ইউরোয় বিশ্বচ্যাম্পিয়নদের দৌড় শেষ ! জোড়া গোল করে ফ্রান্সকে ফাইনালে তুললেন গ্রিজম্যান
Last Updated:
দুই অর্ধে দুটি গোল ! বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিও কুপোকাৎ ৷ ঘরের মাঠে ফের একটা ইউরো কাপের ফাইনালে উঠল ফ্রান্স ৷
advertisement
প্রথমার্ধে ওটাই ছিল বল-এ শেষ টাচ। এবং সেটাই ইউরো ২০১৬-র দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে অতীব গুরুত্বপূর্ণ ‘লি়ড’ এনে দেয় বৃহস্পতিবার রাতে। তার আগেই জার্মানি পেনাল্টি বক্সে অধিনায়ক সোয়াইনস্টাইগার বিশ্রী হ্যান্ডবল করে বসেন। ঠিক ইতালির বিরুদ্ধে তাদের আগের কোয়ার্টার ফাইনালে বোয়াতেংয়ের নরম হ্যান্ডবলের মতোই! এ দিনও বিপক্ষকে পেনাল্টি দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি ইতালীয় রেফারি রিজোলি। যার থেকে ন্যয়ারকে উল্টো দিকে ফেলে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন গ্রিজম্যান।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement