Hardik Pandya: ভয়েই কুপোকাত হার্দিক পান্ডিয়া! কার মুখে পড়তে ভয় পান এত? ফাঁস করে দিলেন ইরফান পাঠান
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Hardik Pandya: বুমরাকে হার্দিক আক্রমণে নিয়ে আসেন চতুর্থ ওভারে। এসেই বিপজ্জনক হতে থাকা ঋদ্ধিমান সাহাকে ফিরিয়ে দেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ইরফান খান বলেন, “চেজ করার সময় টিম ডেভিডকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হল। তা-ও যখন রশিদ খানের এক ওভার বাকি রয়েছে। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর হার্দিক সম্ভবত রশিদ খানকে ফেস করতে চায়নি। এমনটা হতেই পারে। একজন ভারতীয় ব্যাটার ড্রেসিংরুমে রয়েছে। তা সত্ত্বেও রশিদকে ফেস করার জন্য একজন বিদেশিকে পাঠানো হল- এই বিষয়ে আমি মোটেই সম্মত হব না।” এমনই অভিযোগ ইরফানের। টিম ডেভিড শেষ পর্যন্ত ১০ বলে ১১ করে আউট হয়ে যান।
advertisement
শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ১৯ রান। উমেশ যাদবের প্ৰথম দুই বলেই বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান হার্দিক। তবে বর্ষীয়ান পেসার ঠান্ডা মাথায় পরের দুই বলে হার্দিক, পীযুষ চাওলাকে আউট করে গুজরাতের জয় নিশ্চিত করে দেন। ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে সেই সঙ্গে গুজরাত নিজেদের অপরাজেয় থাকার রেকর্ডও বজায় রাখল।