IPL Final: ২০১২ ফাইনাল ফিরে এল ২০২৫ IPL ফাইনালে! আরসিবি ২০০ করলে যা হত, ভাবতে পারবেন না

Last Updated:
IPL FInal- পঞ্জাবের সামনে ১৯১ রানের টার্গেট রাখল আরসিবি। অনেকেই হয়তো জানেন না, আইপিএল ফাইনালে এখনও পর্যন্ত একবারই কোনও দল ২০০ রান তাড়া করে জিতেছে। আর সেই দলের নাম কেকেআর।
1/6
একদিন-দুদিন নয়। ১৭ বছরের অপেক্ষা। আইপিএল সাবালক (১৮তম মরশুম এবার) হয়ে গেল। কিন্তু এখনও একবারও ট্রফি জয়ের স্বাদ নেওয়া হয়নি আরসিবির। এবার সেই সুযোগ সামনে বিরাট কোহলিদের।
একদিন-দুদিন নয়। ১৭ বছরের অপেক্ষা। আইপিএল সাবালক (১৮তম মরশুম এবার) হয়ে গেল। কিন্তু এখনও একবারও ট্রফি জয়ের স্বাদ নেওয়া হয়নি আরসিবির। এবার সেই সুযোগ সামনে বিরাট কোহলিদের।
advertisement
2/6
চলতি মরশুমে দুরন্ত পারফর্ম করেছে আরসিবি। বিশেষজ্ঞরা বলছেন, এবার সব থেকে ধারাবাহিক পারফর্ম করেছে আরসিবি। আর এবার রজত পাতিদারের দল সব থেকে ব্য়ালান্সড। তবে ফাইনালে আরসিবি কিছুটা হোঁচট খেল বটে! যেভাবে ফিল সল্ট ও বিরাট কোহলি শুরু করেছিলেন, তাতে অনেকের মনে হয়েছিল, আরসিবি হয়তো পঞ্জাবের সামনে ২০০ বা তার থেকে বেশি রানের টার্গেট দেবে। তবে সেটা হল না।
চলতি মরশুমে দুরন্ত পারফর্ম করেছে আরসিবি। বিশেষজ্ঞরা বলছেন, এবার সব থেকে ধারাবাহিক পারফর্ম করেছে আরসিবি। আর এবার রজত পাতিদারের দল সব থেকে ব্য়ালান্সড। তবে ফাইনালে আরসিবি কিছুটা হোঁচট খেল বটে! যেভাবে ফিল সল্ট ও বিরাট কোহলি শুরু করেছিলেন, তাতে অনেকের মনে হয়েছিল, আরসিবি হয়তো পঞ্জাবের সামনে ২০০ বা তার থেকে বেশি রানের টার্গেট দেবে। তবে সেটা হল না।
advertisement
3/6
পঞ্জাবের সামনে ১৯১ রানের টার্গেট রাখল আরসিবি। অনেকেই হয়তো জানেন না, আইপিএল ফাইনালে এখনও পর্যন্ত একবারই কোনও দল ২০০ রান তাড়া করে জিতেছে। আর সেই দলের নাম কেকেআর। ২০১৪ সালে এই পঞ্জাবকে হারিয়েই ট্রফি জিতেছিল কেকেআর।
পঞ্জাবের সামনে ১৯১ রানের টার্গেট রাখল আরসিবি। অনেকেই হয়তো জানেন না, আইপিএল ফাইনালে এখনও পর্যন্ত একবারই কোনও দল ২০০ রান তাড়া করে জিতেছে। আর সেই দলের নাম কেকেআর। ২০১৪ সালে এই পঞ্জাবকে হারিয়েই ট্রফি জিতেছিল কেকেআর।
advertisement
4/6
২০১২ সালে কেকেআর ফাইনালে ১৯১ রান তাড়া করে জিতেছিল। সেবার বিপক্ষ দল ছিল সিএসকে। ২০১২ ও ২০১৪ দুবারই কেকেআর ট্রফি জিতেছিল। এর পর ট্রফি জয়ের হ্যাটট্রিক তারা করেছিল গতবার।
২০১২ সালে কেকেআর ফাইনালে ১৯১ রান তাড়া করে জিতেছিল। সেবার বিপক্ষ দল ছিল সিএসকে। ২০১২ ও ২০১৪ দুবারই কেকেআর ট্রফি জিতেছিল। এর পর ট্রফি জয়ের হ্যাটট্রিক তারা করেছিল গতবার।
advertisement
5/6
আজ পঞ্জাবের সামনে ১৯১ রানের টার্গেট। ঠিক যেমনটা হয়েছিল ২০১২ সালে। ২০১৮ সালে চেন্নাইয়ের সামনে ১৭৯ রানের টার্গেট দিয়েছিল সানরাইজার্স। সেই ম্যাচ জিতেছিল সিএসকে।
আজ পঞ্জাবের সামনে ১৯১ রানের টার্গেট। ঠিক যেমনটা হয়েছিল ২০১২ সালে। ২০১৮ সালে চেন্নাইয়ের সামনে ১৭৯ রানের টার্গেট দিয়েছিল সানরাইজার্স। সেই ম্যাচ জিতেছিল সিএসকে।
advertisement
6/6
২০২৩ সালে সিএসকের সামনে ১৭১ রানের টার্গেট রেখেছিল গুজরাত টাইটান্স। সেই ম্যাচ জিতে নিয়েছিল ইয়েলো আর্মি। ফলে বুঝতেই পারছেন, আইপিএলে ১৯০-১৯১ রানের টার্গেট কিন্তু এর আগে চেজ হয়েছে। তবে ২০০ রান তাড়া করে কেকেআর ছাড়া এখনও কেউ ম্যাচ জেতেনি।
২০২৩ সালে সিএসকের সামনে ১৭১ রানের টার্গেট রেখেছিল গুজরাত টাইটান্স। সেই ম্যাচ জিতে নিয়েছিল ইয়েলো আর্মি। ফলে বুঝতেই পারছেন, আইপিএলে ১৯০-১৯১ রানের টার্গেট কিন্তু এর আগে চেজ হয়েছে। তবে ২০০ রান তাড়া করে কেকেআর ছাড়া এখনও কেউ ম্যাচ জেতেনি।
advertisement
advertisement
advertisement