India vs Pakistan: ‘হঠাৎ করেই ব্যাটিং অর্ডারে ধ্বস…’, ম্যাচ হেরে বাবর আজমের গলায় আফশোস
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
India vs Pakistan World Cup 2023: বিশ্বকাপে টানা দুটি ম্যাচ জিতে ভারতের বিরুদ্ধে নেমেছিল বাবররা। কিন্তু ম্যাচে আত্মবিশ্বাসের লেশমাত্র দেখা যায়নি।
১০০ শতাংশ জয়ের রেকর্ড অব্যাহত রাখল ভারত। বিশ্বকাপে এই নিয়ে টানা আটবার পাকিস্তানকে হারাল টিম ইন্ডিয়া। শনিবার আহমেদাবাদে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় বাবর, রিজওয়ানরা। ৩০.৩ ওভারে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। ৬৩ বলে ৮৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রোহিত। যোগ্য সঙ্গত দেন রাহুল, শ্রেয়স। Photo Courtesy: AP
advertisement
বিশ্বকাপে টানা দুটি ম্যাচ জিতে ভারতের বিরুদ্ধে নেমেছিল বাবররা। কিন্তু ম্যাচে আত্মবিশ্বাসের লেশমাত্র দেখা যায়নি। পর পর যখন উইকেট পড়ছে, তখন দিশেহারা দেখিয়েছে মিডল অর্ডারকে। তবে শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার। তারপর বাবর এবং রিজওয়ানও দলকে টানছিলেন। কিন্তু মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ। ১৫৫ রানে ২ উইকেট থেকে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। Photo Courtesy: AP
advertisement
বুমরাহ, সিরাজদের সঙ্গে মাঠে ফুল ফোটান কুলদীপ যাদবও। তারপর ব্যাট হাতে রোহিত শর্মার তাণ্ডব, পাকিস্তান মাথা তুলতে পারেনি। ম্যাচ শেষ বাবর আজমও মেনে নেন, ভারত অধিনায়ক অসাধারণ পারফর্ম করেছেন। ম্যাচের পর পাক অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমাদের শুরুটা ভাল হয়েছিল। প্রথম উইকেট পড়ার পর আমি ইমাম উল হকের সঙ্গে জুটি বেঁধে এগোচ্ছিলাম। স্কোর বোর্ড সচল ছিল। Photo Courtesy: AP
advertisement
advertisement
advertisement