David Warner In Icc T-20 World Cup 2021: আইপিএল থেকে বাদ পড়া ওয়ার্নার বিশ্বকাপে মারকাটারি, এক মাসেই এত বদল!

Last Updated:
David Warner T-20 World Cup 2021 Man Of The Tournamnet: আইপিএল থেকে বাদ পড়া ডেভিড ওয়ার্নার টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার!
1/5
মাত্র এক মাসে এত বদল! একই পরিবেশ, একই উইকেট। আর সেখানেই মাত্র এক মাসের ব্যবধানে ডেভিড ওয়ার্নারেে ব্যাটিং-এ এত বদল!
মাত্র এক মাসে এত বদল! একই পরিবেশ, একই উইকেট। আর সেখানেই মাত্র এক মাসের ব্যবধানে ডেভিড ওয়ার্নারেে ব্যাটিং-এ এত বদল!
advertisement
2/5
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছিল ওয়ার্নারকে। এর পর আইপিএলের দ্বিতীয়ার্ধে ওয়ার্নারের মতো তারকাকে প্রথম একাদশেই রাখেনি সানরাইজার্স। সেই ওয়ার্নার টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে জয়ের মঞ্চ গড়ে দিলেন।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছিল ওয়ার্নারকে। এর পর আইপিএলের দ্বিতীয়ার্ধে ওয়ার্নারের মতো তারকাকে প্রথম একাদশেই রাখেনি সানরাইজার্স। সেই ওয়ার্নার টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে জয়ের মঞ্চ গড়ে দিলেন।
advertisement
3/5
২০২১ আইপিএলে ৮টি ম্যাচে ওয়ার্নার ১৯৫ রান করেছিলেন। স্ট্রাইক রেট  ছিল ১০৭.৭৩। হাফ সেঞ্চুির ছিল দুটি। আইপিএল কেরিয়ারে এতটা খারাপ পারফরম্যান্স এর আগে করেননি ওয়ার্নার। তাই সানরাজার্স ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রাখতে পারেনি। সেই ওয়ার্নার বিশ্বকাপে অন্য মূর্তিতে ধরা দিলেন।
২০২১ আইপিএলে ৮টি ম্যাচে ওয়ার্নার ১৯৫ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১০৭.৭৩। হাফ সেঞ্চুির ছিল দুটি। আইপিএল কেরিয়ারে এতটা খারাপ পারফরম্যান্স এর আগে করেননি ওয়ার্নার। তাই সানরাজার্স ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রাখতে পারেনি। সেই ওয়ার্নার বিশ্বকাপে অন্য মূর্তিতে ধরা দিলেন।
advertisement
4/5
টি-২০ বিশ্বকাপে ৭টি ম্যাচে ২৮৯ রান করেছেন ওয়ার্নার। এক মাসের মধ্যে তাঁর খেলায় এতটা পরিবর্তন হল কী করে! সেটা হয়তো ওয়ার্নার নিজেই বলতে পারবেন।
টি-২০ বিশ্বকাপে ৭টি ম্যাচে ২৮৯ রান করেছেন ওয়ার্নার। এক মাসের মধ্যে তাঁর খেলায় এতটা পরিবর্তন হল কী করে! সেটা হয়তো ওয়ার্নার নিজেই বলতে পারবেন।
advertisement
5/5
সেমিফাইনালে ৪৯ রানে আউট হয়েছিলেন ওয়ার্নার। টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে করলেন ৫৩। ওয়ার্নার এবার টি-২০ বিশ্বকাপে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
সেমিফাইনালে ৪৯ রানে আউট হয়েছিলেন ওয়ার্নার। টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে করলেন ৫৩। ওয়ার্নার এবার টি-২০ বিশ্বকাপে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
advertisement
advertisement
advertisement