পাকিস্তান জিতবে বলে ভুল ভবিষ্যদ্বাণী! 'কেরিয়ার' শেষ আইআইটি বাবার! শিকার চরম ট্রোলের

Last Updated:
IIT baba heavily trolled on social media for making predictions against Team India in India vs Pakistan match: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে করা ভবিষ্যদ্বাণী মিথ্য়ে হতেই নেটদুনিয়ায় রোষের মুখে আইআইটি বাবা। সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে তিনি।
1/5
মহাকুম্ভ থেকেই শিরোনামে উঠে এসেছেন আইআইটি বাবা। ভাইরাল হয়েছে তার একের পর এক কাণ্ড। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে করা ভবিষ্যদ্বাণী মিথ্য়ে হতেই নেটদুনিয়ায় রোষের মুখে আইআইটি বাবা।
মহাকুম্ভ থেকেই শিরোনামে উঠে এসেছেন আইআইটি বাবা। ভাইরাল হয়েছে তার একের পর এক কাণ্ড। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে করা ভবিষ্যদ্বাণী মিথ্য়ে হতেই নেটদুনিয়ায় রোষের মুখে আইআইটি বাবা।
advertisement
2/5
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইআইটি বাবা বলেছিলেন,‘আমি তোমাদের আগের থেকে বলছি, এবার ভারত জিতবে না।’ তখনও ক্ষোভ উগরে দিয়েছিল ভারতীয় ফ্যানেরা।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইআইটি বাবা বলেছিলেন,‘আমি তোমাদের আগের থেকে বলছি, এবার ভারত জিতবে না।’ তখনও ক্ষোভ উগরে দিয়েছিল ভারতীয় ফ্যানেরা।
advertisement
3/5
সকলের প্রার্থনা ছিল একটাই আইআইটি বাবার ভবিষ্যদ্বাণী যেন না সত্যি হয়। আর পাকিস্তানকে ভারত খড়কুটোর মতো উড়িয়ে দিতেই ও কোলির সেঞ্চুরির পরই চরম ট্রোলের মুখে আইআইটি বাবা।
সকলের প্রার্থনা ছিল একটাই আইআইটি বাবার ভবিষ্যদ্বাণী যেন না সত্যি হয়। আর পাকিস্তানকে ভারত খড়কুটোর মতো উড়িয়ে দিতেই ও কোলির সেঞ্চুরির পরই চরম ট্রোলের মুখে আইআইটি বাবা।
advertisement
4/5
আইআইটি বাবাকে ট্রোল করে একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সে বিশ্বাস করে কর্মফলে, আমরা বিশ্বাস করি রোহিত শর্মাকে।’ আরও একজন লিখেছেন, ‘বেশি পড়াশোনা করাও ক্ষতিকর।’
আইআইটি বাবাকে ট্রোল করে একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সে বিশ্বাস করে কর্মফলে, আমরা বিশ্বাস করি রোহিত শর্মাকে।’ আরও একজন লিখেছেন, ‘বেশি পড়াশোনা করাও ক্ষতিকর।’
advertisement
5/5
এমনকী অনেক নেটিজেন খোঁজ করে বেড়াচ্ছেন আইআইটি বাবার। বিরাট কোহলি, শুভমান গিলদের যোগ্যতার সামনে আইআইটি বাবার যে কোনও দাম নেই তাও বলেছেন নেটিজেনরা।
এমনকী অনেক নেটিজেন খোঁজ করে বেড়াচ্ছেন আইআইটি বাবার। বিরাট কোহলি, শুভমান গিলদের যোগ্যতার সামনে আইআইটি বাবার যে কোনও দাম নেই তাও বলেছেন নেটিজেনরা।
advertisement
advertisement
advertisement