Famous Cricketers Married Divorced Women: বিবাহবিচ্ছিন্না মহিলাদের বিয়ে করেছেন এই ক্রিকেটাররা! কেউ সুখে, কারও সম্পর্ক টেকেনি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cricketers who Married Divorced Women: শিখর ধাওয়ান, মহম্মদ শামি ছাড়া আর কারা আছেন, যাঁরা কি না বিবাহবিচ্ছিন্না মহিলাদের বিয়ে করেছেন!
advertisement
শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের ফেসবুকে আলাপ। শোনা যায়, আয়েশার সঙ্গে বিয়েটাকে মেনে নেননি শিখরের বাড়ির লোকজন। তবে শেষে ছেলের জেদের কাছে হার মানেন তাঁরা। আয়েশা অস্ট্রেলিয়াবাসী। ২০১২ সালে তাঁর সঙ্গে বিয়ে করেন শিখর। তবে সেই সম্পর্ক ২০২১-এ ভেঙে যায়। শিখর ও আয়েশার একটি ছেলে রয়েছে। নাম জোরাবর। আয়েশার আগের পক্ষে দুটি মেয়েও রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement