মৃত্য়ুর ২৪ ঘণ্টা আগে করেছিলেন পোস্ট, প্রয়াত ডব্লুডব্লুই তারকা সারা লি

Last Updated:
অকালেই প্রয়াত হলেন ওয়ার্লড রেসলিং এন্টারটেনমেন্টের তারকা মহিলা কুস্তিগীর সারা লি। ৩০ বছর বয়সে মারা গেলেন তিনি।
1/6
মৃত্য়ুর ২৪ ঘণ্টা আগে করেছিলেন পোস্ট, প্রয়াত ডব্লুডব্লুই তারকা সারা লি
মৃত্য়ুর ২৪ ঘণ্টা আগে করেছিলেন পোস্ট, প্রয়াত ডব্লুডব্লুই তারকা সারা লি
advertisement
2/6
অকালেই প্রয়াত হলেন ওয়ার্লড রেসলিং এন্টারটেনমেন্টের তারকা মহিলা কুস্তিগীর সারা লি। ডব্লু ডব্লু ই-র প্রাক্তন চ্য়াম্পিয়নও তিনি। মাত্র ৩০ বছর বয়সে মৃত্য়ুর কোলে ঢোলে পড়লেন সারা। সারার মা জানিয়েছেন মেয়ের মৃত্য়ুর খবর।
অকালেই প্রয়াত হলেন ওয়ার্লড রেসলিং এন্টারটেনমেন্টের তারকা মহিলা কুস্তিগীর সারা লি। ডব্লু ডব্লু ই-র প্রাক্তন চ্য়াম্পিয়নও তিনি। মাত্র ৩০ বছর বয়সে মৃত্য়ুর কোলে ঢোলে পড়লেন সারা। সারার মা জানিয়েছেন মেয়ের মৃত্য়ুর খবর।
advertisement
3/6
ওয়ার্লড রেসিলিং এন্টারটেনমেন্টের তরফেও সোশ্য়াল মিডিয়ায় জানানো হয় সারা লি-এর মৃত্য়ুর খবর। ডব্লু ডব্লু ই-এর তরফে লেখা হয়, ‘সারা লির মৃত্যুর খবরে ডব্লুডব্লুই শোকাহত। ‘টাফ এনাফ’-এর প্রাক্তন বিজয়ী হিসেবে লি ক্রীড়া বিনোদন দুনিয়ার সবার কাছেই অনুপ্রেরণা। সারা, তোমার অভাব অনুভূত হবে।’
ওয়ার্লড রেসিলিং এন্টারটেনমেন্টের তরফেও সোশ্য়াল মিডিয়ায় জানানো হয় সারা লি-এর মৃত্য়ুর খবর। ডব্লু ডব্লু ই-এর তরফে লেখা হয়, ‘সারা লির মৃত্যুর খবরে ডব্লুডব্লুই শোকাহত। ‘টাফ এনাফ’-এর প্রাক্তন বিজয়ী হিসেবে লি ক্রীড়া বিনোদন দুনিয়ার সবার কাছেই অনুপ্রেরণা। সারা, তোমার অভাব অনুভূত হবে।’
advertisement
4/6
মৃত্য়ুর ২৪ ঘণ্টা আগেও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন সারা। লিখেছিলেন,‘শেষ পর্যন্ত স্বাস্থ্য পুনরুদ্ধার করে পর পর দু’দিন জিমে ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। প্রথম সাইনাস সংক্রমণ আমার জীবনকে বিধ্বস্ত করে ফেলেছিল।’
মৃত্য়ুর ২৪ ঘণ্টা আগেও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন সারা। লিখেছিলেন,‘শেষ পর্যন্ত স্বাস্থ্য পুনরুদ্ধার করে পর পর দু’দিন জিমে ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। প্রথম সাইনাস সংক্রমণ আমার জীবনকে বিধ্বস্ত করে ফেলেছিল।’
advertisement
5/6
সোশ্য়াল মিডিয়ায় তারকা রেসলারের ফ্য়ান ফলোয়ার্সও ছিল আকাশ ছোঁয়া। কোনও ছবি শেয়ার করলে তা মুহূর্তের মধ্য়ে ঝড় তুলত নেট দুনিয়ায়। ডব্লু ডব্লু ই চ্য়াম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০১৫-য় সারা ‘টাফ এনাফ’-এর ষষ্ঠ সিজনে চ্যাম্পিয়ন হন সারা।
সোশ্য়াল মিডিয়ায় তারকা রেসলারের ফ্য়ান ফলোয়ার্সও ছিল আকাশ ছোঁয়া। কোনও ছবি শেয়ার করলে তা মুহূর্তের মধ্য়ে ঝড় তুলত নেট দুনিয়ায়। ডব্লু ডব্লু ই চ্য়াম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০১৫-য় সারা ‘টাফ এনাফ’-এর ষষ্ঠ সিজনে চ্যাম্পিয়ন হন সারা।
advertisement
6/6
advertisement
advertisement
advertisement