অফার, অফার, অফার! ভারতকে হারালেই জিম্বাবোয়ের কাউকে বিয়ে, সুন্দরীর প্রস্তাবে হিল্লোল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
জিম্বাবোয়ে আগেই পাকিস্তানকে এক রানে হারিয়েছে৷ এদিকে অভিনেত্রীর ট্যুইটে ফের তোলপাড় নেটদুনিয়া৷
#কলকাতা: ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ -ভারতের নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ৷ নভেম্বরের ৬ তারিখ অর্থাৎ রবিবার মেলবোর্নে হবে এই ম্যাচ৷ এই ম্যাচে কে জিতবে , কে হারবে এই সব নিয়ে ক্রিকেটবোদ্ধারা বড়ই ব্যস্তবাগীশ আলোচনা জুড়েছেন কিন্তু এরমধ্যেই মশালা তড়কা দিয়েছেন৷ তিনি ট্যুইট করে আসর জমিয়ে দিয়েছেন৷Photo Courtesy- Facebook
advertisement
advertisement
advertisement
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের খেলা রবিবার৷ তাই শেহর ৩ নভেম্বর ট্যুইট করে বাজার সরগরম করে দিয়েছেন৷ তিনি লিখেছেন , “I'll marry a Zimbabwean guy if their team miraculously beats India in the next match."- অর্থাৎ আমি জিম্বাবোয়ের কোনও পুরুষকে বিয়ে করব, যদি কোনও ম্যাজিক করে ভারতীয় দলকে হারিয়ে দিতে পারে৷ Photo Courtesy- Twitter
advertisement