Germany vs Spain: জার্মানির পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা কতটা ? জেনে নিন অঙ্ক

Last Updated:
জাপানের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জার্মানরা ৷ রবিবার স্পেনের বিরুদ্ধে ১-১ ড্র ৷ এখন স্বভাবতই প্রশ্ন উঠছে, পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কতটা জার্মানির ৷
1/5
জাপানের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জার্মানরা ৷ রবিবার স্পেনের বিরুদ্ধে ১-১ ড্র ৷ এখন স্বভাবতই প্রশ্ন উঠছে, পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কতটা জার্মানির ৷ Photo Courtesy: AP
জাপানের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জার্মানরা ৷ রবিবার স্পেনের বিরুদ্ধে ১-১ ড্র ৷ এখন স্বভাবতই প্রশ্ন উঠছে, পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কতটা জার্মানির ৷ Photo Courtesy: AP
advertisement
2/5
টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের দল জার্মানির প্রি কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা এখনও রয়েছে ৷ তবে পরের ম্যাচে জেতার পাশাপাশি এখন অন্য ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে জার্মানদের ৷ Photo Courtesy: AP
টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের দল জার্মানির প্রি কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা এখনও রয়েছে ৷ তবে পরের ম্যাচে জেতার পাশাপাশি এখন অন্য ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে জার্মানদের ৷ Photo Courtesy: AP
advertisement
3/5
 গ্রুপ ই-র শীর্ষে রয়েছে স্পেন। একেবারে শেষে জার্মানি ৷ ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩। ২ ম্যাচ খেলে কোস্টা রিকার পয়েন্টও ৩। গোল পার্থক্যে জাপানের পিছনে রয়েছে কোস্টা রিকা। Photo Courtesy: AP
গ্রুপ ই-র শীর্ষে রয়েছে স্পেন। একেবারে শেষে জার্মানি ৷ ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩। ২ ম্যাচ খেলে কোস্টা রিকার পয়েন্টও ৩। গোল পার্থক্যে জাপানের পিছনে রয়েছে কোস্টা রিকা। Photo Courtesy: AP
advertisement
4/5
 গ্রুপের শেষ ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলবে জাপান। অন্য দিকে জার্মানি খেলতে নামবে কোস্টা রিকার বিরুদ্ধে। পরের রাউন্ডে যেতে গেলে প্রথমে নিজেদের ম্যাচ জিততে হবে জার্মানিকে। এদিকে যদি স্পেন জাপানকে হারায় তা হলে স্পেনের পয়েন্ট হবে ৭। জাপানের ৩। সে ক্ষেত্রে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোয় যাবে জার্মানি। Photo Courtesy: AP
গ্রুপের শেষ ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলবে জাপান। অন্য দিকে জার্মানি খেলতে নামবে কোস্টা রিকার বিরুদ্ধে। পরের রাউন্ডে যেতে গেলে প্রথমে নিজেদের ম্যাচ জিততে হবে জার্মানিকে। এদিকে যদি স্পেন জাপানকে হারায় তা হলে স্পেনের পয়েন্ট হবে ৭। জাপানের ৩। সে ক্ষেত্রে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোয় যাবে জার্মানি। Photo Courtesy: AP
advertisement
5/5
 জাপান যদি স্পেনকে হারায় তা হলে জাপানের পয়েন্ট হবে ৬। স্পেনের পয়েন্ট হবে ৪। আবার যদি স্পেন-জাপান ম্যাচ ড্র হয় তা হলে স্পেনের পয়েন্ট হবে ৫। জাপানের পয়েন্ট হবে ৪। এই দুই ক্ষেত্রে গোল পার্থক্যে দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে জার্মানির। Photo Courtesy: AP
জাপান যদি স্পেনকে হারায় তা হলে জাপানের পয়েন্ট হবে ৬। স্পেনের পয়েন্ট হবে ৪। আবার যদি স্পেন-জাপান ম্যাচ ড্র হয় তা হলে স্পেনের পয়েন্ট হবে ৫। জাপানের পয়েন্ট হবে ৪। এই দুই ক্ষেত্রে গোল পার্থক্যে দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে জার্মানির। Photo Courtesy: AP
advertisement
advertisement
advertisement