারের পরোয়া না করে একে অপরের হাত ধরে বিয়ে করেন এঁরা। চেনেন কোন ভারতীয় ক্রিকেটার রয়েছেন এমন যাঁরা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বিবাহিত মহিলাদের। কেমন তাঁদের বিবাহিত জীবন? কিভাবে এগিয়েছে তাঁদের দাম্পত্য?
ভারতীয় ক্রিকেট দলে এমন কিছু খেলোয়াড় রয়েছেন যাদের মন করেছেন বিবাহিত মহিলারা। কারও বিবাহ বিচ্ছেদ হয়েছে আবার কারও সম্পর্ক গড়ে উঠেছে বিবাহ বন্ধনে আবদ্ধ থেকেই। তবে প্রেমে পরেও সংসারের পরোয়া না করে একে অপরের হাত ধরে বিয়ে করেন এঁরা। চেনেন কোন ভারতীয় ক্রিকেটার রয়েছেন এমন যাঁরা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বিবাহিত মহিলাদের। কেমন তাঁদের বিবাহিত জীবন? কিভাবে এগিয়েছে তাঁদের দাম্পত্য?
advertisement
2/7
শিখর ধাওয়ান ভারতীয় দলের বিস্ফোরক ব্যাটসম্যান শিখর ধাওয়ান তার থেকে ১০ বছরের বড় আয়েশা মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন। বাস্তবে আয়েশা যে শুধু বিবাহবিচ্ছিন্না তাই নয়, শিখর ধাওয়ানের থেকে প্রায় দশ বছরের বড় আয়েশা। শিখরের বিয়ের ঘোর বিরোধিতা করেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু শিখর ধাওয়ানের তাতে মন পরিবর্তন হয়নি।মনের কথা শুনে অবশেষে আয়েশার হাত ধরেন তিনি। শিখর ২০১২ সালে আয়েশাকে বিয়ে করেন ধাওয়ান এবং আয়েশার একটি ছেলেও রয়েছে যার নাম জোরভার। কিন্তু বেশিদিন যায়নি এই সম্পর্ক। বর্তমানে বিবাহবিচ্ছেদ হয়েছে এই দম্পতির।
শিখর ধাওয়ান ভারতীয় দলের বিস্ফোরক ব্যাটসম্যান শিখর ধাওয়ান তার থেকে ১০ বছরের বড় আয়েশা মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন। বাস্তবে আয়েশা যে শুধু বিবাহবিচ্ছিন্না তাই নয়, শিখর ধাওয়ানের থেকে প্রায় দশ বছরের বড় আয়েশা। শিখরের বিয়ের ঘোর বিরোধিতা করেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু শিখর ধাওয়ানের তাতে মন পরিবর্তন হয়নি।মনের কথা শুনে অবশেষে আয়েশার হাত ধরেন তিনি। শিখর ২০১২ সালে আয়েশাকে বিয়ে করেন ধাওয়ান এবং আয়েশার একটি ছেলেও রয়েছে যার নাম জোরভার। কিন্তু বেশিদিন যায়নি এই সম্পর্ক। বর্তমানে বিবাহবিচ্ছেদ হয়েছে এই দম্পতির।
advertisement
3/7
মহম্মদ শামি ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মহম্মদ শামি ২০১৪ সালে হাসিন জাহানকে বিয়ে করেন। হাসিন তালাকপ্রাপ্ত এবং একটি কন্যা সন্তানের মাও ছিলেন সেইসময়। হাসিন ও শামি এখন আলাদা হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। হাসিন মডেল ছিলেন। এরপর তিনি হয়ে ওঠেন কলকাতা নাইট রাইডার্সের চিয়ার লিডার।
মহম্মদ শামি ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মহম্মদ শামি ২০১৪ সালে হাসিন জাহানকে বিয়ে করেন। হাসিন তালাকপ্রাপ্ত এবং একটি কন্যা সন্তানের মাও ছিলেন সেইসময়। হাসিন ও শামি এখন আলাদা হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। হাসিন মডেল ছিলেন। এরপর তিনি হয়ে ওঠেন কলকাতা নাইট রাইডার্সের চিয়ার লিডার।
advertisement
4/7
সেই সময় তাদের দুজনের দেখা হয় এবং দুজনেই একে অপরকে হৃদয় দিয়েছিলেন। এরপর পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন শামি। ১৭ জুলাই ২০১৫-এ শামি এক কন্যার বাবাও হন। বর্তমানে দুজনের দূরত্ব বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় সবসময়ই লাইমলাইটে থাকেন হাসিন জাহান। তবে সেখানে মহম্মদ শামির সঙ্গে তার বিরোধ কারও কাছে গোপন নয়।
সেই সময় তাদের দুজনের দেখা হয় এবং দুজনেই একে অপরকে হৃদয় দিয়েছিলেন। এরপর পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন শামি। ১৭ জুলাই ২০১৫-এ শামি এক কন্যার বাবাও হন। বর্তমানে দুজনের দূরত্ব বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় সবসময়ই লাইমলাইটে থাকেন হাসিন জাহান। তবে সেখানে মহম্মদ শামির সঙ্গে তার বিরোধ কারও কাছে গোপন নয়।
advertisement
5/7
অনিল কুম্বলে ভারতীয় ক্রিকেট দলের দুর্দান্ত বোলার অনিল কুম্বলে ১৯৯৯ সালে চেথানা রামাতীর্থকে বিয়ে করেন। সে সময় চেতনার ডিভোর্স হয়ে যায়। তার প্রথম স্বামীর একটি কন্যাও রয়েছে। কুম্বলে খুব ভালোবাসেন সেই মেয়েকে।
অনিল কুম্বলে ভারতীয় ক্রিকেট দলের দুর্দান্ত বোলার অনিল কুম্বলে ১৯৯৯ সালে চেথানা রামাতীর্থকে বিয়ে করেন। সে সময় চেতনার ডিভোর্স হয়ে যায়। তার প্রথম স্বামীর একটি কন্যাও রয়েছে। কুম্বলে খুব ভালোবাসেন সেই মেয়েকে।
advertisement
6/7
ভেঙ্কটেশ প্রসাদ ভারতের প্রাক্তন ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদও বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত মহিলাকে বিয়ে করেন। ১৯৯৬ সালে, ভেঙ্কটেশ প্রসাদ জয়ন্তী প্রসাদকে বিয়ে করেন। জানা যায় যে জয়ন্তী এবং ভেঙ্কটেশ প্রসাদের প্রথম দেখা হয়েছিল অনিল কুম্বলের মাধ্যমে এবং পরে দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।
ভেঙ্কটেশ প্রসাদ ভারতের প্রাক্তন ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদও বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত মহিলাকে বিয়ে করেন। ১৯৯৬ সালে, ভেঙ্কটেশ প্রসাদ জয়ন্তী প্রসাদকে বিয়ে করেন। জানা যায় যে জয়ন্তী এবং ভেঙ্কটেশ প্রসাদের প্রথম দেখা হয়েছিল অনিল কুম্বলের মাধ্যমে এবং পরে দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।
advertisement
7/7
মুরলী বিজয় নিকিতা বানজারা ছিলেন ক্রিকেটার মুরলী বিজয়ের বন্ধু দীনেশ কার্তিকের প্রথম স্ত্রী। নিকিতা যখন কার্তিকের স্ত্রী ছিলেন, তখন থেকেই মুরলীর সঙ্গে তাঁর সম্পর্ক সূচনা হয়। দীনেশ কার্তিক যখন বিষয়টি জানতে পারেন, তখন তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তারপরে নিকিতা এবং মুরলী বিজয় বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মুরলী বিজয় নিকিতা বানজারা ছিলেন ক্রিকেটার মুরলী বিজয়ের বন্ধু দীনেশ কার্তিকের প্রথম স্ত্রী। নিকিতা যখন কার্তিকের স্ত্রী ছিলেন, তখন থেকেই মুরলীর সঙ্গে তাঁর সম্পর্ক সূচনা হয়। দীনেশ কার্তিক যখন বিষয়টি জানতে পারেন, তখন তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তারপরে নিকিতা এবং মুরলী বিজয় বিবাহবন্ধনে আবদ্ধ হন।
advertisement
advertisement
advertisement