চারদিন পর বাংলার প্রতিবেশী রাজ্যে হকি বিশ্বকাপ! ভারতের ম্যাচ কবে, রইল সূচি
- Published by:Suman Majumder
Last Updated:
Hockey World Cup 2023: আবার ভারতে বিশ্বকাপ। চারদিন বাদেই। দেখে নিন ভারতের খেলার সূচি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভারতের ম্যাচের সূচি- ভারত বনাম স্পেন: ১৩ জানুয়ারি সন্ধ্যে ৭টা (রাউরকেলা) ভারত বনাম ইংল্যান্ড: ১৫ জানুয়ারি সন্ধ্যে ৭টা (রাউরকেলা) ভারত বনাম ওয়েলস: ১৯ জানুয়ারি সন্ধ্যে ৭টা (ভুবনেশ্বর) পিআর শ্রীজেশ, কৃষ্ণ পাঠক, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস (ভাইস ক্যাপ্টেন), নীলম সঞ্জীপ জেস, মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, বিবেক সাগর প্রসাদ, আকাশদীপ সিং, মনদীপ সিং , ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং, রাজকুমার পাল ও জুগরাজ সিং।