শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের ফেসবুকে আলাপ। শোনা যায়, আয়েশার সঙ্গে বিয়েটাকে মেনে নেননি শিখরের বাড়ির লোকজন। তবে শেষে ছেলের জেদের কাছে হার মানেন তাঁরা। আয়েশা অস্ট্রেলিয়াবাসী। ২০১২ সালে তাঁর সঙ্গে বিয়ে করেন শিখর। তবে সেই সম্পর্ক ২০২১-এ ভেঙে যায়। শিখর ও আয়েশার একটি ছেলে রয়েছে। নাম জোরাবর। আয়েশার আগের পক্ষে দুটি মেয়েও রয়েছে।