Europa League Final: ২১ খানা টাইব্রেকার শটের পর ফয়সালা! ফুটবল ম্যাচ নাকি থ্রিলার?

Last Updated:
কেউ যেন কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না বলে ঠিক করেছিল।
1/5
২১ খানা টাইব্রেকার শট! ভাবতে পারছেন! তবে গিয়ে কি না ম্যাচের ফয়সালা হল! ফাইনাল ম্যাচ এমন হলে তো আর কথাই নেই। দর্শকদের জন্য পুরো পয়সা উসুল।
২১ খানা টাইব্রেকার শট! ভাবতে পারছেন! তবে গিয়ে কি না ম্যাচের ফয়সালা হল! ফাইনাল ম্যাচ এমন হলে তো আর কথাই নেই। দর্শকদের জন্য পুরো পয়সা উসুল।
advertisement
2/5
Europa League Final-এ Villarreal vs Manchester United ম্যাচ ১২০ মিনিট পরও ১-১ ড্র চলছিল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
Europa League Final-এ Villarreal vs Manchester United ম্যাচ ১২০ মিনিট পরও ১-১ ড্র চলছিল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
advertisement
3/5
২১টি শটের পর মিমাংসা হল ম্যাচের। ম্যান ইউকে হারিয়ে ৯৮ বছর পর ক্লাব ফুটবলে বড় কোনও খেতাব জিতল ভিয়ারিয়াল। ম্যাঞ্চেস্টার ইউটাইটেডের মতো তারকাখচিত দলকে হারানোর পর আপাতত এই স্প্যানিশ দলকে নিয়ে চারপাশে আলোচনা চলছে।
২১টি শটের পর মিমাংসা হল ম্যাচের। ম্যান ইউকে হারিয়ে ৯৮ বছর পর ক্লাব ফুটবলে বড় কোনও খেতাব জিতল ভিয়ারিয়াল। ম্যাঞ্চেস্টার ইউটাইটেডের মতো তারকাখচিত দলকে হারানোর পর আপাতত এই স্প্যানিশ দলকে নিয়ে চারপাশে আলোচনা চলছে।
advertisement
4/5
প্রথমে পাঁচটি করে শট। সেখানে দুটি দলের ফুটবলাররা সব কটা গোল করে দেন। এর পর সাডেন ডেথ। সেখানেও মিমাংসা হল না। কেউ যেন কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না বলে ঠিক করেছিল।
প্রথমে পাঁচটি করে শট। সেখানে দুটি দলের ফুটবলাররা সব কটা গোল করে দেন। এর পর সাডেন ডেথ। সেখানেও মিমাংসা হল না। কেউ যেন কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না বলে ঠিক করেছিল।
advertisement
5/5
শেষ পর্যন্ত ১১-১০ ব্যবধানে ফাইনাল জিতে ইউরোপা খেতাব ঘরে তুলল ভিয়ারিয়াল। ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরোনিমো রুলি শেষ শটে বল জালে জড়িয়ে দেন। আবার ম্যান ইউয়ের গোলরক্ষক দাভিদ দি হেয়ার শট রুখেও দেন তিনিই। ভিয়ারিয়ালের কোচ উনাই এমেরিও প্রথম কোচ হিসেবে চারটি ইউরোপা লিগ খেতাব জিতলেন।
শেষ পর্যন্ত ১১-১০ ব্যবধানে ফাইনাল জিতে ইউরোপা খেতাব ঘরে তুলল ভিয়ারিয়াল। ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরোনিমো রুলি শেষ শটে বল জালে জড়িয়ে দেন। আবার ম্যান ইউয়ের গোলরক্ষক দাভিদ দি হেয়ার শট রুখেও দেন তিনিই। ভিয়ারিয়ালের কোচ উনাই এমেরিও প্রথম কোচ হিসেবে চারটি ইউরোপা লিগ খেতাব জিতলেন।
advertisement
advertisement
advertisement