IND vs ENG: বার্মিংহামে তৃতীয় দিনে 'ইংরেজদের' এমন লজ্জা দিল ভারত, যা তারা চিরকাল মনে রাখবে!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: বার্মিংহাম টেস্টে প্রথম ইনিংসে ভারতের ৫৮৭ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৪০৭ রানে। তবে ইংল্যান্ডকে এমন এক লজ্জা দিল ভারত যা চিরকাল মনে রাখবে স্টোকসরা।
বার্মিংহাম টেস্টে প্রথম ইনিংসে ভারতের ৫৮৭ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৪০৭ রানে। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৬৪ রানে ১ উইকেট। লিড নিয়ে ২৪৪ রানে এগিয়ে ভারত।
advertisement
তবে বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডকে এমন এক লজ্জা দিল ভারত যা চিরকাল মনে রাখবে স্টোকসরা। ইংল্যান্ডের ছয় ব্যাটার প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে বার্মিংহামে দ্বিতীয় টেস্টে কোনো রান না করেই আউট হন, যা টেস্ট ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ।
advertisement
এটি ছিল নবম বার যখন কোনো দলের ছয়জন ব্যাটার শূন্য রানে আউট হলেন। সর্বশেষ এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিল ভারত, ২০২৪ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
advertisement
ইংল্যান্ড দলের যেসব ব্যাটাররা রানের খাতা খুলতে পারেননি তারা হলেন, বেন ডাকেট, অলিভ পোপ, বেন স্টোকস, ব্রায়ডন কার্স, জশ টাং এবং শোয়েব বশির।
advertisement