New Captain Of Team India: অধিনায়কত্ব ও ওডিআই দল থেকে বাদ রোহিত! কে হচ্ছেন ভারতের নতুন অধিনায়ক? বড় আপডেট!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
New ODI Captain Of Team India: এবার কী ওডিআই-তে অধিনায়কত্ব হারাতে চলেছেন রোহিত? বাদ পড়তে পারেন দল থেকে? রোহিতের বদলে কে হতে পারেন ওডিআই ক্যাপটেন?
টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা। ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত একদিনের ক্রিকেট খেলবেন তিনি। সঙ্গে ওডিআই দলের অধিনায়কত্বও করাতেও কোনও আপত্তি নেই হিটম্যানের। কিন্তু এবার কী ওডিআই-তে অধিনায়কত্ব হারাতে চলেছেন রোহিত? বাদ পড়তে পারেন দল থেকে? রোহিতের বদলে কে হতে পারেন ওডিআই ক্যাপটেন? ইত্যাদি নানা বিষয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।
advertisement
ভারতীয় ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সফল অধিনায়কত্বের পর তরুণ ব্যাটার শুভমান গিলকে ওয়ানডে দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ জানিয়েছেন, গিল অধিনায়কত্বের জন্য প্রস্তুত এবং রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে তাকে ভাবা উচিত।
advertisement
ইংল্যান্ড সফরের আগে গিলকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হলে তা নিয়ে অনেক বিতর্ক হয়। অনেকেই মনে করেছিলেন অভিজ্ঞ ক্রিকেটারদের উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু গিল সেই সমস্ত সন্দেহের মেঘ দূর করে দিয়েছেন তার ব্যাট এবং নেতৃত্ব দিয়ে। সিরিজে সর্বোচ্চ ৭৫৪ রান করার পাশাপাশি ২-২ এ সিরিজ ড্র করাতে বড় ভূমিকা রাখেন তিনি।
advertisement
advertisement
advertisement
advertisement