Hardik Pandya Marriage: 'দ্বিতীয়বার' বিয়েতেও ছক্কা হাঁকালেন হার্দিক, ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিলেন নতাসার সঙ্গে, রইল ছবি

Last Updated:
Hardik Pandya Marriage: ২০২০ সালে নতাসা স্তানোকোভিচকে আইনি মতে বিয়ে করেছিলেন হার্দিক পান্ডিয়া। ৩ বছর পর ছেলে সহ ফের নতাসাকে সামাজিকভাবে বিয়ে করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার।
1/6
ঘোষণা আগেই হয়েগিয়েছিল। ফের একবার বিয়ে করলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তাঁর স্ত্রী নতাসা স্তানোকোভিচ।
ঘোষণা আগেই হয়েগিয়েছিল। ফের একবার বিয়ে করলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তাঁর স্ত্রী নতাসা স্তানোকোভিচ।
advertisement
2/6
তিন বছর আগে ২০২০ সালে আইনি পদ্ধতিতে বিয়ে করেছিলেন হার্দিক ও নতাসা। শোনা যায় ঘরোয়াভাবেও বিয়ে হয়েছিল তারকা এই জুটির।
তিন বছর আগে ২০২০ সালে আইনি পদ্ধতিতে বিয়ে করেছিলেন হার্দিক ও নতাসা। শোনা যায় ঘরোয়াভাবেও বিয়ে হয়েছিল তারকা এই জুটির।
advertisement
3/6
জাঁকজমকের সঙ্গে বিয়েটা সেই সময় হয়নি। বর্তমানে তাদের ছেলেও রয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে ফের একবার বিয়ে করলেন হার্দিক ও নতাসা।
জাঁকজমকের সঙ্গে বিয়েটা সেই সময় হয়নি। বর্তমানে তাদের ছেলেও রয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে ফের একবার বিয়ে করলেন হার্দিক ও নতাসা।
advertisement
4/6
বিয়ের ছবি শেয়া করে ক্যাপশেন লিখেছেন,"আমরা তিন বছর আগে যে শপথ নিয়েছিলাম তা নবীকরণ করে আমরা ভালোবাসার এই দ্বীপে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করেছি। সঙ্গে আমাদের পরিবার এবং বন্ধুদের পেয়ে আমরা সত্যিই ধন্য"।
বিয়ের ছবি শেয়া করে ক্যাপশেন লিখেছেন,"আমরা তিন বছর আগে যে শপথ নিয়েছিলাম তা নবীকরণ করে আমরা ভালোবাসার এই দ্বীপে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করেছি। সঙ্গে আমাদের পরিবার এবং বন্ধুদের পেয়ে আমরা সত্যিই ধন্য"।
advertisement
5/6
বিয়ের একাধিক মুহূর্তে ছবি শেয়ার করেছেন হার্দিক পান্ডিয়া ও নতাসা স্তানোকোভিচ। রোমান্টিক পোজেও ছবি দিয়েছেন এই জুটি। যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
বিয়ের একাধিক মুহূর্তে ছবি শেয়ার করেছেন হার্দিক পান্ডিয়া ও নতাসা স্তানোকোভিচ। রোমান্টিক পোজেও ছবি দিয়েছেন এই জুটি। যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
advertisement
6/6
পুরো পরিবার ও বন্ধুদের সঙ্গে একটি ছবিতে সকলকে উৎসবের মেজাজে পাওয়া গিয়েছে। দ্বিতীয়বার হলে দম্পতিকে শুভোচ্ছা জানিয়েছেন ফ্যানেরা।
পুরো পরিবার ও বন্ধুদের সঙ্গে একটি ছবিতে সকলকে উৎসবের মেজাজে পাওয়া গিয়েছে। দ্বিতীয়বার হলে দম্পতিকে শুভোচ্ছা জানিয়েছেন ফ্যানেরা।
advertisement
advertisement
advertisement