India W vs Aus W: অজিদের ভয় দেখিয়েও ম্যাচ জিতল না ভারত, মন জিতলেন স্মৃতি মন্ধনা

Last Updated:
India W vs Aus W Pink Ball Test: গোলাপী বলের প্রথম টেস্টে নেমেই সেঞ্চুরি। তার পর কী বললেন স্মৃতি মন্ধনা!
1/5
বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে ঝুলন গোস্বামী, মিতালি রাজরা ইতিহাস লিখে ফেলতেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকে দাপট নিয়ে খেললেন ভারচতের মেয়েরা। কিন্তু প্রথম দুদিন বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। ফলে মেয়েদের ক্রিকেটে গোলাপী বলের প্রথম টেস্ট ম্যাচ ড্র-তেই শেষ হল।
বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে ঝুলন গোস্বামী, মিতালি রাজরা ইতিহাস লিখে ফেলতেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকে দাপট নিয়ে খেললেন ভারচতের মেয়েরা। কিন্তু প্রথম দুদিন বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। ফলে মেয়েদের ক্রিকেটে গোলাপী বলের প্রথম টেস্ট ম্যাচ ড্র-তেই শেষ হল।
advertisement
2/5
ভারত ম্যাচ না জিতলেও মন জিতলেন স্মৃতি মন্ধনা। ১২৭ রানের যে ইনিংস তিনি খেলেছেন তা নিয়ে এখন ক্রিকেটবিশ্বে ধন্যি ধন্যি রব। স্মৃতি মন্ধনা নিজেও সেই ইনিংস নিয়ে যেন ঘোরের মধ্যে রয়েছেন।
ভারত ম্যাচ না জিতলেও মন জিতলেন স্মৃতি মন্ধনা। ১২৭ রানের যে ইনিংস তিনি খেলেছেন তা নিয়ে এখন ক্রিকেটবিশ্বে ধন্যি ধন্যি রব। স্মৃতি মন্ধনা নিজেও সেই ইনিংস নিয়ে যেন ঘোরের মধ্যে রয়েছেন।
advertisement
3/5
প্রথম ইনিংসের পর ১৩৬ রানের লিড নিয়েছিল ভারত। তবে বৃষ্টি যেন বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল এই ম্যাচে। ভারতীয় দল শেষ দিনে ফলাফলের আশায় দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছিল। কিন্তু তাতেও লাভ হল না। প্রথম ইনিংসে ভারত ৮ উইকেটে ৩৭৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৪১ রান তুলে ডিক্লেয়ার করে। ১৩৬ রানের লিড পায় ভারত। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৩৬ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচের পঞ্চম দিন শেষ করে। ম্যাচ ড্র হওয়াটা তাদের কাছে শাপে বর।
প্রথম ইনিংসের পর ১৩৬ রানের লিড নিয়েছিল ভারত। তবে বৃষ্টি যেন বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল এই ম্যাচে। ভারতীয় দল শেষ দিনে ফলাফলের আশায় দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছিল। কিন্তু তাতেও লাভ হল না। প্রথম ইনিংসে ভারত ৮ উইকেটে ৩৭৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৪১ রান তুলে ডিক্লেয়ার করে। ১৩৬ রানের লিড পায় ভারত। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৩৬ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচের পঞ্চম দিন শেষ করে। ম্যাচ ড্র হওয়াটা তাদের কাছে শাপে বর।
advertisement
4/5
অনবদ্য সেঞ্চুরি নিয়ে স্মৃতি এদিন বললেন, অবশ্যই সেরা তিনটে ইনিংস বাছতে বললে এই সেঞ্চুরি থাকবে। গোলাপী বলের প্রথম ম্যাচে সেঞ্চুরি বড় প্রাপ্তি। ৮০ রানের মাথায় নো বল হওয়ায় বেঁচে যাই। আমার ইনিংস দলের কাজে লাগল, এটাই বড় কথা। দেশের হয়ে সাদা জার্সি পরে নামাটা সৌভাগ্যের। প্রথম দিন ৮০ রান করে সারা রাত প্রচণ্ড টেনশনে ছিলাম।
অনবদ্য সেঞ্চুরি নিয়ে স্মৃতি এদিন বললেন, অবশ্যই সেরা তিনটে ইনিংস বাছতে বললে এই সেঞ্চুরি থাকবে। গোলাপী বলের প্রথম ম্যাচে সেঞ্চুরি বড় প্রাপ্তি। ৮০ রানের মাথায় নো বল হওয়ায় বেঁচে যাই। আমার ইনিংস দলের কাজে লাগল, এটাই বড় কথা। দেশের হয়ে সাদা জার্সি পরে নামাটা সৌভাগ্যের। প্রথম দিন ৮০ রান করে সারা রাত প্রচণ্ড টেনশনে ছিলাম।
advertisement
5/5
প্রথম দিন ৮০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিন নেমেই আউট হন স্মৃতি। তবে সেটি নো বল ছিল বলে তিনি জীবন দান পান। দ্বিতীয় ইনিংসে ভারতের শেফালি বর্মাও হাফ সেঞ্চুরি করেন।
প্রথম দিন ৮০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিন নেমেই আউট হন স্মৃতি। তবে সেটি নো বল ছিল বলে তিনি জীবন দান পান। দ্বিতীয় ইনিংসে ভারতের শেফালি বর্মাও হাফ সেঞ্চুরি করেন।
advertisement
advertisement
advertisement