Wriddhiman Saha: ভাত, ডাল, মাছ, মিষ্টিতে জামাইষষ্ঠী ঋদ্ধিমানের, 'সাদামাটা জীবন' বোধ হয় একেই বলে!

Last Updated:
Wriddhiman Saha: অনাড়ম্বর জামাইষষ্ঠী পালন ঋদ্ধির।
1/5
কে বলবে, এবার তিনি আইপিএল খেতাবজয়ী দলের সদস্য ছিলেন। এতটা সাদামাটা জীবন কি চ্যাম্পিয়নকে মানায়! তবে ঋদ্ধিমান সাহা কবেই বা ঝা চকচকে জীবনে বিশ্বাসী! তিনি সাধারণের মধ্যে অসাধারণ।
কে বলবে, এবার তিনি আইপিএল খেতাবজয়ী দলের সদস্য ছিলেন। এতটা সাদামাটা জীবন কি চ্যাম্পিয়নকে মানায়! তবে ঋদ্ধিমান সাহা কবেই বা ঝা চকচকে জীবনে বিশ্বাসী! তিনি সাধারণের মধ্যে অসাধারণ।
advertisement
2/5
যতই দেশ-বিদেশে দাপট নিয়ে ক্রিকেট খেলুন, আজকের দিনে তিনি একেবারে ঘরের জামাই। বাংলার ছেলে ঋদ্ধিমান তাই হাজির শ্বশুরবাড়িতে।
যতই দেশ-বিদেশে দাপট নিয়ে ক্রিকেট খেলুন, আজকের দিনে তিনি একেবারে ঘরের জামাই। বাংলার ছেলে ঋদ্ধিমান তাই হাজির শ্বশুরবাড়িতে।
advertisement
3/5
বরাবরই সাদামাটা ঋদ্ধিমান। জামাইষষ্ঠীতে তাই তিনি আহামরি কিছু করবেন, তা আন্দাজ করাও বোকামি। ঋদ্ধি আর পাঁচজনের মতোই কাটালেন জামাইষষ্ঠী।
বরাবরই সাদামাটা ঋদ্ধিমান। জামাইষষ্ঠীতে তাই তিনি আহামরি কিছু করবেন, তা আন্দাজ করাও বোকামি। ঋদ্ধি আর পাঁচজনের মতোই কাটালেন জামাইষষ্ঠী।
advertisement
4/5
ভাত, ডাল, মাছ, মিষ্টিতে জামাইষষ্ঠী ঋদ্ধিমান সাহার। একেবারে সাদামাটা খাবার। একেবারে আড়ম্বরহীন বললেও হয়তো কম বলা হবে।
ভাত, ডাল, মাছ, মিষ্টিতে জামাইষষ্ঠী ঋদ্ধিমান সাহার। একেবারে সাদামাটা খাবার। একেবারে আড়ম্বরহীন বললেও হয়তো কম বলা হবে।
advertisement
5/5
আইপিএল খেতাব জিতেছেন। এবার কিছুদিন ছুটি কাটানোর পালা। ঋদ্ধিমান কয়েকদিনের মধ্যেই যাবেন বিদেশে। তার পর ফিরে এসে সিএবির কাছে চাইবেন এনওসি। তবে সিএবি আরেক দফায় তাঁকে বোঝাবে বলে খবর।
আইপিএল খেতাব জিতেছেন। এবার কিছুদিন ছুটি কাটানোর পালা। ঋদ্ধিমান কয়েকদিনের মধ্যেই যাবেন বিদেশে। তার পর ফিরে এসে সিএবির কাছে চাইবেন এনওসি। তবে সিএবি আরেক দফায় তাঁকে বোঝাবে বলে খবর।
advertisement
advertisement
advertisement