India On Paralympics : ব্যাডমিন্টনে সোনালী দিন! টোকিও প্যারালিম্পিক্সে 'পঞ্চম' সোনাজয়ী শাটলার কৃষ্ণ নাগার...

Last Updated:
India On Paralympics : সকালে সুহাসের রুপো জয়ের পর এবার ব্যাডমিন্টনের SH6 ফাইনালে সোনা জিতলেন কৃষ্ণ নাগার (Krishna Nafgar)।
1/5
টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics ) ব্যাডমিন্টনে (Badminton) একের পর এক পদক জয় জারি রেখে চলেছে ভারত (India Paralympics)। আজ সকালে সুহাসের রুপো জয়ের পর এবার ব্যাডমিন্টনের SH6 ফাইনালে সোনা জিতলেন কৃষ্ণ নাগার। হংকংয়ের চু মান কাই-কে ২১-১৭, ১৬-২১, ২১-১৭ সেটে পরাজিত করে সোনা জেতেন। এর ফলে ভারতের মোট পদক সংখ্যা হয়ে দাঁড়াল ১৯।
টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics ) ব্যাডমিন্টনে (Badminton) একের পর এক পদক জয় জারি রেখে চলেছে ভারত (India Paralympics)। আজ সকালে সুহাসের রুপো জয়ের পর এবার ব্যাডমিন্টনের SH6 ফাইনালে সোনা জিতলেন কৃষ্ণ নাগার। হংকংয়ের চু মান কাই-কে ২১-১৭, ১৬-২১, ২১-১৭ সেটে পরাজিত করে সোনা জেতেন। এর ফলে ভারতের মোট পদক সংখ্যা হয়ে দাঁড়াল ১৯।
advertisement
2/5
দিনের শুরুতেই SL4 বিভাগে ব্যাডমিন্টনে স্বর্ণপদক হাতছাড়া হয়েছে ভারতের (India Paralympics )। তবে সেই হতাশা দূর করে ব্যাডমিন্টনেরই SH6 বিভাগে সোনা জেতার সুযোগ ছিল কৃষ্ণ নাগারের সামনে। ২২ বছরের ভারতীয় শাটলার একদমই হতাশ করেননি। ভারতের হয়ে পঞ্চম সোনা ও ১৯তম পদক জেতেন কৃষ্ণ।
দিনের শুরুতেই SL4 বিভাগে ব্যাডমিন্টনে স্বর্ণপদক হাতছাড়া হয়েছে ভারতের (India Paralympics )। তবে সেই হতাশা দূর করে ব্যাডমিন্টনেরই SH6 বিভাগে সোনা জেতার সুযোগ ছিল কৃষ্ণ নাগারের সামনে। ২২ বছরের ভারতীয় শাটলার একদমই হতাশ করেননি। ভারতের হয়ে পঞ্চম সোনা ও ১৯তম পদক জেতেন কৃষ্ণ।
advertisement
3/5
হংকংয়ের প্রতিপক্ষ চু মান কাইয়ের বিরুদ্ধে এর আগের তিন সাক্ষাৎ-এ দুটি ম্যাচ জিতেছিলেন নিজের বিভাগে বিশ্বের দুই নম্বর শাটলার নাগার। এদিন ম্যাচের শুরুতেই কিন্তু কড়া টক্করের আভাস মেলে। প্রথম গেমে চু পিছিয়ে গিয়ে ১৬-১২ তে এগিয়ে যান হংকংয়ের শাটলার। তবে নাগাড়ে সাত পয়েন্ট জিতে ২১-১৭ তে প্রথম গেম নিজের নামে করেন নাগার।
হংকংয়ের প্রতিপক্ষ চু মান কাইয়ের বিরুদ্ধে এর আগের তিন সাক্ষাৎ-এ দুটি ম্যাচ জিতেছিলেন নিজের বিভাগে বিশ্বের দুই নম্বর শাটলার নাগার। এদিন ম্যাচের শুরুতেই কিন্তু কড়া টক্করের আভাস মেলে। প্রথম গেমে চু পিছিয়ে গিয়ে ১৬-১২ তে এগিয়ে যান হংকংয়ের শাটলার। তবে নাগাড়ে সাত পয়েন্ট জিতে ২১-১৭ তে প্রথম গেম নিজের নামে করেন নাগার।
advertisement
4/5
শুধুমাত্র ব্যাডমিন্টনেই ভারত পদক জিতল চারটি। এর মধ্যে দুটি সোনা ও একটি করে রুপো ও ব্রোঞ্জ। কৃষ্ণ নাগার দেশের হয়ে পঞ্চম স্বর্ণ পদক জিতলেন। হংকংয়ের চু মান কাইয়ের বিরুদ্ধে ম্যাচে প্রথম রাউন্ডে এগিয়ে যান কৃষ্ণ। এরপর দ্বিতীয় রাউন্ডে এগিয়ে যান চু মান কাই। তবে শেষ রাউন্ডে দুরন্তভাবে ফিরে এসে সোনা জেতেন তিনি। মাত্র ৪৩ মিনিট শেষ হয় ম্যাচ। এর আগে সেমিফাইনালে গ্রেট ব্রিটেনের ক্রিসটেন কুম্বসকে হারিয়েছিলেন তিনি।
শুধুমাত্র ব্যাডমিন্টনেই ভারত পদক জিতল চারটি। এর মধ্যে দুটি সোনা ও একটি করে রুপো ও ব্রোঞ্জ। কৃষ্ণ নাগার দেশের হয়ে পঞ্চম স্বর্ণ পদক জিতলেন। হংকংয়ের চু মান কাইয়ের বিরুদ্ধে ম্যাচে প্রথম রাউন্ডে এগিয়ে যান কৃষ্ণ। এরপর দ্বিতীয় রাউন্ডে এগিয়ে যান চু মান কাই। তবে শেষ রাউন্ডে দুরন্তভাবে ফিরে এসে সোনা জেতেন তিনি। মাত্র ৪৩ মিনিট শেষ হয় ম্যাচ। এর আগে সেমিফাইনালে গ্রেট ব্রিটেনের ক্রিসটেন কুম্বসকে হারিয়েছিলেন তিনি।
advertisement
5/5
রবিবার সকালেই ব্যাডমিন্টনে রুপো জিতলেন সুহাস লালিনাকেরে ইয়াথিরাজ। SL4 ক্লাস ফাইনালে ফ্রান্সের লুকাস মাজুরের কাছে হেরে রুপো জয় করেন তিনি। তিনি একজন IAS অফিসার। সুহাসের আগে গতকাল ব্যাডমিন্টে SL3 বিভাগে সোনা জেতেন ভারতের প্রমোদ ভগত। এরপর ওই একই ইভেন্টে মনোজ সরকার ব্রোঞ্জ জেতেন। জাপানের দাইসুক ফুজিহারাকে স্ট্রেট সেটে উড়িয়ে পদক নিশ্চিত করেন মনোজ।
রবিবার সকালেই ব্যাডমিন্টনে রুপো জিতলেন সুহাস লালিনাকেরে ইয়াথিরাজ। SL4 ক্লাস ফাইনালে ফ্রান্সের লুকাস মাজুরের কাছে হেরে রুপো জয় করেন তিনি। তিনি একজন IAS অফিসার। সুহাসের আগে গতকাল ব্যাডমিন্টে SL3 বিভাগে সোনা জেতেন ভারতের প্রমোদ ভগত। এরপর ওই একই ইভেন্টে মনোজ সরকার ব্রোঞ্জ জেতেন। জাপানের দাইসুক ফুজিহারাকে স্ট্রেট সেটে উড়িয়ে পদক নিশ্চিত করেন মনোজ।
advertisement
advertisement
advertisement