India vs Afghanistan: দলে একাধিক বড় পরিবর্তন? আফগানদের বিরুদ্ধে ভারতের একাদশে মহাচমক! চ্যালেঞ্জ দিতে প্রস্তুত রাশিদরা

Last Updated:
India vs Afghanistan ICC T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে বৃহস্পতিবার মুখোমুখি ভারত ও আফগানিস্তান। গ্রুপ পর্বে দুই দলই তিনটি করে ম্যাচ জিতে পরের রাউন্ডে পৌছেছে। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
1/7
টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে বৃহস্পতিবার মুখোমুখি ভারত ও আফগানিস্তান। গ্রুপ পর্বে দুই দলই তিনটি করে ম্যাচ জিতে পরের রাউন্ডে পৌছেছে। ভারতের শেষ ম্যাচ কানাডার বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে গেলেও আফগানদের শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারতে হয়েছিল।
টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে বৃহস্পতিবার মুখোমুখি ভারত ও আফগানিস্তান। গ্রুপ পর্বে দুই দলই তিনটি করে ম্যাচ জিতে পরের রাউন্ডে পৌছেছে। ভারতের শেষ ম্যাচ কানাডার বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে গেলেও আফগানদের শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারতে হয়েছিল।
advertisement
2/7
মেগা ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল। এমনতিও টি-২০ ক্রিকেটে আফগানদের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুবই ভাল। দুই দলের ৮ বার সাক্ষাতে ৬বার জয় পেয়েছে ভারত,একটি টাই ও একটি ম্যাচ অমীমাংসিত থেকেছে। তবে সুপার এইটের ম্যাচে আফগানদের একেবারেই হাল্কাভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া।
মেগা ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল। এমনতিও টি-২০ ক্রিকেটে আফগানদের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুবই ভাল। দুই দলের ৮ বার সাক্ষাতে ৬বার জয় পেয়েছে ভারত,একটি টাই ও একটি ম্যাচ অমীমাংসিত থেকেছে। তবে সুপার এইটের ম্যাচে আফগানদের একেবারেই হাল্কাভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া।
advertisement
3/7
গ্রুপ পর্বে দুই দলই খেলেছিল আমেরিকায়। তবে সুপার এইটের ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। আমেরিকায় যেখানে বোলারদের দাপট ছিল ক্যারিবিয়ান মাটিতে কিন্তু ব্যাটে-বলে তুল্যমূল্য লড়াই হবে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্পিনাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দুই দলেরই স্পিন অ্যাটাক ভাল। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।
গ্রুপ পর্বে দুই দলই খেলেছিল আমেরিকায়। তবে সুপার এইটের ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। আমেরিকায় যেখানে বোলারদের দাপট ছিল ক্যারিবিয়ান মাটিতে কিন্তু ব্যাটে-বলে তুল্যমূল্য লড়াই হবে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্পিনাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দুই দলেরই স্পিন অ্যাটাক ভাল। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/7
নিউ ইয়র্ক ও ওয়েস্ট ইন্ডিজের পিচের চরিত্র সম্পূর্ণ আলাদা। ফলে সুপার এইটের ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে। ব্যাটিং থেকে বোলিং টিম ইন্ডিয়ার সব বিভাগেই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে স্পিন শক্তি বাড়ানো হতে পারে দলের। একই সঙ্গে কোহলিকে ফেরানো হতে পার তাঁর ৩ নম্বর জায়গায়।
নিউ ইয়র্ক ও ওয়েস্ট ইন্ডিজের পিচের চরিত্র সম্পূর্ণ আলাদা। ফলে সুপার এইটের ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে। ব্যাটিং থেকে বোলিং টিম ইন্ডিয়ার সব বিভাগেই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে স্পিন শক্তি বাড়ানো হতে পারে দলের। একই সঙ্গে কোহলিকে ফেরানো হতে পার তাঁর ৩ নম্বর জায়গায়।
advertisement
5/7
অপরদিকে, গ্রুপ পর্বে আফগানিস্তানের নজর কেড়েছে আফদগানিস্তানের পারফরম্যান্স। নিউজিল্যান্ডের মত শক্তিশালী দলকে হারিয়ে চমক দিয়েছিল রাশিদ খানরা। বর্তমানে আফগানিস্তান দলের যা শক্তি নিজেদের দিনে যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে। ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত আফগানরা।
অপরদিকে, গ্রুপ পর্বে আফগানিস্তানের নজর কেড়েছে আফদগানিস্তানের পারফরম্যান্স। নিউজিল্যান্ডের মত শক্তিশালী দলকে হারিয়ে চমক দিয়েছিল রাশিদ খানরা। বর্তমানে আফগানিস্তান দলের যা শক্তি নিজেদের দিনে যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে। ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত আফগানরা।
advertisement
6/7
এক ঝলেক দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে / যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ / কুলদীপ যাদব।
এক ঝলেক দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে / যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ / কুলদীপ যাদব।
advertisement
7/7
এক ঝলকে দেখে নিন আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, গুলবদিন নইব, নাজিবুল্লাহ জাদরান, করিম জনত, রাশিদ খান (অধিনায়ক), নুর আহমেদ, নবীন উল হক, ফজলহক ফারুকি।
এক ঝলকে দেখে নিন আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, গুলবদিন নইব, নাজিবুল্লাহ জাদরান, করিম জনত, রাশিদ খান (অধিনায়ক), নুর আহমেদ, নবীন উল হক, ফজলহক ফারুকি।
advertisement
advertisement
advertisement