Huge Cash Prize For Richa: শুধু সোনা-রুপোর ব্যাট বলই নয়, রিচার হাতে উঠবে মোটা অঙ্কের টাকা, মুখ্যমন্ত্রী ছাড়াও সিএবি-র আমন্ত্রণে আসবে টলিউড

Last Updated:
Huge Cash Prize For Richa: প্রতিটা রান তার জন্য এক লক্ষ করে টাকা, বুঝতে পারছেন রিচা কত লক্ষ-লক্ষ টাকা পুরস্কার পাবেন
1/5
:  রিচাকে সংবর্ধনায় চমক দিচ্ছে সিএবি,  সোনার ব্যাট ও বল ছাড়াও দেওয়া হবে আর্থিক পুরস্কার।
:  রিচাকে সংবর্ধনায় চমক দিচ্ছে সিএবি,  সোনার ব্যাট ও বল ছাড়াও দেওয়া হবে আর্থিক পুরস্কার।
advertisement
2/5
বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ ২৪ বলে ৩৪ রান করেন রিচা। সিএবির তরফ থেকে দেওয়া হবে ৩৪ লক্ষ টাকার আর্থিক পুরস্কার। ৩৪ রান করার জন্যই ৩৪ লক্ষ টাকা পুরস্কার।
বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ ২৪ বলে ৩৪ রান করেন রিচা। সিএবির তরফ থেকে দেওয়া হবে ৩৪ লক্ষ টাকার আর্থিক পুরস্কার। ৩৪ রান করার জন্যই ৩৪ লক্ষ টাকা পুরস্কার।
advertisement
3/5
সোনা ও রুপো মিলিয়ে তৈরি ব্যাট ও বল দেওয়া হচ্ছে, তাঁর দাম প্রায় পাঁচ লক্ষ টাকা।
সোনা ও রুপো মিলিয়ে তৈরি ব্যাট ও বল দেওয়া হচ্ছে, তাঁর দাম প্রায় পাঁচ লক্ষ টাকা।
advertisement
4/5
শনিবাসরীয় ইডেনে রিচার সংবর্ধনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবাসরীয় ইডেনে রিচার সংবর্ধনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
5/5
সিএবি-র  আমন্ত্রণে রিচাকে সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবে টলিউড। উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও কোয়েল মল্লিক সহ টলিউডের একঝাঁক তারকা। Input-Eeron Roy Burman Photo-File
সিএবি-র  আমন্ত্রণে রিচাকে সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবে টলিউড। উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও কোয়েল মল্লিক সহ টলিউডের একঝাঁক তারকা। Input-Eeron Roy Burman Photo-File
advertisement
advertisement
advertisement