ব্যাটে নেই বড় রান, তারপরও রেকর্ড বুকে নাম লেখালেন রোহিত শর্মা

Last Updated:
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম একদিনের ম্যাচ। এদিনও বড় রান পেলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তারপরও রেকর্ড গড়লেন হিটম্যান।
1/6
প্রায় দেড় বছরের বেশি সময় ধরে ব্যাটে শতরান নেই রোহিত শর্মার। ধারাবাহিকভাবে বড় রানও পাচ্ছেন না ঙারত অধিনায়ক।
প্রায় দেড় বছরের বেশি সময় ধরে ব্যাটে শতরান নেই রোহিত শর্মার। ধারাবাহিকভাবে বড় রানও পাচ্ছেন না ঙারত অধিনায়ক।
advertisement
2/6
অপরদিকে, ব্যাট হাতে ছন্দে পাওয়া যায় অধিনায়ক রোহিত শর্মাকেও। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। ৬৭ বলে ৮৩ রানের ইনিস খেলে দিলশান মদুশঙ্কার বলে আউট হন রোহিত শর্মা। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো হিটম্যানের ইনিংস।
অপরদিকে, ব্যাট হাতে ছন্দে পাওয়া যায় অধিনায়ক রোহিত শর্মাকেও। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। ৬৭ বলে ৮৩ রানের ইনিস খেলে দিলশান মদুশঙ্কার বলে আউট হন রোহিত শর্মা। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো হিটম্যানের ইনিংস।
advertisement
3/6
rohit sharma out catch dropped ind vs ban
rohit sharma out catch dropped ind vs ban
advertisement
4/6
তবে ব্যাটে বড় রান না এলেও রেকর্ড বুকে কিন্তু এদিন নাম তুলে ফেললেন ভারত অধিনায়ক। ভারতের মাটিতে একদিনের ক্রিকেটে ছয় মারার রেকর্ড গড়লেন হিটম্যান।
তবে ব্যাটে বড় রান না এলেও রেকর্ড বুকে কিন্তু এদিন নাম তুলে ফেললেন ভারত অধিনায়ক। ভারতের মাটিতে একদিনের ক্রিকেটে ছয় মারার রেকর্ড গড়লেন হিটম্যান।
advertisement
5/6
পাকিস্তান দলের বিরুদ্ধে খেলা আজকের মোকাবিলায় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) -র খেলা নিশ্চিত৷  শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল এখনও অবধি দমদার পারফরম্যান্স করেছে৷  রোহিত শর্মা টিম ইন্ডিয়ার হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে ১৩২ ম্যাচ খেলে ১২৪ ইনিংসে ৩২.৩ গড়ে ৩৪৮৭ রান করেছে৷ তাঁর ইনিংস থেকে চারটি শতরান এবং ২৭ টি অর্ধশতরান করেন৷ বর্তমানের টি টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রহকারী তিনি দ্বিতীয় ক্রিকেটার৷  (AFP)
পাকিস্তান দলের বিরুদ্ধে খেলা আজকের মোকাবিলায় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) -র খেলা নিশ্চিত৷  শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল এখনও অবধি দমদার পারফরম্যান্স করেছে৷  রোহিত শর্মা টিম ইন্ডিয়ার হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে ১৩২ ম্যাচ খেলে ১২৪ ইনিংসে ৩২.৩ গড়ে ৩৪৮৭ রান করেছে৷ তাঁর ইনিংস থেকে চারটি শতরান এবং ২৭ টি অর্ধশতরান করেন৷ বর্তমানের টি টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রহকারী তিনি দ্বিতীয় ক্রিকেটার৷  (AFP)
advertisement
6/6
 নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে রোহিতের ঝুলিতেও ১২৩টি ছয়। এদিন ৩৪ রানের ইনিংসে ২টি ছয় মারেন হিটম্যান। ধোনিকে পেছনে ফেলে ভারতের মাটিতে ওডিআইতে সর্বোচ্চ ছয়ের মালিক এখন রোহিত শর্মা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে রোহিতের ঝুলিতেও ১২৩টি ছয়। এদিন ৩৪ রানের ইনিংসে ২টি ছয় মারেন হিটম্যান। ধোনিকে পেছনে ফেলে ভারতের মাটিতে ওডিআইতে সর্বোচ্চ ছয়ের মালিক এখন রোহিত শর্মা।
advertisement
advertisement
advertisement