Hardik Pandya Watch: ঘড়ির শখ! তাই বলে এত দামি! পান্ডিয়ার ঘড়ির দামে বাড়ি, গাড়ি সব হয়ে যাবে

Last Updated:
Hardik Pandya Watch: হার্দিক পান্ডিয়ার এই ঘড়ির দাম আন্দাজও করতে পারবেন না।
1/5
ক্রিকেটার হিসাবে তাঁর উত্থান হয়তো রকেটের থেকেও বেশি গতির। এত কম সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলে এত বেশি টাকা উপার্জন খুব কম ক্রিকেটারই করেছেন। হার্দিক পান্ডিয়ার লাক্সারি লাইফ সম্পর্কে কে না জানে! আর তাঁর দামি ঘড়ির শখের কথাও সবারই প্রায় জানা।
ক্রিকেটার হিসাবে তাঁর উত্থান হয়তো রকেটের থেকেও বেশি গতির। এত কম সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলে এত বেশি টাকা উপার্জন খুব কম ক্রিকেটারই করেছেন। হার্দিক পান্ডিয়ার লাক্সারি লাইফ সম্পর্কে কে না জানে! আর তাঁর দামি ঘড়ির শখের কথাও সবারই প্রায় জানা।
advertisement
2/5
আইপিএলের বাকি ম্যাচগুলি খেলার জন্য দুবাই পৌঁছে গিয়েছেন পান্ডিয়া। সেখানে পৌঁছেই তিনি একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবিতে তাঁর হাতের ঘড়ি নিয়ে এখন ইন্টারনেটে চর্চা চলছে।
আইপিএলের বাকি ম্যাচগুলি খেলার জন্য দুবাই পৌঁছে গিয়েছেন পান্ডিয়া। সেখানে পৌঁছেই তিনি একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবিতে তাঁর হাতের ঘড়ি নিয়ে এখন ইন্টারনেটে চর্চা চলছে।
advertisement
3/5
হার্দিক সেই ছবিতে যে হাতঘড়ি পরেছেন তার দাম পাঁচ কোটি টাকা। অর্থাত্, একখানা ঘড়ির দামে বাড়ি, গাড়ি সব হয়ে যেতে পারে।
হার্দিক সেই ছবিতে যে হাতঘড়ি পরেছেন তার দাম পাঁচ কোটি টাকা। অর্থাত্, একখানা ঘড়ির দামে বাড়ি, গাড়ি সব হয়ে যেতে পারে।
advertisement
4/5
 Patek Philippe Nautilus Platinum 5711 ব্র্যান্ডের সেই ঘড়ি। পান্ডিয়া ভাইদের দামি গাড়ির শখও রয়েছে।
Patek Philippe Nautilus Platinum 5711 ব্র্যান্ডের সেই ঘড়ি। পান্ডিয়া ভাইদের দামি গাড়ির শখও রয়েছে।
advertisement
5/5
সম্প্রতি মুম্বইতে আট বেডরুমের একটি আলিশান ফ্ল্যাট কিনেছেন পান্ডিয়া। ৩৮৩৮ স্কোয়ার ফিট-এর সেই ফ্ল্যাটে পরিবারকে নিয়ে থাকবেন হার্দিক ও তাঁর ভাই ক্রুনাল।
সম্প্রতি মুম্বইতে আট বেডরুমের একটি আলিশান ফ্ল্যাট কিনেছেন পান্ডিয়া। ৩৮৩৮ স্কোয়ার ফিট-এর সেই ফ্ল্যাটে পরিবারকে নিয়ে থাকবেন হার্দিক ও তাঁর ভাই ক্রুনাল।
advertisement
advertisement
advertisement