IND vs ENG: চিপকে ভারত-ইংল্যান্ড ম্যাচে হল ৫টি বড় রেকর্ড! যা না জানলে মিস করবেন

Last Updated:
IND vs ENG 5 Big Records Made In India vs England 2nd T20: চেন্নাইতে তিলক বর্মার দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্য ২ উইকেটে ম্যাচ জেতে ভারত। একইসঙ্গে ম্যাচে হল ৫টি বড় রেকর্ড।
1/6
পরপর দুটি ম্যাচ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত শুরু করেছে ভারতীয় দল। চেন্নাইতে তিলক বর্মার দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্য ২ উইকেটে ম্যাচ জেতে ভারত।  একইসঙ্গে ম্যাচে হল ৫টি বড় রেকর্ড।  (Photo Courtesy- AP)
পরপর দুটি ম্যাচ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত শুরু করেছে ভারতীয় দল। চেন্নাইতে তিলক বর্মার দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্য ২ উইকেটে ম্যাচ জেতে ভারত। একইসঙ্গে ম্যাচে হল ৫টি বড় রেকর্ড। (Photo Courtesy- AP)
advertisement
2/6
তিলক বর্মা টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে আউট না হয়ে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন। টি-২০ ক্রিকেটে নট আউট থেকে মোট ৩১৮ রান করেছেন তিলক। নিজের আগের তিনটি টি২০ আন্তর্জাতিক ইনিংসে ১৯*, ১২০* এবং ১০৭* রান করার পর চেন্নাইতে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন।  (Photo Courtesy- AP)
তিলক বর্মা টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে আউট না হয়ে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন। টি-২০ ক্রিকেটে নট আউট থেকে মোট ৩১৮ রান করেছেন তিলক। নিজের আগের তিনটি টি২০ আন্তর্জাতিক ইনিংসে ১৯*, ১২০* এবং ১০৭* রান করার পর চেন্নাইতে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন। (Photo Courtesy- AP)
advertisement
3/6
ইংল্যান্ডের পেস অ্যাটাকে সবথেকে অভিজ্ঞ ও ভয়ঙ্কর জোফ্রা আর্চার। সেই তারকা পেসারই নিজের টি-২০ কেরিয়ারে স্পেলে সবথেকে বেশি রান খরচ করলেন। ৪ ওভার ৬০ দিয়েছেন জোফ্রা।  (Photo Courtesy- AP)
ইংল্যান্ডের পেস অ্যাটাকে সবথেকে অভিজ্ঞ ও ভয়ঙ্কর জোফ্রা আর্চার। সেই তারকা পেসারই নিজের টি-২০ কেরিয়ারে স্পেলে সবথেকে বেশি রান খরচ করলেন। ৪ ওভার ৬০ দিয়েছেন জোফ্রা। (Photo Courtesy- AP)
advertisement
4/6
ইংল্যান্ড ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে বরাবর দুর্বল। তা আর একবার প্রমাণিত হল। শেষ ৩টি টি-২০ ম্যাচে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ৫-টির বেশি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। যা এর আগে ঘটেনি।   (Photo Courtesy- AP)
ইংল্যান্ড ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে বরাবর দুর্বল। তা আর একবার প্রমাণিত হল। শেষ ৩টি টি-২০ ম্যাচে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ৫-টির বেশি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। যা এর আগে ঘটেনি। (Photo Courtesy- AP)
advertisement
5/6
বর্তমান ইংল্যান্ড দলে অন্যতম তারকা ব্যাটার হ্যারি ব্রুক। কিন্তু গুলির বিরুদ্ধে তাঁর দুর্বলতা আরও একবার প্রমাণিত হল। এখনও পর্যন্ত গুগলির বিরুদ্ধে ৩৫ বলে ২১ রান করে ৬ বার আউট হয়েছেন ব্রুক।   (Photo Courtesy- AP)
বর্তমান ইংল্যান্ড দলে অন্যতম তারকা ব্যাটার হ্যারি ব্রুক। কিন্তু গুলির বিরুদ্ধে তাঁর দুর্বলতা আরও একবার প্রমাণিত হল। এখনও পর্যন্ত গুগলির বিরুদ্ধে ৩৫ বলে ২১ রান করে ৬ বার আউট হয়েছেন ব্রুক। (Photo Courtesy- AP)
advertisement
6/6
এছাড়া চিপকে নিজের টি-২০ কেরিয়ারের এক মাইলস্টোন স্পর্শ করেছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৫০টি উইকেটে মালিক হলেন ব্রিটিশ তারকা পেসার।
এছাড়া চিপকে নিজের টি-২০ কেরিয়ারের এক মাইলস্টোন স্পর্শ করেছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৫০টি উইকেটে মালিক হলেন ব্রিটিশ তারকা পেসার।
advertisement
advertisement
advertisement