Heath Streak: ক্যানসারে আক্রান্ত জিম্বাবোয়ের প্রাক্তন তারকা ক্রিকেটার তথা অধিনায়ক হিথ স্ট্রিক ৷ ফাইল ছবি ৷
2/ 11
Heath Streak: জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রাক্তন এই অলরাউন্ডার ৷ ফাইল ছবি ৷
3/ 11
জিম্বাবোয়ের বর্তমান অধিনায়ক শন উইলিয়ামস তাঁর বিবৃতিতে জানিয়েছেন হিথ স্ট্রিক কোলন এবং লিভার ক্যানসারের আক্রান্ত প্রাক্তন এই তারকা ৷ ফাইল ছবি ৷
4/ 11
Heath Streak: ক্যানসারের চতুর্থ স্টেজে আছেন তাঁর পরিবারের লোকজনদের দক্ষিণ আফ্রিকায় ডাকা হয়েছে ৷ ফাইল ছবি ৷
5/ 11
জিম্বাবোয়ের ক্রীড়ামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন জীবনের প্রায় শেষ পর্যায়ে হিথ স্ট্রিক ৷ ফাইল ছবি ৷
6/ 11
Heath Streak: তাঁর পরিবারের লোকজন দক্ষিণ আফ্রিকায় রওনা দিয়েছেন ৷ একমাত্র বড়সড় চমৎকারই রক্ষা করতে পারে হিথকে ৷ ফাইল ছবি ৷
7/ 11
Heath Streak: সারা ক্রিকেট বিশ্ব প্রার্থনা করেছে ৷ ১৯৯৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিথ স্ট্রিকের ৷ ফাইল ছবি ৷
8/ 11
Heath Streak: ২০০৫ পর্যন্ত দেশের হয়ে খেলেন তিনি ৷ ৪৯ বছর বয়সী এই প্রাক্তন তারকা খেলেছেন ৬৫টি টেস্ট, ১৮৯টি একদিনের ম্যাচ খেলেছেন ৷ ফাইল ছবি ৷
9/ 11
Heath Streak: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরে হিথ স্ট্রিক ২০০৯ সালে জিম্বাবোয়ের জাতীয় দলের কোচ হন ৷ ফাইল ছবি ৷
10/ 11
Heath Streak: ২০১৪-তে বাংলাদেশের বোলিং কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি ৷ ক্রিকেট জুয়ার সঙ্গে যুক্ত থাকায় ২০২১-এ ৮ বছরের জন্য নির্বাসিত হন হিথ স্ট্রিক ৷ ফাইল ছবি ৷
11/ 11
Heath Streak: এর আগে ২০১৮-তে কেকেআরের বোলিং কোচ হন হিথ স্ট্রিক ৷ ফাইল ছবি ৷
Heath Streak: জীবনের শেষ পর্যায়ে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক! মারণ রোগের সঙ্গে চলছে জোর লড়াই
Heath Streak: ২০১৪-তে বাংলাদেশের বোলিং কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি ৷ ক্রিকেট জুয়ার সঙ্গে যুক্ত থাকায় ২০২১-এ ৮ বছরের জন্য নির্বাসিত হন হিথ স্ট্রিক ৷ ফাইল ছবি ৷