Gossip: ক্রিকেটের মুচমুচে গসিপ, রোহিতের ঘরণীর সঙ্গে কোহলির ডেট! রইল টাটকা প্রমাণ

Last Updated:
Gossip: রোহিতের আগে বিরাটকেই চিনতেন রিতিকা সজদে...আজ তিনি রোহিত ঘরণী৷
1/6
ক্রিকেট ও বলিউডের যোগ কারোর অজানা নয়৷ ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের প্রেম হামেশাই হয়ে থাকে৷ তবে দলেরই সতীর্থ ক্রিকেটারের বউয়ের সঙ্গে অন্য ক্রিকেটারের ডেটিংয়ের গসিপ জানতে সকলেরই একইরকম আগ্রহ থাকে৷  মাঠের বাইরে রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক খুব একটা ভাল নয়৷ এমনকি অনুষ্কার সঙ্গেও রোহিতের লোকদেখানো সম্পর্কও থাকে না৷ তবে এটা নয় একেবারে অন্য ডেটিংয়ের খবর কি জানেন? রোহিত শর্মার ঘরণী রিতিকা সজদের সঙ্গে একসময়ে ডেট করতেন বিরাট কোহলি৷ তাঁদের ডেটিংয়ের গসিপ একসময়ে ছিল দারুণ মুখরোচক আলোচনার বিষয়৷ Photo- File 
ক্রিকেট ও বলিউডের যোগ কারোর অজানা নয়৷ ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের প্রেম হামেশাই হয়ে থাকে৷ তবে দলেরই সতীর্থ ক্রিকেটারের বউয়ের সঙ্গে অন্য ক্রিকেটারের ডেটিংয়ের গসিপ জানতে সকলেরই একইরকম আগ্রহ থাকে৷  মাঠের বাইরে রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক খুব একটা ভাল নয়৷ এমনকি অনুষ্কার সঙ্গেও রোহিতের লোকদেখানো সম্পর্কও থাকে না৷ তবে এটা নয় একেবারে অন্য ডেটিংয়ের খবর কি জানেন? রোহিত শর্মার ঘরণী রিতিকা সজদের সঙ্গে একসময়ে ডেট করতেন বিরাট কোহলি৷ তাঁদের ডেটিংয়ের গসিপ একসময়ে ছিল দারুণ মুখরোচক আলোচনার বিষয়৷ Photo- File 
advertisement
2/6
তাঁদের ডেটিং একেবারে সামনাসামনি ধরা পড়ে গিয়েছিল জিম্বাবোয়ে সফরের পর মুম্বইতে ছুটি কাটাতে গিয়েছিলেন বিরাট কোহলি৷ সেই সময়ে কোনও রহস্যময়ীর সঙ্গে তাঁকে সর্বত্র ঘুরতে দেখা যাচ্ছিল৷ সেই রহস্যময়ী কে তখন একেবারে খোঁজ খোঁজ পরে যায়৷ এই মিস্ট্রি গার্লই হলেন রোহিত শর্মার এখনকার স্ত্রী রিতিকা সজদে৷  Photo- File 
তাঁদের ডেটিং একেবারে সামনাসামনি ধরা পড়ে গিয়েছিল জিম্বাবোয়ে সফরের পর মুম্বইতে ছুটি কাটাতে গিয়েছিলেন বিরাট কোহলি৷ সেই সময়ে কোনও রহস্যময়ীর সঙ্গে তাঁকে সর্বত্র ঘুরতে দেখা যাচ্ছিল৷ সেই রহস্যময়ী কে তখন একেবারে খোঁজ খোঁজ পরে যায়৷ এই মিস্ট্রি গার্লই হলেন রোহিত শর্মার এখনকার স্ত্রী রিতিকা সজদে৷  Photo- File 
advertisement
3/6
নাইট আউট থেকে মুভি ডেট সর্বত্র রিতিকার সঙ্গে দেখা যাচ্ছিল বিরাট কোহলিকে৷  সময়টা ২০১৩ সাল তখন পাপারাজ্জিরা তাঁদের একসঙ্গে ছবি তুলে ফেলতে পারেন৷ বিষয়টা যে সহজ সরল ছিল না তা ছবির ফ্রেম দেখেই মালুম পাওয়া যায়৷ পাপারাজ্জিরা আছে বুঝতে পেরেই রিতিকা মুখটা ঝট করে সরিয়ে নেন৷ তবুও সেই সময়ে তাঁদের এই ছবি সংবাদপত্রেও প্রকাশিত হয়েছিল৷ সেই সময় ভাইরাল কথাটা না থাকলেও ছবিটা ভাইরাল হয়ে যায়৷  Photo- File 
নাইট আউট থেকে মুভি ডেট সর্বত্র রিতিকার সঙ্গে দেখা যাচ্ছিল বিরাট কোহলিকে৷  সময়টা ২০১৩ সাল তখন পাপারাজ্জিরা তাঁদের একসঙ্গে ছবি তুলে ফেলতে পারেন৷ বিষয়টা যে সহজ সরল ছিল না তা ছবির ফ্রেম দেখেই মালুম পাওয়া যায়৷ পাপারাজ্জিরা আছে বুঝতে পেরেই রিতিকা মুখটা ঝট করে সরিয়ে নেন৷ তবুও সেই সময়ে তাঁদের এই ছবি সংবাদপত্রেও প্রকাশিত হয়েছিল৷ সেই সময় ভাইরাল কথাটা না থাকলেও ছবিটা ভাইরাল হয়ে যায়৷  Photo- File 
advertisement
4/6
বিরাট কোহলি ও রিতিকা সজদের দেখা হয়েছিল ২০১০ সালে৷ আইপিএলের সময়ে তাঁদের দেখা হয়েছিল৷ রিতিকা একজন স্পোর্টস ট্যালেন্ট ম্যানেজার৷ তিনি তিন বছর ধরে বিরাটের ম্যানেজার ছিলেন৷ তাঁদের নিয়ে রোমান্টিক হেডলাইন হলেও দুজনের কেউই কখনও প্রেমের কথা স্বীকার করেননি, বরং ভাল বন্ধু এটাই বলতেন৷  Photo- File 
বিরাট কোহলি ও রিতিকা সজদের দেখা হয়েছিল ২০১০ সালে৷ আইপিএলের সময়ে তাঁদের দেখা হয়েছিল৷ রিতিকা একজন স্পোর্টস ট্যালেন্ট ম্যানেজার৷ তিনি তিন বছর ধরে বিরাটের ম্যানেজার ছিলেন৷ তাঁদের নিয়ে রোমান্টিক হেডলাইন হলেও দুজনের কেউই কখনও প্রেমের কথা স্বীকার করেননি, বরং ভাল বন্ধু এটাই বলতেন৷  Photo- File 
advertisement
5/6
রিতিকা পরে রোহিত শর্মাকে বিয়ে করেন৷ তাঁদের মেয়ের নাম সামাইরা৷ ২০১৫-র ১৩ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়৷  Photo- File 
রিতিকা পরে রোহিত শর্মাকে বিয়ে করেন৷ তাঁদের মেয়ের নাম সামাইরা৷ ২০১৫-র ১৩ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়৷  Photo- File 
advertisement
6/6
এদিকে বিরাট কোহলিও ২০১৭-র ডিসেম্বরে অনুষ্কা শর্মাকে বিয়ে করেন৷  Photo- File 
এদিকে বিরাট কোহলিও ২০১৭-র ডিসেম্বরে অনুষ্কা শর্মাকে বিয়ে করেন৷  Photo- File 
advertisement
advertisement
advertisement