India vs Australia : কুলদীপের কামাল, চা বিরতির পরেই আউট অজি অধিনায়ক টিম পেইন
Last Updated:
অস্ট্রেলিয়ার ভাগ্যে কালো মেঘের ছায়া ৷ তৃতীয় দিনে দুই ওপেনার যে মোটিভেশন নিয়ে মাঠে নেমেছিলেন তা যেন লাঞ্চের পরেই হাওয়া ৷ চা বিরতিতে দল যখন গিয়েছিল তখন ৫ উইকেট পরে গিয়েছিল ৷ আর ঠিক বিরতির পর নেমেই ম্যত্র পাঁচ রানে কুলদীপ যাদবের বল আদৌ বুঝতে না পেরে প্যাভিলিয়নের রাস্তা ধরলেন টিম পেইন ৷ Photo -AFP
advertisement
সিডনিতে তৃতীয় দিনের লাঞ্চের পর থেকে ক্রমশই ম্যাচের ওপর প্রভাব বিস্তার করছে ভারতীয় দল ৷ লাঞ্চ থেকে চা বিরতির মধ্যে ৪ উইকেট হারাল অজিরা ৷ ঠিক চা বিরতির আগেই এই সিরিজে ভালো ফর্মে থাকা ট্রাভিস হেডকে তুলে নেন কুলদীপ যাদব ৷ ৫ উইকেটে ১৯৮ রান করেছে অজিরা ৷ ক্রিজে রয়েছেন হ্যান্ডসকম্ব ও অধিনায়ক টিম পেইন ৷ Photo- BCCI/ Twitter
advertisement
advertisement
advertisement
advertisement