Famous Cricketers Married Divorced Women: বিবাহবিচ্ছিন্না মহিলাদের বিয়ে করেছেন এই ক্রিকেটাররা! কেউ সুখে, কারও সম্পর্ক টেকেনি

Last Updated:
Cricketers who Married Divorced Women: শিখর ধাওয়ান, মহম্মদ শামি ছাড়া আর কারা আছেন, যাঁরা কি না বিবাহবিচ্ছিন্না মহিলাদের বিয়ে করেছেন!
1/6
প্রেমের আবার বাছবিচার কী! ভালবেসে ফেলেছেন যখন, তখন আর আগে-পরে ভাবেননি তাঁরা। ভারতীয় দলের এই ক্রিকেটাররা বিবাহবিচ্ছিন্না মহিলাদের প্রেমে পড়েছিলেন। বিয়ে করেন। কারও সম্পর্ক টেকেনি। কেউ আবার সুখেই আছেন। আসুন দেখে নেওয়া যাক সেই ক্রিকেটার ও তাঁদের স্ত্রীদের।
প্রেমের আবার বাছবিচার কী! ভালবেসে ফেলেছেন যখন, তখন আর আগে-পরে ভাবেননি তাঁরা। ভারতীয় দলের এই ক্রিকেটাররা বিবাহবিচ্ছিন্না মহিলাদের প্রেমে পড়েছিলেন। বিয়ে করেন। কারও সম্পর্ক টেকেনি। কেউ আবার সুখেই আছেন। আসুন দেখে নেওয়া যাক সেই ক্রিকেটার ও তাঁদের স্ত্রীদের।
advertisement
2/6
শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের ফেসবুকে আলাপ। শোনা যায়, আয়েশার সঙ্গে বিয়েটাকে মেনে নেননি শিখরের বাড়ির লোকজন। তবে শেষে ছেলের জেদের কাছে হার মানেন তাঁরা। আয়েশা অস্ট্রেলিয়াবাসী। ২০১২ সালে তাঁর সঙ্গে বিয়ে করেন শিখর। তবে সেই সম্পর্ক ২০২১-এ ভেঙে যায়। শিখর ও আয়েশার একটি ছেলে রয়েছে। নাম জোরাবর। আয়েশার আগের পক্ষে দুটি মেয়েও রয়েছে।
শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের ফেসবুকে আলাপ। শোনা যায়, আয়েশার সঙ্গে বিয়েটাকে মেনে নেননি শিখরের বাড়ির লোকজন। তবে শেষে ছেলের জেদের কাছে হার মানেন তাঁরা। আয়েশা অস্ট্রেলিয়াবাসী। ২০১২ সালে তাঁর সঙ্গে বিয়ে করেন শিখর। তবে সেই সম্পর্ক ২০২১-এ ভেঙে যায়। শিখর ও আয়েশার একটি ছেলে রয়েছে। নাম জোরাবর। আয়েশার আগের পক্ষে দুটি মেয়েও রয়েছে।
advertisement
3/6
২০১৪ সালে হাসিন জাহানের সঙ্গে বিয়ে হয়েছিল ভারতীয় দলের পেসার মহম্মদ শামির। তবে সেই সম্পর্ক এখন তিক্ত। ২০১৫ সালে হাসিন ও শামির ঘরে আসে ছোট্ট মেয়ে। হাসিনের আগের পক্ষে একটি মেয়ে রয়েছে। হাসিন একজন সফল মডেল। একটা সময় কলকাতায় নাইট রাইডার্সের চিয়ার লিডার হিসাবেও কাজ করেছেন তিনি।
২০১৪ সালে হাসিন জাহানের সঙ্গে বিয়ে হয়েছিল ভারতীয় দলের পেসার মহম্মদ শামির। তবে সেই সম্পর্ক এখন তিক্ত। ২০১৫ সালে হাসিন ও শামির ঘরে আসে ছোট্ট মেয়ে। হাসিনের আগের পক্ষে একটি মেয়ে রয়েছে। হাসিন একজন সফল মডেল। একটা সময় কলকাতায় নাইট রাইডার্সের চিয়ার লিডার হিসাবেও কাজ করেছেন তিনি।
advertisement
4/6
১৯৯৬ সালে বিবাহবিচ্ছিন্না জয়ন্তীর সঙ্গে বিয়ে হয় ভারতীয় দলের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ্বর প্রসাদের। অনিল কুম্বলের দৌলতে জয়ন্তীর সঙ্গে দেখা হয়েছিল প্রসাদের। এর পর প্রেম এবং বিয়ে।
১৯৯৬ সালে বিবাহবিচ্ছিন্না জয়ন্তীর সঙ্গে বিয়ে হয় ভারতীয় দলের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ্বর প্রসাদের। অনিল কুম্বলের দৌলতে জয়ন্তীর সঙ্গে দেখা হয়েছিল প্রসাদের। এর পর প্রেম এবং বিয়ে।
advertisement
5/6
নিকিতা বাঞ্জারা ক্রিকেটার মুরলী বিজয়ের বন্ধু দীনেশ কার্তিকের প্রথম পক্ষের স্ত্রী। কার্তিকের সঙ্গে বিয়ে হওয়ার পর মুরলীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নিকিতা। এর পর দীনেশ কার্তিকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। মুরলী ও নিকিতা এখন সুখী দাম্পত্যে রয়েছেন।
নিকিতা বাঞ্জারা ক্রিকেটার মুরলী বিজয়ের বন্ধু দীনেশ কার্তিকের প্রথম পক্ষের স্ত্রী। কার্তিকের সঙ্গে বিয়ে হওয়ার পর মুরলীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নিকিতা। এর পর দীনেশ কার্তিকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। মুরলী ও নিকিতা এখন সুখী দাম্পত্যে রয়েছেন।
advertisement
6/6
চেতনা রামাতীর্থার সঙ্গে ভারতীয় দলের প্রাক্তন পেসার অনিল কুম্বলের বিয়ে হয় ১৯৯৯ সালে। সেই সময় বিবাহবিচ্ছেদ হয়েছিল চেতনার। প্রথম পক্ষে তাঁর একটি কন্যা রয়েছে। তাঁকে অনিল কুম্বলে প্রচণ্ড স্নেহ করেন।
চেতনা রামাতীর্থার সঙ্গে ভারতীয় দলের প্রাক্তন পেসার অনিল কুম্বলের বিয়ে হয় ১৯৯৯ সালে। সেই সময় বিবাহবিচ্ছেদ হয়েছিল চেতনার। প্রথম পক্ষে তাঁর একটি কন্যা রয়েছে। তাঁকে অনিল কুম্বলে প্রচণ্ড স্নেহ করেন।
advertisement
advertisement
advertisement