IND vs AUS: মিচেল স্টার্কের চোট! মেলবোর্নে শেষ দিনে বল করবেন না? সামনে এল বড় আপডেট

Last Updated:
IND vs AUS 4th Test: মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে কঠিন কাজ ভারতের সামনে। ৩৩৩ রানের লিড হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। হাতে এক উইকেট। কত রান তাড়া করতে হবে ভারতকে তা বোঝা যাবে পঞ্চম দিনের সকালে।
1/6
মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে কঠিন কাজ ভারতের সামনে। ৩৩৩ রানের লিড হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। হাতে এক উইকেট। কত রান তাড়া করতে হবে ভারতকে তা বোঝা যাবে পঞ্চম দিনের সকালে।
মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে কঠিন কাজ ভারতের সামনে। ৩৩৩ রানের লিড হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। হাতে এক উইকেট। কত রান তাড়া করতে হবে ভারতকে তা বোঝা যাবে পঞ্চম দিনের সকালে।
advertisement
2/6
তবে পঞ্চম দিনে রান তাড়া করার ক্ষেত্রে কাজ কি কিছুটা সহজ হবে ভারতের? অস্ট্রেলিয়ার তাকা পেসার মিচেল স্টার্ক কি চতুর্থ ইনিংসে বল করতে পারবে? স্টার্কের কি চোট রয়েছে?
তবে পঞ্চম দিনে রান তাড়া করার ক্ষেত্রে কাজ কি কিছুটা সহজ হবে ভারতের? অস্ট্রেলিয়ার তাকা পেসার মিচেল স্টার্ক কি চতুর্থ ইনিংসে বল করতে পারবে? স্টার্কের কি চোট রয়েছে?
advertisement
3/6
তবে পঞ্চম দিনে রান তাড়া করার ক্ষেত্রে কাজ কি কিছুটা সহজ হবে ভারতের? অস্ট্রেলিয়ার তাকা পেসার মিচেল স্টার্ক কি চতুর্থ ইনিংসে বল করতে পারবে? স্টার্কের কি চোট রয়েছে?
তবে পঞ্চম দিনে রান তাড়া করার ক্ষেত্রে কাজ কি কিছুটা সহজ হবে ভারতের? অস্ট্রেলিয়ার তাকা পেসার মিচেল স্টার্ক কি চতুর্থ ইনিংসে বল করতে পারবে? স্টার্কের কি চোট রয়েছে?
advertisement
4/6
বক্সিং ডে টেস্টের শেষ দিনের আগে ওই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছিল। তার যথেষ্ট কারও রয়েছে। তৃতীয় দিন বল করার সময় দেখা যায়, পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্টার্ক। যা দেখে সকলের মনে সংশয় জাগে।
বক্সিং ডে টেস্টের শেষ দিনের আগে ওই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছিল। তার যথেষ্ট কারও রয়েছে। তৃতীয় দিন বল করার সময় দেখা যায়, পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্টার্ক। যা দেখে সকলের মনে সংশয় জাগে।
advertisement
5/6
ওই অবস্থায় কয়েক ওভার বল করার পর দলের ফিজিয়ো নিক জোনস তাঁকে পরীক্ষা করেন ও স্টার্ক সাজঘরে ফেরত চলে যান। এরপরে স্টার্ককে নিয়ে তৈরি হয় জল্পনা। পঞ্চম দিনের আগে চোট নিয়ে মুখ খুললেন ইজি স্পিড স্টার।
ওই অবস্থায় কয়েক ওভার বল করার পর দলের ফিজিয়ো নিক জোনস তাঁকে পরীক্ষা করেন ও স্টার্ক সাজঘরে ফেরত চলে যান। এরপরে স্টার্ককে নিয়ে তৈরি হয় জল্পনা। পঞ্চম দিনের আগে চোট নিয়ে মুখ খুললেন ইজি স্পিড স্টার।
advertisement
6/6
কার্যত হুঁশিয়ারীর সুরে স্টার্ক বলেন,"সব ঠিক আছে। চোট নিয়ে কোনও সমস্যা নেই। আমার গতি একটুও কমেনি। খেলার জন্য পুরোপুরি তৈরি। পঞ্চম দিনেই আমার কেরিয়ারের কিছু স্মরণীয় স্মৃতি রয়েছে। এবারও স্মরণীয় করে রাখতে চাই।"
কার্যত হুঁশিয়ারীর সুরে স্টার্ক বলেন,"সব ঠিক আছে। চোট নিয়ে কোনও সমস্যা নেই। আমার গতি একটুও কমেনি। খেলার জন্য পুরোপুরি তৈরি। পঞ্চম দিনেই আমার কেরিয়ারের কিছু স্মরণীয় স্মৃতি রয়েছে। এবারও স্মরণীয় করে রাখতে চাই।"
advertisement
advertisement
advertisement