কতদিন ধরে চাহালের সঙ্গে থাকেন না, আদালতে জানালেন ধনশ্রী! বিয়ে তা হলে ভাঙছেই!

Last Updated:
Yuzvendra Chahal-Dhanashree Verma divorce- একটা সময় ঝলক দিখলা যা- নামক রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করেন ধনশ্রী। চাহাল তাঁর কাছে নাচ শিখতে চেয়েছিলেন। সেখান থেকেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে তা বিয়ে পর্যন্ত গড়ায়। তবে এখন সেই সম্পর্ক ভেঙেছে বলেই খবর।
1/6
লকডাউনের সময় তাঁদের কাছে আসা। আর এখন তাঁদের দুজনের মধ্যে অসীম দূরত্ব। যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা এখন আর একসঙ্গে থাকেন না। অর্থাৎ, হার্দিক পান্ডিয়ার পর আরও এক ভারতীয় দলের ক্রিকেটারের ডিভোর্স।
লকডাউনের সময় তাঁদের কাছে আসা। আর এখন তাঁদের দুজনের মধ্যে অসীম দূরত্ব। যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা এখন আর একসঙ্গে থাকেন না। অর্থাৎ, হার্দিক পান্ডিয়ার পর আরও এক ভারতীয় দলের ক্রিকেটারের ডিভোর্স।
advertisement
2/6
জানা যাচ্ছে, ২০ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদের মামলার শুনানি ছিল। তবে ধনশ্রীর আইনজীবী অদিতি মোহনী এখনই এই নিয়ে মুখ খুলতে নারাজ। তিনি বলেন, ব্যাপারটা এখনও বিচারাধীন। তাই এই নিয়ে মন্তব্য করা ঠিক নয়। এদিকে, খবর মোটামুটি পাকা, চাহাল ও ধনশ্রীর বিয়ে আর টিকল না।
জানা যাচ্ছে, ২০ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদের মামলার শুনানি ছিল। তবে ধনশ্রীর আইনজীবী অদিতি মোহনী এখনই এই নিয়ে মুখ খুলতে নারাজ। তিনি বলেন, ব্যাপারটা এখনও বিচারাধীন। তাই এই নিয়ে মন্তব্য করা ঠিক নয়। এদিকে, খবর মোটামুটি পাকা, চাহাল ও ধনশ্রীর বিয়ে আর টিকল না।
advertisement
3/6
বিবাহবিচ্ছেদের কারণ কী! জানা যাচ্ছে, ২টি কারণ তুলে ধরা হয়েছে কোর্টে। ধনশ্রীর আইনজীবী আদালতে জানিয়েছেন, তাঁর মক্কেল চাহালের সঙ্গে গত ১৮ মাস ধরে থাকেন না। অর্থাৎ প্রায় দেড় বছর ধরে চাহাল ও ধনশ্রী আলাদা থাকেন। আরও একটি বড় কারণ জানানো হয়েছে অবশ্য।
বিবাহবিচ্ছেদের কারণ কী! জানা যাচ্ছে, ২টি কারণ তুলে ধরা হয়েছে কোর্টে। ধনশ্রীর আইনজীবী আদালতে জানিয়েছেন, তাঁর মক্কেল চাহালের সঙ্গে গত ১৮ মাস ধরে থাকেন না। অর্থাৎ প্রায় দেড় বছর ধরে চাহাল ও ধনশ্রী আলাদা থাকেন। আরও একটি বড় কারণ জানানো হয়েছে অবশ্য।
advertisement
4/6
দ্বিতীয় কারণটি মূলত আসল। ধনশ্রী দাবি করেছেন, তাঁর সঙ্গে চাহালের Compatibility Issues হচ্ছিল। অর্থাৎ, যে কোনও ছোটখাটো বিষয়ে তাঁদের মতভেদ বা মতপার্থক্য হচ্ছিল। আর তা থেকে অশান্তি। তাই দুজন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
দ্বিতীয় কারণটি মূলত আসল। ধনশ্রী দাবি করেছেন, তাঁর সঙ্গে চাহালের Compatibility Issues হচ্ছিল। অর্থাৎ, যে কোনও ছোটখাটো বিষয়ে তাঁদের মতভেদ বা মতপার্থক্য হচ্ছিল। আর তা থেকে অশান্তি। তাই দুজন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
5/6
একটা সময় ঝলক দিখলা যা- নামক রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করেন ধনশ্রী। চাহাল তাঁর কাছে নাচ শিখতে চেয়েছিলেন। সেখান থেকেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে তা বিয়ে পর্যন্ত গড়ায়। তবে এখন সেই সম্পর্ক ভেঙেছে বলেই খবর। চাহাল ও ধনশ্রী অবশ্য এখনও মুখ খোলেননি। তবে আকারে-ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন।
একটা সময় ঝলক দিখলা যা- নামক রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করেন ধনশ্রী। চাহাল তাঁর কাছে নাচ শিখতে চেয়েছিলেন। সেখান থেকেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে তা বিয়ে পর্যন্ত গড়ায়। তবে এখন সেই সম্পর্ক ভেঙেছে বলেই খবর। চাহাল ও ধনশ্রী অবশ্য এখনও মুখ খোলেননি। তবে আকারে-ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন।
advertisement
6/6
খবর রটেছিল, ডিভোর্সের পর ধনশ্রী নাকি চাহালের কাছে ৬০ কোটি টাকা খোরপোশ দাবি করেছেন। তবে ধনশ্রীর পরিবারের তরফে সেই দাবি নস্যাৎ করা হয়েছে। জানানো হয়েছে, এই খবর ভুয়ো।
খবর রটেছিল, ডিভোর্সের পর ধনশ্রী নাকি চাহালের কাছে ৬০ কোটি টাকা খোরপোশ দাবি করেছেন। তবে ধনশ্রীর পরিবারের তরফে সেই দাবি নস্যাৎ করা হয়েছে। জানানো হয়েছে, এই খবর ভুয়ো।
advertisement
advertisement
advertisement