India vs Australia : কুলদীপের কামাল, চা বিরতির পরেই আউট অজি অধিনায়ক টিম পেইন

Last Updated:
1/6
অস্ট্রেলিয়ার ভাগ্যে কালো মেঘের ছায়া ৷ তৃতীয় দিনে দুই ওপেনার যে মোটিভেশন নিয়ে মাঠে নেমেছিলেন তা যেন লাঞ্চের পরেই হাওয়া ৷ চা বিরতিতে দল যখন গিয়েছিল তখন ৫ উইকেট পরে গিয়েছিল ৷ আর ঠিক বিরতির পর নেমেই ম্যত্র পাঁচ রানে কুলদীপ যাদবের বল আদৌ বুঝতে না পেরে প্যাভিলিয়নের রাস্তা ধরলেন টিম পেইন ৷ Photo -AFP
অস্ট্রেলিয়ার ভাগ্যে কালো মেঘের ছায়া ৷ তৃতীয় দিনে দুই ওপেনার যে মোটিভেশন নিয়ে মাঠে নেমেছিলেন তা যেন লাঞ্চের পরেই হাওয়া ৷ চা বিরতিতে দল যখন গিয়েছিল তখন ৫ উইকেট পরে গিয়েছিল ৷ আর ঠিক বিরতির পর নেমেই ম্যত্র পাঁচ রানে কুলদীপ যাদবের বল আদৌ বুঝতে না পেরে প্যাভিলিয়নের রাস্তা ধরলেন টিম পেইন ৷ Photo -AFP
advertisement
2/6
সিডনিতে তৃতীয় দিনের লাঞ্চের পর থেকে ক্রমশই ম্যাচের ওপর প্রভাব বিস্তার করছে ভারতীয় দল ৷ লাঞ্চ থেকে চা বিরতির মধ্যে ৪ উইকেট হারাল অজিরা ৷ ঠিক চা বিরতির আগেই এই সিরিজে ভালো ফর্মে থাকা ট্রাভিস হেডকে তুলে নেন কুলদীপ যাদব ৷ ৫ উইকেটে ১৯৮ রান করেছে অজিরা ৷ ক্রিজে রয়েছেন হ্যান্ডসকম্ব ও অধিনায়ক টিম পেইন ৷ Photo- BCCI/ Twitter
সিডনিতে তৃতীয় দিনের লাঞ্চের পর থেকে ক্রমশই ম্যাচের ওপর প্রভাব বিস্তার করছে ভারতীয় দল ৷ লাঞ্চ থেকে চা বিরতির মধ্যে ৪ উইকেট হারাল অজিরা ৷ ঠিক চা বিরতির আগেই এই সিরিজে ভালো ফর্মে থাকা ট্রাভিস হেডকে তুলে নেন কুলদীপ যাদব ৷ ৫ উইকেটে ১৯৮ রান করেছে অজিরা ৷ ক্রিজে রয়েছেন হ্যান্ডসকম্ব ও অধিনায়ক টিম পেইন ৷ Photo- BCCI/ Twitter
advertisement
3/6
এদিকেএর আগে ব্যাট হাতে ভারতীয় ক্রিকেটাররা ধামাল দেখানোর পর বল হাতে কামাল দেখাচ্ছেন ভারতীয় বোলাররা ৷ সিডনি টেস্টের তৃতীয় দিনে লাঞ্চের বিরতির পর হঠাৎই বেশ চাপে টিম অস্ট্রেলিয়া ৷ Photo- BCCI/ Twitter
এদিকেএর আগে ব্যাট হাতে ভারতীয় ক্রিকেটাররা ধামাল দেখানোর পর বল হাতে কামাল দেখাচ্ছেন ভারতীয় বোলাররা ৷ সিডনি টেস্টের তৃতীয় দিনে লাঞ্চের বিরতির পর হঠাৎই বেশ চাপে টিম অস্ট্রেলিয়া ৷ Photo- BCCI/ Twitter
advertisement
4/6
২৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া ৷ আর সেখান থেকে শনিবার সকালে শুরুটা চমৎকার করেন হ্যারিস ও খোওয়াজা ৷ হ্যারিস ৭৯ রান করে রবীন্দ্র জাডেজার শিকার ৷ তবে তাঁর উইকেট নিয়ে লাঞ্চের পর প্রথম বড় ধাক্কাটা দেন জাডেজা ৷ কারণ লাঞ্চের আগের সেশনে একটাই উইকেট হারিয়েছিল তারা ৷ Photo- BCCI/ Twitter
২৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া ৷ আর সেখান থেকে শনিবার সকালে শুরুটা চমৎকার করেন হ্যারিস ও খোওয়াজা ৷ হ্যারিস ৭৯ রান করে রবীন্দ্র জাডেজার শিকার ৷ তবে তাঁর উইকেট নিয়ে লাঞ্চের পর প্রথম বড় ধাক্কাটা দেন জাডেজা ৷ কারণ লাঞ্চের আগের সেশনে একটাই উইকেট হারিয়েছিল তারা ৷ Photo- BCCI/ Twitter
advertisement
5/6
লাঞ্চের আগে ওসমান খোওয়াজাকে আউট করেছিলেন কুলদীপ যাদব ৷ তিনিই এদিনের প্রথম ব্রেক থ্রু দেন ৷ ২৭ রানে ব্যাট করা খোওয়াজাকে তুলে নেন তিনি ৷ Photo- BCCI/ Twitter
লাঞ্চের আগে ওসমান খোওয়াজাকে আউট করেছিলেন কুলদীপ যাদব ৷ তিনিই এদিনের প্রথম ব্রেক থ্রু দেন ৷ ২৭ রানে ব্যাট করা খোওয়াজাকে তুলে নেন তিনি ৷ Photo- BCCI/ Twitter
advertisement
6/6
এদিকে দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পরেই বেশ কষে ধরেন ভারতীয় বোলাররা ৷ মহম্মদ শামি তুলে নেন আরেক সেট ব্যাটসম্যান লাবুসচেঞ্জকে ৷ এছাড়া শনমার্শকে মাত্র ৮ রানেই প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন রবীন্দ্র জাডেজা ৷ Photo- BCCI/ Twitter
এদিকে দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পরেই বেশ কষে ধরেন ভারতীয় বোলাররা ৷ মহম্মদ শামি তুলে নেন আরেক সেট ব্যাটসম্যান লাবুসচেঞ্জকে ৷ এছাড়া শনমার্শকে মাত্র ৮ রানেই প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন রবীন্দ্র জাডেজা ৷ Photo- BCCI/ Twitter
advertisement
advertisement
advertisement