ইডেনে প্লে-অফ দেখতে আসছেন বোর্ড সচিব অমিত শাহ পুত্র জয় ও তার পরিবার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই তার শুভেচ্ছাবার্তা এসে গেছে৷ আইপিএল ২০২২ -র ইডেন গার্ডেন্সে আয়োজিত প্লে অফে রাজ্যপাল জগদীপ ধনখড় আসবেন৷ অতিরিক্ত মেট্রো এবং ট্রেনের জন্য আবেদন করা হয়েছে৷ ইডেনে পাঁচটি সুপার সপার থাকবে অর্থাৎ বৃষ্টি থামলেই দ্রুত জল যাতে বের করে দেওয়া যায়৷ কালোবাজারিতে সিএবি কেউ ঝুক্ত নেই, প্রশাসনকে বলেছি বিষয়টা দেখতে বলেছেন অভিষেক ডালমিয়া, সিএবি প্রেসিডেন্ট৷ আইসিসির একাধিক কর্তা আসবেন ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২২ -র প্লে অফের জন্য৷ Input- Eron Roy Burman