India vs New Zealand: কনওয়ে ও মিচেলের ব্যাটে লড়াইয়ে থাকল কিউইরা, ভারতের টার্গেট ১৭৭ রান

Last Updated:
India vs New Zealand: ভারত বনাম নিউজিল্যান্ডের ৩ ম্যাচের টি-২০ সিরিজ। রাঁচিতে প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৬ রান করল কিউইরা। জয়ের জন্য ভারতের টার্গেট ১৭৭।
1/6
রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরুটা ঝড়ো গতিতে করেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন।
রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরুটা ঝড়ো গতিতে করেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন।
advertisement
2/6
প্রথম চার ওভারে ১০-এর বেশি রান রেটে ইনিংস এগিয়ে নিয়ে যায় নিউজিল্যান্ড ওপেনার। পঞ্চম ওভারে ভারতকে ম্যাচে ফেরান ওয়াশিংটন সুন্দর। এক ওভারে ফিন অ্যালেন ও মার্ক চাপম্যানের উইকেট নেন তিনি।
প্রথম চার ওভারে ১০-এর বেশি রান রেটে ইনিংস এগিয়ে নিয়ে যায় নিউজিল্যান্ড ওপেনার। পঞ্চম ওভারে ভারতকে ম্যাচে ফেরান ওয়াশিংটন সুন্দর। এক ওভারে ফিন অ্যালেন ও মার্ক চাপম্যানের উইকেট নেন তিনি।
advertisement
3/6
এরপর কনওয়ে ও গ্লেন ফিলিপস দুজন মিলে অর্ধশতরানের পার্টনারশিপ করেন। নিজের অর্ধশতরান করেন কনওয়ে। ব্যক্তিগত ৫২ রান করে অর্শদীপ সিংয়েক বলে আউট হন ডেভন কনওয়ে। রানআউট হযে সাজঘরে ফেরেন বার্সওয়েল।
এরপর কনওয়ে ও গ্লেন ফিলিপস দুজন মিলে অর্ধশতরানের পার্টনারশিপ করেন। নিজের অর্ধশতরান করেন কনওয়ে। ব্যক্তিগত ৫২ রান করে অর্শদীপ সিংয়েক বলে আউট হন ডেভন কনওয়ে। রানআউট হযে সাজঘরে ফেরেন বার্সওয়েল।
advertisement
4/6
এদিন দলের হযে সুন্দরের পাশাপাশি ভালো বোলিং করেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। সেট ব্যাটার গ্লেন ফিলিপসকে সাজঘরে ফেরান কুলদীপ। এ
এদিন দলের হযে সুন্দরের পাশাপাশি ভালো বোলিং করেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। সেট ব্যাটার গ্লেন ফিলিপসকে সাজঘরে ফেরান কুলদীপ। এ
advertisement
5/6
একদিক থেকে একা দলকে টানতে থাকেন মিচেল। ঝড়ো ইনিংস খেলেন তিনি। একের পর এখ মারকাটারি শট খেলে অর্ধশতরান পূরণ করেন মিচেল। ২৯ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মিচেল। ৫টি ছয় ও ৩টি চারে সাজানো তার ইনিংস।
একদিক থেকে একা দলকে টানতে থাকেন মিচেল। ঝড়ো ইনিংস খেলেন তিনি। একের পর এখ মারকাটারি শট খেলে অর্ধশতরান পূরণ করেন মিচেল। ২৯ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মিচেল। ৫টি ছয় ও ৩টি চারে সাজানো তার ইনিংস।
advertisement
6/6
শেষ পর্যন্ত মিচেলের ব্যাটে ভর করেই লড়াই করার মত স্কোরে পৌছায় নিউজিল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ব্ল্যাক ক্যাপসরা। জয়ে জন্য টিম ইন্ডিয়ার টার্গেট ১৭৭।
শেষ পর্যন্ত মিচেলের ব্যাটে ভর করেই লড়াই করার মত স্কোরে পৌছায় নিউজিল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ব্ল্যাক ক্যাপসরা। জয়ে জন্য টিম ইন্ডিয়ার টার্গেট ১৭৭।
advertisement
advertisement
advertisement