IND vs SA: জোহানেসবার্গে অর্শদীপ ও আভেশের আগুনে স্পেল, ধরাশায়ী দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন

Last Updated:
India vs South Africa 1st ODI: প্রথম ওডিআইতে টসে জিতে ব্যাটিং নেওয়া কাল হল দক্ষিণ আফ্রকার। আগুন ঝরানো স্পেল করেন অর্শদীপ সিং ও আবেশ খান। দুই ভারতীয় পেসারের সামনে ল্যাজে গোবরে অবস্থা হয় দক্ষিণ আফ্রিকার।
1/5
প্রথম ওডিআইতে টসে জিতে ব্যাটিং নেওয়া কাল হল দক্ষিণ আফ্রকার। ভারতীয় পেস অ্যাটাকের সামনে জোহানেসবার্গে ধরাশায়ী প্রোটিয়া ব্যাটিং অ্যাটাক।  (Photo Courtesy- AP)
প্রথম ওডিআইতে টসে জিতে ব্যাটিং নেওয়া কাল হল দক্ষিণ আফ্রকার। ভারতীয় পেস অ্যাটাকের সামনে জোহানেসবার্গে ধরাশায়ী প্রোটিয়া ব্যাটিং অ্যাটাক। (Photo Courtesy- AP)
advertisement
2/5
দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে আগুন ঝরানো স্পেল করেন অর্শদীপ সিং ও আবেশ খান। দুই ভারতীয় পেসারের সামনে ল্যাজে গোবরে অবস্থা হয় দক্ষিণ আফ্রিকার।    (Photo Courtesy- AP)
দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে আগুন ঝরানো স্পেল করেন অর্শদীপ সিং ও আবেশ খান। দুই ভারতীয় পেসারের সামনে ল্যাজে গোবরে অবস্থা হয় দক্ষিণ আফ্রিকার। (Photo Courtesy- AP)
advertisement
3/5
১৫ ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর  ৬৫ রানে ৭ উইকেট। এখনও পর্যন্ত টনি জি জর্জির ২৮ রান  এডেন মার্করামের ১২ রানের ইনিংস ছাড়া কোনও প্রোটিয়া ব্যাটার জোড়া অঙ্কের রানে পৌছতে পারেনি।    (Photo Courtesy- AP)
১৫ ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৫ রানে ৭ উইকেট। এখনও পর্যন্ত টনি জি জর্জির ২৮ রান এডেন মার্করামের ১২ রানের ইনিংস ছাড়া কোনও প্রোটিয়া ব্যাটার জোড়া অঙ্কের রানে পৌছতে পারেনি। (Photo Courtesy- AP)
advertisement
4/5
এখনও পর্যন্ত ৪টি উইকেট নিয়েছেন অর্শদীপ সিং। রেজা হেনড্রিকস, টনি ডি জর্জি, রাসি ভ্যান ডার ডুসেন, হেনরিক ক্লাসেনদের সাজঘরে ফেরত পাঠান পঞ্জাব দ্য পুত্তর।    (Photo Courtesy- AP)
এখনও পর্যন্ত ৪টি উইকেট নিয়েছেন অর্শদীপ সিং। রেজা হেনড্রিকস, টনি ডি জর্জি, রাসি ভ্যান ডার ডুসেন, হেনরিক ক্লাসেনদের সাজঘরে ফেরত পাঠান পঞ্জাব দ্য পুত্তর। (Photo Courtesy- AP)
advertisement
5/5
অপরদিকে, এডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডারের উইকেট নেন আভেস খান। দুই পেসারের দাপটে প্রথম একদিনের ম্যাচে ড্রাইভার সিটে টিম ইন্ডিয়া।      (Photo Courtesy- AP)
অপরদিকে, এডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডারের উইকেট নেন আভেস খান। দুই পেসারের দাপটে প্রথম একদিনের ম্যাচে ড্রাইভার সিটে টিম ইন্ডিয়া। (Photo Courtesy- AP)
advertisement
advertisement
advertisement