ICC T20 World Cup 2024: ভারতের পনেরো নিয়ে প্রবল জল্পনার মধ্যেই T20 WC-র দল ঘোষণা এই দলের, কোন থিওরিতে হল দল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2024: আইপিএল ২০২৪ -র মধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে গেল, শুরু দল ঘোষণার পর্ব৷
: IPL 2024 -র খেলা দুরন্ত ফর্মে চলছে। এরই মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-র ১৫ জনের স্কোয়াড বাছাইয়ের জন্য সব দলই উঠে পড়ে লেগেছে৷ একে একে দল ঘোষণার কাজও শুরু হচ্ছে কারণ দল ঘোষণার ডেডলাইন ১ মে৷ ভারতীয় দলের কোন কোন প্লেয়ার দলে থাকবেন, রোহিত শর্মা, অজিত আগরকর, রাহুল দ্রাবিড় কোন অঙ্কে দল সাজাবেন এই নিয়ে জল্পনা পর জল্পনা চলছেই৷
advertisement
advertisement
advertisement
নিউজিল্যান্ডের স্কোয়াডে সেভাবে চমক না থাকলেও বেশ কিছু বড় নাম জায়গা পায়নি৷ দলের স্ট্রাইক পেসার কাইল জেমিসনের পিঠে এবং অলরাউন্ডার অ্যাডাম মিলনের গোড়ালিতে ইনজুরির কারণে ইভেন্ট থেকে বাদ পড়েছিলেন৷ এদিকে সাদা বলের ক্রিকেটে সম্প্রতি উইল ও'রোর্ক, টম ল্যাথাম, টিম সেফার্ট এবং উইল ভাল পারফর্ম করলেও ১৫ জনের দলে এঁরা জায়গা পাননি৷
advertisement
advertisement
advertisement
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (Kane Williamson) (অধিনায়ক), ফিন অ্যালেন (Finn Allen), ট্রেন্ট বোল্ট (Trent Boult), মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell), মার্ক চ্যাপম্যান ( Mark Chapman), ডেভন কনওয়ে (Devon Conway), লকি ফার্গুসন (Lockie Ferguson), ম্যাট হেনরি (Matt Henry), ড্যারিল মিচেল (Daryl Mitchell), জিমি নিশাম (Jimmy Neesham), গ্লেন ফিলিপস (Glenn Phillips), রাচিন রবীন্দ্র (Rachin Ravindra), মিচেল স্যান্টনার (Mitchell Santner), ইশ সোধি (Ish Sodhi), টিম সাউদি (Tim Southee)।Travelling Reserve - বেন সিয়ার্স (Ben Sears)