ধনী ব্যবসায়ীর কন্যার সঙ্গে শৈশব থেকে প্রেম, এরপর মহাধুমধাম করে সাতপাকও ঘোরেন, ভারতীয় দলের এই অল-রাউন্ডারের প্রেমকাহিনি একেবারে রুপোলি পর্দার মতোই 

Last Updated:
Indian Cricketer Love Story: একেবারে ছোটবেলা থেকে প্রেম। আর স্কুলজীবনের সেই প্রেমই গড়িয়েছিল ছাদনাতলা পর্যন্ত। আপাতত সুখেই সংসার করছেন এই দম্পতি। আজকের প্রতিবেদনে তাই শুনে নেওয়া যাক শার্দুল ঠাকুরের প্রেমকাহিনি। 
1/5
ভারতীয় ক্রিকেট দলের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন শার্দুল ঠাকুর। বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন তিনি। ভারতের হয়ে টেস্ট সিরিজ খেলছেন। তবে অনেকেই হয়তো জানেন না যে, ভারতীয় দলের এই অল-রাউন্ডার ক্রিকেটারের জীবনের প্রেমকাহিনি যেন রুপোলি পর্দার গল্পকেও হার মানাবে। একেবারে ছোটবেলা থেকে প্রেম। আর স্কুলজীবনের সেই প্রেমই গড়িয়েছিল ছাদনাতলা পর্যন্ত। আপাতত সুখেই সংসার করছেন এই দম্পতি। আজকের প্রতিবেদনে তাই শুনে নেওয়া যাক শার্দুল ঠাকুরের প্রেমকাহিনি।  শার্দুলের স্ত্রীর নাম মিতালি পারুলকর। ২০২৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।
ভারতীয় ক্রিকেট দলের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন শার্দুল ঠাকুর। বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন তিনি। ভারতের হয়ে টেস্ট সিরিজ খেলছেন। তবে অনেকেই হয়তো জানেন না যে, ভারতীয় দলের এই অল-রাউন্ডার ক্রিকেটারের জীবনের প্রেমকাহিনি যেন রুপোলি পর্দার গল্পকেও হার মানাবে। একেবারে ছোটবেলা থেকে প্রেম। আর স্কুলজীবনের সেই প্রেমই গড়িয়েছিল ছাদনাতলা পর্যন্ত। আপাতত সুখেই সংসার করছেন এই দম্পতি। আজকের প্রতিবেদনে তাই শুনে নেওয়া যাক শার্দুল ঠাকুরের প্রেমকাহিনি।  শার্দুলের স্ত্রীর নাম মিতালি পারুলকর। ২০২৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।
advertisement
2/5
মিতালি আসলে এক ধনী ব্যবসায়ীর কন্যা। যদিও নিজের দক্ষতার জোরে আজ মিতালি ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এমনকী আজকের দিনে দাঁড়িয়ে কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে শার্দুল-পত্নীর। তবে মহারাষ্ট্রে থাকাকালীন স্কুলে পড়ার সময়েই আলাপ হয়েছিল শার্দুল ঠাকুর এবং মিতালি পারুলকরের। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব প্রেমের দিকে গড়ায়। মজার বিষয় হল, সেই সময় অবশ্য শার্দুল নিজেও জানতেন না যে, ভবিষ্যতে তিনি এক ধনী ব্যবসায়ীর কন্যাকে বিয়ে করতে চলেছেন।
মিতালি আসলে এক ধনী ব্যবসায়ীর কন্যা। যদিও নিজের দক্ষতার জোরে আজ মিতালি ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এমনকী আজকের দিনে দাঁড়িয়ে কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে শার্দুল-পত্নীর। তবে মহারাষ্ট্রে থাকাকালীন স্কুলে পড়ার সময়েই আলাপ হয়েছিল শার্দুল ঠাকুর এবং মিতালি পারুলকরের। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব প্রেমের দিকে গড়ায়। মজার বিষয় হল, সেই সময় অবশ্য শার্দুল নিজেও জানতেন না যে, ভবিষ্যতে তিনি এক ধনী ব্যবসায়ীর কন্যাকে বিয়ে করতে চলেছেন।
advertisement
3/5
বেশ কয়েক বছরের প্রেম পর্ব চলার পরে ২০২১ সালের নভেম্বর মাসে মুম্বইয়ে ছিমছাম এক অনুষ্ঠানে মিতালিকে বিয়ের প্রস্তাব দেন শার্দুল। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শার্দুলের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা। এমনকী উপস্থিত হয়েছিলেন রোহিত শর্মা এবং কেএল রাহুলের মতো তাঁর টিম ইন্ডিয়ার সতীর্থরাও। বাগদানের ২ বছর পর অর্থাৎ ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি স্বপ্ননগরী মুম্বইয়ের কাছে কারজাতে সম্পূর্ণ মরাঠি রীতিনীতি মেনে ধুমধাম করে সাতপাক ঘোরেন শার্দুল এবং মিতালি।
বেশ কয়েক বছরের প্রেম পর্ব চলার পরে ২০২১ সালের নভেম্বর মাসে মুম্বইয়ে ছিমছাম এক অনুষ্ঠানে মিতালিকে বিয়ের প্রস্তাব দেন শার্দুল। 
এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শার্দুলের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা। এমনকী উপস্থিত হয়েছিলেন রোহিত শর্মা এবং কেএল রাহুলের মতো তাঁর টিম ইন্ডিয়ার সতীর্থরাও। বাগদানের ২ বছর পর অর্থাৎ ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি স্বপ্ননগরী মুম্বইয়ের কাছে কারজাতে সম্পূর্ণ মরাঠি রীতিনীতি মেনে ধুমধাম করে সাতপাক ঘোরেন শার্দুল এবং মিতালি।
advertisement
4/5
এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের বিশিষ্ট ক্রিকেটাররা। অতিথিদের সেই তালিকায় ছিলেন রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার এবং যুজবেন্দ্র চাহালের মতো ক্রিকেট তারকারা।এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার শার্দুল ঠাকুর। তাঁর স্ত্রী মিতালি স্কুলের পড়ার পাট চুকিয়ে বি.কম পাশ করেছিলেন। মিতালির বাবা পেশায় একজন ব্যবসায়ী। আর তাঁর মা ঘর সামলান।
এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের বিশিষ্ট ক্রিকেটাররা। অতিথিদের সেই তালিকায় ছিলেন রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার এবং যুজবেন্দ্র চাহালের মতো ক্রিকেট তারকারা।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার শার্দুল ঠাকুর। তাঁর স্ত্রী মিতালি স্কুলের পড়ার পাট চুকিয়ে বি.কম পাশ করেছিলেন। মিতালির বাবা পেশায় একজন ব্যবসায়ী। আর তাঁর মা ঘর সামলান।
advertisement
5/5
বাণিজ্য শাখার পড়াশোনা সম্পন্ন করে একজন কোম্পানি সেক্রেটারি হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শার্দুল-ঘরণী। যদিও সেই কাজ অবশ্য মিতালির বিশেষ পছন্দ হয়নি। এরপর নিজের বেকারির ব্যবসা শুরু করেন তিনি। আর সেটাই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজ সেই ব্যবসা থেকে কোটি কোটি টাকা আয় করছেন মিতালি।  
বাণিজ্য শাখার পড়াশোনা সম্পন্ন করে একজন কোম্পানি সেক্রেটারি হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শার্দুল-ঘরণী। যদিও সেই কাজ অবশ্য মিতালির বিশেষ পছন্দ হয়নি। এরপর নিজের বেকারির ব্যবসা শুরু করেন তিনি। আর সেটাই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজ সেই ব্যবসা থেকে কোটি কোটি টাকা আয় করছেন মিতালি।
advertisement
advertisement
advertisement