India vs New Zealand: একটা কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ ভারত! বিস্ফোরক রোহিত, জ্বলে উঠলেন ডি ভিলিয়ার্স

Last Updated:
India vs New Zealand- Rohit Sharma: হাতে ৪টে উইকেট। ২২ গজে তখনও ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর। দরকার মাত্র ৪১ রান। তখনও ম্যাচে ভাল ভাবে টিকে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তই ভারতকে ছিটকে দিল ম্যাচ থেকে।
1/6
হাতে ৪টে উইকেট। ২২ গজে তখনও ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর। দরকার মাত্র ৪১ রান। তখনও ম্যাচে ভাল ভাবে টিকে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তই ভারতকে ছিটকে দিল ম্যাচ থেকে। সেই সময় ৬৪ রানে ছন্দে ছিলেন ঋষভ। এই আউট নিয়েই প্রধান বিতর্ক। প্রতীকী ছবি।
হাতে ৪টে উইকেট। ২২ গজে তখনও ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর। দরকার মাত্র ৪১ রান। তখনও ম্যাচে ভাল ভাবে টিকে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তই ভারতকে ছিটকে দিল ম্যাচ থেকে। সেই সময় ৬৪ রানে ছন্দে ছিলেন ঋষভ। এই আউট নিয়েই প্রধান বিতর্ক। প্রতীকী ছবি।
advertisement
2/6
ব্যাট লেগে বল প্যাডে লেগেছে বলে আউট হন ঋষভ। টম ব্লান্ডেল ক্যাচ ধরেন। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট দেননি। তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। (Photo Courtesy- AP)
ব্যাট লেগে বল প্যাডে লেগেছে বলে আউট হন ঋষভ। টম ব্লান্ডেল ক্যাচ ধরেন। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট দেননি। তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। (Photo Courtesy- AP)
advertisement
3/6
আলট্রা এডে দেখা গিয়েছে ব্যাট যখন প্যাডে লাগে তখন স্পাইক যায, সেই সঙ্গে বল যখন ব্যাটের কাছে ছিল তখনও স্পাইক দেখা যায়। যদিও বল যে ব্যাটে লেগেছে তা দেখা যায়নি। প্রতীকী ছবি।
আলট্রা এডে দেখা গিয়েছে ব্যাট যখন প্যাডে লাগে তখন স্পাইক যায, সেই সঙ্গে বল যখন ব্যাটের কাছে ছিল তখনও স্পাইক দেখা যায়। যদিও বল যে ব্যাটে লেগেছে তা দেখা যায়নি। প্রতীকী ছবি।
advertisement
4/6
তৃতীয় আম্পায়ার ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে আউট দিলেও সেই নিয়ে প্রশ্ন উঠছে। পন্থ নিজেও এই আউট নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেন। প্রতীকী ছবি।
তৃতীয় আম্পায়ার ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে আউট দিলেও সেই নিয়ে প্রশ্ন উঠছে। পন্থ নিজেও এই আউট নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেন। প্রতীকী ছবি।
advertisement
5/6
রোহিত শর্মা বলেন, “আমাদের শেখানো হয়েছে উপযুক্ত প্রমাণ না থাকলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলায় না। পন্থের উইকেট আমাদের কাছে বড় ধাক্কা। ও যেমন খেলছিল তাতে মনে হচ্ছিল ম্যাচ জিতিয়ে দেবে। একটা সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।  (Photo Courtesy- BCCI X)
রোহিত শর্মা বলেন, “আমাদের শেখানো হয়েছে উপযুক্ত প্রমাণ না থাকলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলায় না। পন্থের উইকেট আমাদের কাছে বড় ধাক্কা। ও যেমন খেলছিল তাতে মনে হচ্ছিল ম্যাচ জিতিয়ে দেবে। একটা সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। (Photo Courtesy- BCCI X)
advertisement
6/6
এক্স হ্যান্ডলে ডিভিলিয়ার্স বলেন, “বল কি পন্থের ব্যাটে লেগেছিল? সমস্যাটা হল যখন বল ব্যাটের কাছ দিয়ে গিয়েছে তখন ওর ব্যাট প্যাডে লেগেছিল। স্নিকো শব্দটা রেকর্ড করেছে, কিন্তু এটা কী ভাবে স্পষ্ট হল যে বল ব্যাটেই লেগেছে। হটস্পট কোথায়?”
এক্স হ্যান্ডলে ডিভিলিয়ার্স বলেন, “বল কি পন্থের ব্যাটে লেগেছিল? সমস্যাটা হল যখন বল ব্যাটের কাছ দিয়ে গিয়েছে তখন ওর ব্যাট প্যাডে লেগেছিল। স্নিকো শব্দটা রেকর্ড করেছে, কিন্তু এটা কী ভাবে স্পষ্ট হল যে বল ব্যাটেই লেগেছে। হটস্পট কোথায়?”
advertisement
advertisement
advertisement