India vs Pakistan: আজ তো পাকিস্তানের পাত্তা সাফ, ফের এই বিশ্বকাপে কী করে হতে পারে ভারত বনাম পাক লড়াই

Last Updated:
India vs Pakistan: ইডেন, ওয়াংখেড়ে নাকি নরেন্দ্র মোদি স্টেডিয়াম কোথায় কোন সমীকরণে ফের ভারত বনাম পাক লড়াই ৷
1/5
: ভারত বনাম পাকিস্তান এই শব্দবন্ধটা উচ্চারণ হলেই বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরা কান খাড়া করে নেন৷ কবে, কোথায় , কখন৷ আসলে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটের লড়াইয়ের সম্পর্ক যেমন দুরন্ত পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক ঠিক উল্টো৷ ফলে নানা বাধা নিষেধে সেই খেলা একমাত্র আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্টেই হয়৷ এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত ১১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে পাকিস্তান বধ করে৷ Photo- AP 
: ভারত বনাম পাকিস্তান এই শব্দবন্ধটা উচ্চারণ হলেই বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরা কান খাড়া করে নেন৷ কবে, কোথায় , কখন৷ আসলে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটের লড়াইয়ের সম্পর্ক যেমন দুরন্ত পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক ঠিক উল্টো৷ ফলে নানা বাধা নিষেধে সেই খেলা একমাত্র আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্টেই হয়৷ এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত ১১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে পাকিস্তান বধ করে৷ Photo- AP 
advertisement
2/5
তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কী এবারের বিশ্বকাপে ফের দেখা যাবে এই প্রশ্ন এখন ভারত ও পাক দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে৷ হতেই পারে ভারত ও পাকিস্তান দুদলই ফের একবার খেলল৷ Photo- AP 
তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কী এবারের বিশ্বকাপে ফের দেখা যাবে এই প্রশ্ন এখন ভারত ও পাক দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে৷ হতেই পারে ভারত ও পাকিস্তান দুদলই ফের একবার খেলল৷ Photo- AP 
advertisement
3/5
এবারের বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দলই একে অপরের বিরুদ্ধে খেলছে৷ আর সেখান থেকে টপ চারটি দল পরের রাউন্ডে পৌঁছে যাবে৷ সেখানে গ্রুপের এক নম্বরে থেকে যে দল যাবে সে খেলবে চার নম্বর হয়ে সেমিফাইনালে ওঠা দলের বিরুদ্ধে৷ এই দুই স্থানে থেকে যদি ভারত ও পাকিস্তান সেমিফাইনালে ওঠে তাহলে মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে ১৫ নভেম্বর একে অপরের মুখোমুখি হবে৷ Photo- AP 
এবারের বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দলই একে অপরের বিরুদ্ধে খেলছে৷ আর সেখান থেকে টপ চারটি দল পরের রাউন্ডে পৌঁছে যাবে৷ সেখানে গ্রুপের এক নম্বরে থেকে যে দল যাবে সে খেলবে চার নম্বর হয়ে সেমিফাইনালে ওঠা দলের বিরুদ্ধে৷ এই দুই স্থানে থেকে যদি ভারত ও পাকিস্তান সেমিফাইনালে ওঠে তাহলে মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে ১৫ নভেম্বর একে অপরের মুখোমুখি হবে৷ Photo- AP 
advertisement
4/5
আবার যদি ভারত ও পাকিস্তান এই দুটি দল দুই এবং তৃতীয় স্থানে থাকা অবস্থায় সেমিফাইনালের টিকিট পায় তাহলে ফের একবার দুই দলের মধ্যে সেমিফাইনাল হতে পারে৷ সেক্ষেত্রে ইডেন গার্ডেন্সে ১৬ নভেম্বর মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান৷ Photo- AP 
আবার যদি ভারত ও পাকিস্তান এই দুটি দল দুই এবং তৃতীয় স্থানে থাকা অবস্থায় সেমিফাইনালের টিকিট পায় তাহলে ফের একবার দুই দলের মধ্যে সেমিফাইনাল হতে পারে৷ সেক্ষেত্রে ইডেন গার্ডেন্সে ১৬ নভেম্বর মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান৷ Photo- AP 
advertisement
5/5
এছাড়াও আরও একটি সম্ভাবনা রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার৷ সেই ম্যাচ হলে ম্যাচের ভ্যেনু হবে শনিবারে পাকিস্তানের বধ্যভূমি আহমেদাবাদই৷ সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান দুটি আলাদা সেমিফাইনাল খেলবে এবং নিজের নিজের ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাবে৷ ফলে ১৯ নভেম্বর হবে বিশ্বকাপের মেগা ফাইনাল৷ এরকম হলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান৷ Photo- AP 
এছাড়াও আরও একটি সম্ভাবনা রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার৷ সেই ম্যাচ হলে ম্যাচের ভ্যেনু হবে শনিবারে পাকিস্তানের বধ্যভূমি আহমেদাবাদই৷ সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান দুটি আলাদা সেমিফাইনাল খেলবে এবং নিজের নিজের ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাবে৷ ফলে ১৯ নভেম্বর হবে বিশ্বকাপের মেগা ফাইনাল৷ এরকম হলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান৷ Photo- AP 
advertisement
advertisement
advertisement