হাতে আর দিন পনেরো তারপরেই ৩০ মে থেকে ব্রিটিশ যুক্তরাজ্যে শুরু ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ৷ এর ঠিক আগেই আইপিএলে খেলেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ কেমন ছিল তাঁদের পারফরম্যান্স দেখে নিন এক নজরে ৷ Photo- Cricket World Cup/ Twitter
2/ 16
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পারফরম্যান্স বেশ খারাপ ৷ তবে সেটা বিরাট কোহলির পারফরম্যান্সে সেটা বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি ৷ একটি শতরান করেছিলেন কেকেআরের বিরুদ্ধে ৷ ১৪ ম্যাচে ৪৬৪ রানের মালিক তিনি ৷ রয়েছে দুটি অর্ধশতরনার ও একটি শতরান ৷ Image: IPLT20
3/ 16
ভারতীয় দলের সহ অধিনায়ক তিনি ৷ এবার আইপিএল জিতে চারবার খেতাব জিতলেন তিনি ৷ ১৫ ম্যাচে ৪০৫ রান করেছেন তিনি ৷ ২ টি ৫০ রান রয়েছে তার ঝোলায় ৷ তবে ঠিক ম্যাচ উইনিং পারফরম্যাব্স আসেনি হিট ম্যানের ব্যাট থেকে ৷ Image: IPLT20
4/ 16
দিল্লি ক্যাপিটাল্সের হয়ে শিখর ধাওয়ান ১৬ ম্যাচে ৫২১ রান করেছেন তিনি ৷ রয়েছে ৫ টি ৫০ ৷ Image: IPL
5/ 16
১৪ ম্যাচে ৫৯৩ রান করেছেন ৷ যা ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বিশেষ স্বস্তি দিয়েছে ৷ তিনি যেরকম ফর্মে রয়েছেন তাতে দারুণ খুশি টিম ইন্ডিয়া ৷ পাশাপাশি কিংসের জার্সি গায়ে ওপেন করেও সাফল্য পেয়েছেন তিনি ৷ Image: IPL
6/ 16
১৪ ম্যাচে তাঁর ঝোলায় ১৬২ রান ৷ চেন্নাইয়ের মাঠ লো -স্লো থাকায় ক্রিকেটাররা সেই ম্যাচগুলিতে খুব বেশি রান পাননি ৷ পাশাপাশি বেশিরভাগ দিন তািনি খেলার সুযোগই পাননি ৷ পাশাপাশি ধোনি তাঁকে বোলার হিসেবেও ব্যবহার করেননি ৷ Image: Twitter
7/ 16
১৫ ম্যাচে ৪১৬ রান করেছেন , গড় ৮৩.২০৷ রয়েছে ৩ টি অর্ধশতরান ৷ Image: Twitter
8/ 16
হার্দিক পান্ডিয়া ১৬ ম্যাচে করেছেন ৪০২ রান ৷ ১৭ বলে অর্ধশতরান করেছেন তিনি ৷ উইকেট পেয়েছেন ১২ টি ৷ Image: AFP
9/ 16
১৬ ম্যাচে ১০৬ রান করেছেন ও ১৫ টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা ৷ Image: Twitter
10/ 16
দীনেশ কার্তিক কলকাতার অধিনায়ক হিসেবে এবারে বেশ ফ্লপ ৷ না তাঁর টিম প্লে অফের যোগ্যতা পেয়েছে না তিনি বিসেষ কিছু করতে পেরেছেন ৷ ১৪ ম্যাচে তাঁর রান ২৫৩, রয়েছে দুটি অর্ধশতরান ৷ Image: IPLT20
11/ 16
এবারের আইপিএলে বেশ খারাপ পারফরম্যান্স বিজয় শঙ্করের ৷ ১৫ ম্যাচে ২৪৪ রান করেছেন তিনি ৷ Image: BCCI
12/ 16
এবারের আইপিএলে খারাপ পারফরম্যান্স কুলদীপ যাদবের ৷ ৯ টি ম্যাচ খেলে ৪টি উইকেট পেয়েছেন তিনি ৷ ইডেন গার্ডেন্সে কোনও ফায়দা তুলতে ব্যর্থ এই স্পিনার ৷ Image: BCCI
13/ 16
কুলদীপের কথা বললেই আরেকজন যার কথা সঙ্গে সঙ্গে মনে পড়ে সেটা যজুবেন্দ্র চাহাল ৷ তিনি ১৪ ম্যাচে ১৮ উইকেট পেয়েছেন ৷ তিনি পার্পল ক্যাপের দৌড়েও ছিলেন ৷ Image: BCCI
14/ 16
আইপিএলের ফাইনালে তাঁর বোলিংই কামাল করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য ৷ ১৬ ম্যাচে ১৯ উইকেট পেয়েছেন তিনি ৷ Image: Twitter
15/ 16
১৪ ম্যাচে ১৯ উইকেট ষ সাদা বলে তিনি আরও অনেক বেশি পরিণত বোলার হিসেবে নিজেকে তুলে ধরেছেন শামি ৷ Image: AFP
16/ 16
১৫ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ৷ যা ভুগিয়এছে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদকে ৷ তিনি ডেথ ওভারের বড় ভরসা তিনি ৷ Image: IPL