রবিবারই আরসিবির বিরুদ্ধে ২২ গজে ঝড় তুলেছিলেন শুভমান গিল। তাঁর ১০৪ রানের ব্যাটিং তাণ্ডবে ভর করেই এবারের আইপিএলে আরসিবির বিদায় ঘণ্টা বাজায় গুজরাত টাইটান্স।
এবারের আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভনান গিল ইতিমধ্যেই জোড়া সেঞ্চুরি করে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা। ১৪ ম্যাচে করে ফেলেছেন ৬৮০ রান।
আরসিবির বিরুদ্ধে ২২ গজে ঝড় তোলার পর এবার নেট দুনিয়ায় হট অবতারে ঝড় তুললেন শুভমান গিল। নিজের একটি শার্টলেস ছবি শেয়ার করেন গুজরাত তারকা।
যেখানে শুধু মেরুণ রঙের তোয়ালে পরে আয়নার সামনে দাঁড়িয়ে 'মিরর সেলফি' তুলতে দেখা যায় শুভমান গিলকে। গিলের সিক্স প্যাক ও ফিটনেস নারী মনে ঝড় তুলেছে।
এই ছবি পোস্ট করার পর ভাইরাল হতে বেশি সময় লাগেনি। মুহূর্তের মধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্টের বন্যায় ভেসে যায় পোস্টটি।
প্রসঙ্গত, ২৩ মে আইপিএলের প্রথম প্লে অফে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাত টাইটান্স। সেই ম্যাচে গিলের ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় ফ্যানেরা।
...