IND vs AUS: ‘করো নয় মরো’- ম্যাচে ভারতীয় দলে একটা পরিবর্তনের হচ্ছেই, কোন ফ্লপ ব্যাটারের শেষ সুযোগ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মুম্বাই ওয়ানডেতে ভারতের দল ৫ উইকেটে জিতেছে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মার অধিনায়কত্বে থাকা দলকে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে এখন চেন্নাই ওয়ানডে দুই দলের জন্যই ডু অর ডাইয়ের মতো। এই ম্যাচে যে দলই জিতুক না কেন, তারা ওয়ানডে সিরিজও নিজেদের নাম করে নেবে।
রোহিত শর্মা: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। বিশাখাপত্তনম ম্যাচ জিতে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দলটি সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। এমন পরিস্থিতিতে তৃতীয় ম্যাচে দুই দলের মধ্যে তুমুল লড়াই হতে যাচ্ছে। এই ম্যাচটিকে হালকাভাবে নিতে ভুল করবেন না অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচের সম্ভাব্য 11 ভারতীয় ক্রিকেটার সম্পর্কে আমরা আপনাকে বলি। (AP)
advertisement
advertisement
বিরাট কোহলি: বিশাখাপত্তনম ওয়ানডেতে দলের ডুবন্ত জাহাজ পার করাতে পারেননি প্রাক্তন অধিনায়ক। অজি পেসের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল ভারতের গর্বের টপ ও মিডল অর্ডার৷ এই অবস্থায় কিং কোহলির থেকে শক্তিশালী ব্যাটিং আশা করা হয়েছিল। কিন্তু মিচেল স্টার্কের ঝড়ে তিনিও আত্মসমর্পণ করেন। চেন্নাইয়ে রান করিয়ে দলকে জেতাতেই হবে বিরাটকে। (AP)
advertisement
সূর্যকুমার যাদব: মিস্টার ৩৬০ ডিগ্রি নামে পরিচিত সূর্যকুমার যাদব প্রথম দুই ম্যাচে তাঁর খাতা খুলতে পারেননি। তা সত্ত্বেও তাঁর খেলা নিশ্চিত । কারণ টিম ম্যানেজমেন্ট তাঁকে পুরো সিরিজে সুযোগ দেওয়ার পরই তার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চায়। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে তাঁকে এই সুযোগ দেওয়া হচ্ছে। (AP)
advertisement
হার্দিক পান্ডিয়া: সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট এবং বল দু বিভাগেই দায়িত্ব নিতে হবে। শেষ ম্যাচে একেবারেই ছন্দে দেখা যায়নি তাঁকে। এই কারণেই টিম ইন্ডিয়াকে জেতাতে ভক্তরা হার্দিকের কাছ থেকে ভাল পারফরম্যান্স আশা করছেন। হার্দিকের সামর্থ্য সম্পর্কে সবাই ওয়াকিবহাল৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement