Ind vs Eng: পাকিস্তানি দাদুর নাতি ঘোল খাইয়ে ছাড়লেন, কিন্তু ভারতের মাটিতে ইতিহাস তৈরি করেও আক্ষেপ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Eng: অফ স্পিনার শোয়েব বশির ইংল্যান্ডের পক্ষ থেকে কোনও টেস্টে পাঁচটি উইকেট নেওয়া দ্বিতীয় তরুণ বোলার হলেন৷
রাঁচি: ইংল্যান্ড ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করেছিল৷ কি ন্তু রাঁচি টেস্টেও প্রায় হারের সামনেই দাঁড়িয়ে রয়েছে তারা৷ বিশাখাপত্তনম, রাজকোটের পর রাঁচি ভারতীয় দল বেশ চাঙ্গা পারফরম্যান্স দিচ্ছে৷ ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন ইংল্যান্ডের ফের একবার ভাঙতে চলেছে৷ কিন্তু এই সব কিছুর মধ্যে পাকিস্তানি বংশোদ্ভুত এক ইংলিশ প্লেয়ার নতুন ইতিহাস তৈরি করে ফেলেছেন৷ Photo- AP
advertisement
অফ স্পিনার শোয়েব বশির ইংল্যান্ডের পক্ষ থেকে কোনও টেস্টে পাঁচটি উইকেট নেওয়া দ্বিতীয় তরুণ বোলার হলেন৷ তিনি এই পারফরম্যান্সের পর তা নিজের দাদুকে উৎসর্গ করেছেন৷ যিনি লাল বল ক্রিকেটের দারুণ ফ্যান ছিলেন৷ বশিরের বয়স এখন ২০ বছর ১৩৫ দিন৷ পাকিস্তানি বংশোদ্ভুত এই ক্রিকেটার রাঁচিতে নতুন নজির গড়লেন। Photo- AP
advertisement
বশির ম্যাচের পর সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমার জার্নির একটি বিশেষ মুহূর্তে, দু বছর আগেও আমি এরকম কিছু করব ভাবতেও পারিনি৷ ফলে এটা দারুণ বিশেষ৷ আমার জন্য ভাবুক মুহূর্ত৷ আসলে আমি দেড় বছর আগে আমি দাদুকে হারিয়েছি৷ উনি সবসময়েই টিভিতে টেস্ট ক্রিকেট দেখতে পছন্দ করতেন৷ উনি চাইতেন আমাকেও টিভিতে দেখবেন৷ আমি চাই উনি স্বর্গ থেকে আমায় সমর্থণ করুন৷’’ Photo- AP
advertisement
advertisement